অল্পতে বাঁচলেন বিপ্লব!!!

 অল্পতে বাঁচলেন বিপ্লব!!!
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইনঃ চপার দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বেঁচে গেলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব! ঘটনা শনিবার সকালে। এদিন হেলিকপ্টারে করে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কৈলাসহর একটি কর্মসূচীতে যাওয়ার কথা ছিল। সেই মতো দলের এক নেতাকে নিয়ে সকালে তিনি বিমানবন্দরে অপেক্ষারত হেলিকপ্টারে চড়ে বসেন। কিন্তু চপারটি উড্ডয়নের আগেই দেখা দেয় যান্ত্রিক সমস্যা। এই অবস্থায় পাইলট আর হেলিকপ্টার উড়ানের ঝুঁকি নেয়নি। পাইলট চপারের যান্ত্রিক সমস্যার কথা বিপ্লব কুমার দেবকেও জানান। সাথে সাথেই শ্রী দেব সহ অন্য যাত্রীরা কপ্টার থেকে নীচে নেমে আসেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যপক চাঞ্চল্য ও উৎকন্ঠা ছড়ায়। কপ্টার আকাশে উড়ার পর যদি এই গোলযোগ নজরে আসতো তখন কী হতো?
জানা গেছে, কপ্টারটি টেক অফ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনই যান্ত্রিক ত্রুটি পাইলটের নজরে আসে। পরে শ্রী দেব দীর্ঘ ক্ষন বিমানবন্দরে অপেক্ষা করেন কিন্তু হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটি সারাই কারা যায়নি। ঘটনার পর বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। বিষয়টিতে মারাত্মক অবহেলা রয়েছে বলে মনে করা হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক বা সাধারণ যাত্রী, ফ্লাইটের উড়ানের আগেই তাকে পরীক্ষা করা হয়। কিন্তু এক্ষেত্রে শ্রী দেব হেলিকপ্টারে বসার পর টেক অফ এর জন্য উড়ান শুরু করার পর যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।
টেক অফের পর এই ত্রুটিটি লক্ষ্য করা গেলে বিপ্লব কুমার দেব সহ অন্য যাত্রীরা বড় দুর্ঘটনার শিকার হতে পারতেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.