অশান্ত কাঠমান্ডু,

রাজতন্ত্র ফেরানোর দাবিতে উত্তপ্ত নেপাল৷ আগুন জ্বলছে রাজধানী কাঠমাণ্ডুতে৷ বাড়ি, ঘর, দোকান,হাসপাতালে ভাঙচুর চালিয়েছে আন্দোলনকারীরা।শুক্রবার পুলিশ এবং আন্দোলনকারীদের সংঘর্ষে দু পক্ষের শতাধিক আহত হন৷ মৃত্যু হয় দু জনের। পরিস্থিতি সামাল দিতে জারি করা হয় কারফিউ। শনিবার রাজতন্ত্র ফেরানোর দাবিতে একটি মিছিল বের হলে নতুন করে মিছিল থেকে উত্তেজনা ছড়ায়৷ শুক্রবারও আন্দোলনকারীরা পুলিশের দিকে পাথর ছুড়তে ছুড়তে সংদের দিকে এগোচ্ছিল৷ পরিস্থিতি সামলাতে পুলিশ বলপ্রয়োগ করতেই শুরু হয় সংঘর্ষ৷