অসাধারণ ভাবনা!! পুজোর হাটবাজার!!
অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার চন্ডিপুর বিধানসভার রাংরুং বিদ্যালয়ে কৈলাসহর লায়ন্স ক্লাব ও লিও ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মেগা পূজা হাট বাজার। অসাধারণ ভাবনা নিয়ে এই ব্যাতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে শিশু থেকে বৃদ্ধ, কিশোর – কিশোরী, নারী-পুরুষ, যুবক -যুবতী সবার জন্য ছিল পোশাক থেকে শুরু করে সৌন্দর্য চর্চার সরঞ্জাম।
বিশেষ করে শিশুদের জন্য ছিল খেলনা সামগ্রী। একটি পরিবার চলতে মোটামুটি যে সমস্ত জিনিসের প্রয়োজন, প্রায় সব জিনিসেই বিনামূল্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে রাংরুং চা বাগান সহ আশপাশ এলাকার বাগান শ্রমিকরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে একদিকে যেমন শ্রমিক পরিবারের সদস্যরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নির্দিষ্ট কাউন্টার থেকে নিয়ে যাচ্ছিল, ঠিক তার পাশেই স্কুলের হলে চলছিল গণ আহারের ব্যবস্হা। কৈলাসহর লায়ন্স ক্লাব ও লিও ক্লাবের এ ধরনের উদ্যোগ এক কথায় অসাধারণ।