অশ্রুসিক্ত নয়নে ২ জওয়ানকে শ্রদ্ধা

এই খবর শেয়ার করুন (Share this news)

মণিপুরে ভূমিধসে নিহত রাজ্যের দুই জওয়ানের দেহ এসে পৌঁছেছে । রবিবার দুপুরে বায়ুসেনার বিশেষ বিমানে রাজ্যের দুই বীরসন্তান শহিদ সেনা জওয়ান সঞ্জয় দেবনাথ ও প্রশান্ত দেবের মরদেহ এসে পৌঁছেছে । পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দেহ স্থানীয় সিঙ্গারবিলস্থিত বীর বিক্রম বিমানবন্দরে আনা হয় । সেখান থেকে আসাম রাইফেলসের উদ্যোগে শহিদ জওয়ানদের মৃতদেহ গ্রহণ করা হয় ।

গার্ড অব অনার দিয়ে মৃতদেহ পৌঁছানো হয় বিশালগড় ও স্থানীয় অরুন্ধতীনগরে । জাতীয় পতাকায় ঢাকা প্রশান্ত দেবের মরদেহ অরুন্ধতীনগরের পুলিশ আবাসনে পৌঁছতেই তার স্ত্রী , সন্তানসহ পরিজনরা কান্নায় ভেঙে পড়েন । অনুরূপ অবস্থা হয় সঞ্জয় দেবনাথের মৃতদেহ বিশালগড় থানাধীন বাইদ্যারদীঘি সংলগ্ন কসবায় পৌঁছলেও । মণিপুরের নোনে জেলার টুপুলে রেলপথ নির্মাণের প্রশ্নে নিয়োজিত ভারতীয় সেনার জওয়ানরা বুধবার ২৯ জুন রাতে ভূমিধসের কবলে পড়ে । তাতেই চাপা পড়েন রাজ্যের দুই বীর সন্তান ।

পাশাপাশি আসামের দক্ষিণাংশের ত্রিপুরা কাছাড় জেলার দুইজনের মৃত্যু হয়েছে এই ঘটনায় । তাদের মধ্যে একজন রেলের নির্মাণ সংস্থার পাচক ধীরেন কুড়ি ( ৩৫ ) । তার বাড়ি কাছাড়ের বরখলা এলাকায় । কাছাড়ের অন্য মৃত ব্যক্তি নির্মাণ সংস্থার গাড়ি চালক সাজাহান ( ২৫ ) ।তার বাড়ি লক্ষীপুরে।সব মিলিয়ে শনিবার পর্যন্ত ভূমিধসে মৃত্যু হয়েছে ৩৪ জনের । রবিবার মৃত্যুর সংখ্যায় আরও আটজনের নাম যোগ হয়েছে । সব মিলিয়ে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে মৃত্যু হয়েছে ৪২ জনের । রাজ্যের দুই বীর সন্তানের দেহ বাড়িতে পৌঁছানোর সময় বহু মানুষ অংশ নেন শবযাত্রায় ৷

জাতীয় পতাকাবাহী বাইক ও গাড়ি নিয়ে শবানুগমন করেন তারা । রাস্তার পাশে থাকা মানুষ বিমানবন্দর থেকে বিশালগড় পর্যন্ত শহিদের শৌর্যের প্রতি শ্রদ্ধায় মাথানত করেন । তৈরি হয় শোকের আবহ । মৃতদেহগুলি তাদের আত্মীয়স্বজনের কাছে পৌঁছলে শুরু হয় কান্নার রোল ও বিলাপ । এদিকে রবিবার স্থানীয় সূত্র ও সেনা মারফতে পাওয়া খবরে জানা গেছে ,এখন পর্যন্ত পাওয়া মৃতদেহের মধ্যে ২৪ টি সেনাদের । ১৩ টি রয়েছে সাধারণ মানুষের দেহ । ১৩ জন সেনা কর্মীে ৫ জন সাধারণ নাগরিককে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

উদ্ধারের অপেক্ষায় রয়েছেন ৬ সেনা জওয়ান এবং ১৯ জন সাধারণ মানুষ। রবিবার উদ্ধারকৃত মৃতদেহগুলি ধ্বংসস্তূপের অনেক গভীর থেকে পাওয়া গেছে । স্থানীয় সূত্রের বক্তব্য , পরিস্থিতি এখনও ভয়াবহ । প্রবল বর্ষণের কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়ে চলছে প্রচণ্ডভাবে। তবে আশার কথা হলো , রবিবার ধ্বংসস্তূপ অনেকটাই সরানো গেছে । ইজেই নদীর গতিধারা চালু করা সম্ভব হয়েছে । ফলে বিপর্যস্ত মাথুয়াম ও সংলগ্ন মরাঙচিত্ত গ্রামের বিপদ আশঙ্কার মেঘ অনেকটাই কেটে গেছে । রবিবার বিপর্যয়স্থল পরিদর্শন করেন কেন্দ্র ও রাজ্যের মন্ত্রী সহ সাংসদ এবং স্থানীয় নেতৃত্ব । তারা পরিস্থিতি খতিয়ে দেখেন । অংশ নেন বৈঠকে । উপস্থিত সংবাদমাধ্যমকে জানান , উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে ওয়াল রাডারের মতো অত্যাধুনিক যন্ত্রপাতি সহ প্রশিক্ষিত কুকুর । তবে অস্বাভাবিক এবং অবর্ণনীয় ভূমিধসের কারণে ও প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ ।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

19 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

20 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

21 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

21 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

21 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

21 hours ago