অর্থনীতির হাল-হকিকত

এই খবর শেয়ার করুন (Share this news)

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা এসেছে,তা গত বারো বছরের মধ্যে সবচেয়ে কম।অর্থের হিসাবে এই পরিমাণ ১৪৫০ কোটি ডলার, ২০১২-১৩ বর্ষের চেয়ে সর্বাপেক্ষা কম। এপ্রিল-অক্টোবরে দেশে এফডিআইয়ের অঙ্ক অবশ্য ছিলো ৪৮৬০ কোটি ডলার, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একই সময়ে দেশ থেকে বেরিয়ে যায় ৩৪০০ কোটি ডলার। এই খণ্ডচিত্র থেকে মোটামুটি একটি বিষয় স্পষ্ট যে, বাজারে কেনাকাটা কমেছে বলে বিদেশ থেকে বিনিয়োগের আগমনও থমকেছে। এর পাশাপাশি এমন একটা ধারণা বিদেশি লগ্নিকারীদের মনে দানা বেঁধেছে যে, ভারতে এখন মাত্র চার-পাঁচটি শিল্পগোষ্ঠীই ব্যবসা করতে পারছে। বাকিরা হয় ওই চার-পাঁচ গোষ্ঠীর তৈলমর্দন করে বেঁচে আছে নতুবা খাবি খাচ্ছে। এমনিতেই সংশ্লিষ্ট চার-পাঁচ গোষ্ঠী বাদ দিলে দেশে বেসরকারী শিল্পমহল আর বড় অঙ্কের বিনিয়োগ করতে চাইছে না। শোনা যাচ্ছে, ঠেলায় পড়ে লগ্নিতে উৎসাহ দিতে বৈদ্যুতিন (ইলেকট্রনিক্স) যন্ত্রাংশ তৈরির ক্ষেত্রে আসন্ন বাজেটে প্রোডাকশন লিঙ্কড ইনসেটিভ বা সংক্ষেপে পিএলআই ঘোষণা করতে পারে কেন্দ্র।এমনটা হলে দেশে চল্লিশ-পঞ্চাশ হাজার কোটি টাকার বিনিয়োগ হয়তো আসতে পারে।
অবশ্য উপরের এই খণ্ডচিত্রে দেশের অর্থনীতির সামগ্রিক চিত্রের খুব সামান্যই ধরা পড়ে। ধরা পড়ে সরকারের রাজনৈতিক দর্শন আর বক্তৃতামালায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে দেশবাসীকে প্রথম ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতির স্বপ্ন দেখিয়েছিলেন। ২০১৮-য় তিনি প্রথম বলেছিলেন, স্বাধীনতার ৭৫তম বছর বা ২০২২-এ ভারতের জিডিপি-র পরিমাণ ৫ ট্রিলিয়ন ডলার বা ৫ লক্ষ কোটি ডলার হবে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপির প্রচারের অন্যতম হাতিয়ার ছিলো ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতির স্বপ্ন। সেখান থেকে পাঁচ বছর অতিক্রান্ত হয়ে ছয় বছর শুরু হয়েছে। দেশের অর্থনীতি এখনও ৫ লক্ষ কোটি ডলারে পৌঁছয়নি। উল্টে বারংবার লক্ষ্য বদল হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটি ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতির রূপরেখা নিয়ে আলোচনার জন্য বিষয় বাছাই করেছিল। ২০২৫ শুরু হতেই সেই বিষয়ের শিরোনাম বদলে ফেলা হয়েছে। বদলের আগে অর্থমন্ত্রকের স্থায়ী কমিটির আলোচনার বিষয় ছিলো, ‘বিশ্বের অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতির রূপরেখা।’ সেটি বদলে নতুন শিরোনাম করা হয়েছে, ‘বিশ্বের অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ভারতের আর্থিক বৃদ্ধির রূপরেখা।’অআবাদ পড়েছে ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতির কথা।এমনিতে ব্রিটেনকে ছাপিয়ে ভারত এখন পঞ্চম বৃহত্তম অর্থনীতি।কেন্দ্রের কর্তাব্যক্তিরা এখন ভারতের তৃতীয় বৃহত্তম অর্থনীতির পথে এগোনোর কথা বলতে চান। ভারতের জিডিপি-র পরিমাণ এখনও ৩.৪১ লক্ষ কোটি ডলার। ভারতের সামনে রয়েছে আমরিকা, চিন, জাপান ও জার্মানি। আমেরিকা, চিন বাদে জাপান বা জার্মানিও এখনও ৫ লক্ষ কোটি ডলারে পৌঁছতে পারেনি। অবশ্য এ নিয়ে কোনও সন্দেহ নেই যে, বিশ্ব এক কঠিন পরিস্থিতিতে চলেছে। একদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। অন্যদিকে ইজরায়েল- প্যালেস্টাইন সংঘাত। শুধু তাই নয়, ইরান, মিশর, লেবাননের মতো একাধিক ফ্রন্টে লড়াই করছে ইজরায়েল, যাকে আমরা মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বলতেই পারি। তদুপরি ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পরে আমেরিকার আর্থিক নীতি কী হবে, বিশ্বের বাজারে মূল্যবৃদ্ধি ও জ্বালানির দাম কোন দিকে যাবে, এসব নিয়ে অনিশ্চয়তার জেরে আর্থিক বৃদ্ধির পূর্বাভাস নিয়ে কেন্দ্রীয় সরকার যদি রক্ষণশীল মনোভাব নিয়ে চলতে চায়, অর্থশাস্ত্রীদের বিচারে সেটাও ভুল নয়। লগ্নিতে ভাটার টানের অর্থ কলকারখানায় উৎপাদনের দুর্বল চিত্র। এর জেরে চলতি অর্থ বছর, অর্থাৎ ২০২৪-২৫ অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার মাত্র ৬.৪ শতাংশেই আটকে যাবে বলে দিন তিনেক আগেই জাতীয় পরিসংখ্যান দপ্তর পূর্বাভাস দিয়েছে। কোভিড অতিমারির ধাক্কার পরে গত চার বছরে আর্থিক বৃদ্ধির হার এতখানি কমেনি। গত অর্থবর্ষেও বৃদ্ধির হার ছিলো ৮.২ শতাংশ। সেখান থেকে এক ধাক্কায় প্রায় ২ শতাংশ কম! অতএব, দেশের অর্থনীতির ইঞ্জিনে জ্বালানি যে কমে আসছে, তা এখন দিনের আলোর মতো স্পষ্ট। শিল্পমহলের লগ্নিতেও বৃদ্ধির হারও মাত্র ৬.৪ শতাংশ। গত অর্থ বছরের ৯ শতাংশের তুলনায় যা অনেকটাই কম। তবে কৃষি ক্ষেত্রে বৃদ্ধির হার গতবারের তুলনায় ভালো। পরিষেবা ক্ষেত্রেরও একই ছবি। কিন্তু ব্যবসা, হোটেল, পরিবহণ, আবাসন, আর্থিক পরিষেবার মতো সব ক্ষেত্রেই বৃদ্ধির হার কমছে। আশা করি,আসন্ন বাজেটে উপযুক্ত বটিকার সন্ধানের কথা শোনা যাবে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

প্রধানমন্ত্রীর নরেন্দ্রমোদীর অফিসে রাহুল গান্ধি, সঙ্গে মজুত ছিলেন দেশের প্রধান বিচারপতিও!!

অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…

12 hours ago

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

19 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

21 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

21 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

21 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

22 hours ago