অলিম্পিকে ভারতের তৃতীয় ব্রোঞ্জ!!
অনলাইন প্রতিনিধি :মনু ভাকার, সরবৎ সিংহের পর এবার তৃতীয় পদক নিয়ে এল ভারত। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ব্রোজ পেল স্বপ্নিল কুসালে। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে এই প্রথম প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয় করল ভারত। অবশেষে তিন নম্বর স্থান ধরে রাখার চ্যালেঞ্জ নেয় স্বপ্নিল। প্রথম শটে ১০.৪ মারার পর দ্বিতীয় এবং তৃতীয় শটে ৯.৪ ও ৯.৯ স্কোর করেন। তবে চতুর্থ স্থানে যিনি ছিলেন, তাঁর সঙ্গে এতটাই পার্থক্য ছিল যে, স্বপ্নিল তৃতীয় স্থানে থেকে যান এবং ব্রোঞ্জ নিশ্চিত করে ফেলেন।