অর্থ মন্ত্রীর দ্বারস্থ টেট উত্তীর্ণরা!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, আগরতলা।। দীর্ঘদিন ধরেই ২০২১ সালের টেট ওয়ান ও টেট টু উত্তীর্ণ বেকাররা চাকরির দাবিতে শিক্ষা দপ্তর, শিক্ষা মন্ত্রী ও অর্থমন্ত্রী দ্বারে দ্বারে ঘুরছেন। শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন পুজোর আগে তাদের নিয়োগের। কিন্তু পুজো এগিয়ে আসায় গতকালকে আবার শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা দেখা করে। শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, অর্থ দপ্তরের অনুমোদন পেলেই তাদেরকে নিয়োগ করা হবে। তাই টেট উত্তীর্ণরা রবিবার অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন তাঁর বাসভবনে। অর্থমন্ত্রীও তাদেরকে আশ্বাস দিয়েছেন বলে জানান টেট উত্তীর্ণরা।