অস্টিও-আথ্রাইটিস ও হোমিও চিকিৎসা

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইনঃ পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আজ অস্টিও – আর্থ্রাইটিস নামক দুরারোগ্য হাড়ের অসুখে আক্রান্ত । দেহের অত্যধিক ওজন বা স্থূলতা এই রোগের অন্যতম কারণ হলেও রোগা ব্যক্তিরা কিন্তু নিরাপদ নন । তাই ভয় না পেয়ে এই সমস্যা দেখা দিলে সঠিক চিকিৎসা নেওয়া একান্ত প্রয়োজন ।
অস্টিও আর্থ্রাইটিস কী ?
তরুণাস্থি বা কার্টিলেজ হল হাড়ের রক্ষাকর্তা । কার্টিলেজ যখন দৃঢ়তা হারিয়ে ফেলে , তখনই অস্টিও আর্থ্রাইটিস দেখা দেয় । যার ফলে ব্যথা , যন্ত্রণা সহ একাধিক সমস্যা তৈরি হয় । হাড়ের জয়েন্টগুলিও তাদের স্বাভাবিক কর্মদক্ষতা হারিয়ে ফেলে ।
রোগের কারণ :
উচ্চতার অনুপাতে ওজন বেশি হয়ে গেলে , বয়সজনিত কারণে , খেলাধূলা কিংবা দুর্ঘটনা থেকে , হাঁটুতে সংক্রমণ থেকে অস্টিও – আর্থ্রাইটিস হতে পারে । তাছাড়া বংশানুক্রমিক , কার্টিলেজস , জন্মগতভাবে হাড়ের বিকৃতি , মাত্রাতিরিক্ত স্ট্রেস , ধূমপান মদ্যপানের মতো অভ্যাসেও এই রোগের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে । আবার নির্দিষ্ট কিছু পেশার ক্ষেত্রে যদি কোনও জয়েন্টে বারবার চাপ পড়ে , তাহলেও এর প্রকোপ বেড়ে যায় ।

কোন বয়সে হয় :
বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে , সাধারণত গড়ে ৪৫ বছরের পর থেকে মহিলাদের এবং পুরুষদের ক্ষেত্রে ৫০ বছরের পর থেকে এই রোগটি হবার আশঙ্কা থাকে । তবে হাঁটুতে চোট লাগলে , ক্যালশিয়াম ভিটামিন – ডি , ভিটামিন বি -১২ ঘাটতি থাকলে কম বয়সেও ওই সমস্যা শুরু হয় ।


হাঁটু ছাড়া শরীরের কোন কোন অংশে হতে পারে :
এই রোগটি শরীরের যে কোনও জয়েন্টে হতে পারে । তবে প্রধানত হাত , হাঁটু , কোমর বা স্পাইনের ওপর বেশি প্রভাব ফেলে । এছাড়া অন্যান্য জয়েন্ট , পেশির নিচের হাড় , লিগামেন্ট , জয়েন্টের কভারেও এই রোগের প্রভাব দেখা দিতে পারে ।
রোগের লক্ষণ :
প্রধান লক্ষণ হল ব্যথা , যন্ত্রণা , ফোলাভাব অনুভূত হওয়া । চলাফেরায় কষ্ট , হাড়ের স্টিফনেস , অনমনীয়তা দেখা যায় । হাঁটু নড়াচড়া করা যায় না । হাড় ভঙ্গুর হয়ে যাওয়া , অনেক সময় আক্রান্ত জয়েন্টটি নড়াচড়া করলে মট – মট আওয়াজ হয় ইত্যাদি । আর সময়ের সঙ্গে সঙ্গে লক্ষণগুলি বাড়তে থাকে এবং জটিল আকার ধারণ করে ।
ওজন কমান :
ওজন বেশি হলেই এই রোগের ব্যথা জাঁকিয়ে বসে । ওজন বেশি হলে শরীরের চাপ গিয়ে পড়ে হাঁটু এবং পায়ের পাতার ওপরে । ওজন কমিয়ে ফেললে ব্যথার অনেকটাই উপশম করা যায় । অন্তত রোগের সঙ্গে লড়াইয়ের যথেষ্ট সময় পাওয়া যায়।
রোগ এড়িয়ে চলার উপায় :
অনেকক্ষণ দাঁড়ানো , ক্রসলেগ সিটিং এড়াতে হবে । সিঁড়ি দিয়ে ওঠা – নামা নিয়ম মেনে করতে হবে । সিঁড়ি চড়লে হাঁটুর জয়েন্টে ক্ষতিকর প্রভাব পড়ে । তাই ওপরে ওঠার সময় রোগগ্রস্ত পা পরে এবং নিচে নামার সময় রোগগ্রস্থ পা প্রথমে ফেলতে হবে , যাতে শরীরের ভার রোগগ্রস্থ পায়ের ওপর না পড়ে ।
চিকিৎসা :
হোমিওপ্যাথি চিকিৎসা লক্ষণভিত্তিক চিকিৎসা । লক্ষণ অনুযায়ী রুটা , লিডামপল , ম্যাগফস , ক্যালকার্ব , আর্নিকা প্রভৃতি ওষুধ ব্যবহার করা হয় । চিকিৎসক তার অভিজ্ঞতার আলোকে ওষুধ নির্বাচন করেন । তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া উচিত নয় । ওষুধ খাবার সঙ্গে সঙ্গে নিয়মিত চিকিৎসকের পরামর্শ মতো ব্যায়াম , ধ্যান , ম্যাসাজ করা দরকার এবং এই রোগের জন্য মনে যদি অবসাদ আসে , তবে কাউন্সেলিং করা প্রয়োজন । আর চটকদারি বিজ্ঞাপনে মোহিত না হয়ে বাজারচলতি ওষুধ খাওয়া উচিত নয় । এতে হিতের বিপরীত হতে পারে ।

Dainik Digital

Recent Posts

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

17 hours ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

18 hours ago

২০২ কোটি ব্যয়ে আরও একটি নয়া বিল্ডিং আইজিএমে : মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলাগভর্নমেন্ট কলেজের আসন সংখ্যা ৫০ থেকে বেড়ে ৬৩ করা হয়েছে ইতিমধ্যেই। আইজিএম হাসপাতালে…

18 hours ago

এক আগরতলা শ্রেষ্ঠ আগরতলা গড়ে তোলার জন্য সংকল্প নিন!!

অনলাইন প্রতিনিধি :-শারদউৎসব সম্পন্ন হওয়ার পর সামান্য দেরি হলেও বৃহস্পতিবার অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে…

19 hours ago

প্রিন্সিপালশূন্য ১৬ ডিগ্রি কলেজ, লাটে পড়াশোনা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্যসরকারের সাধারণ ডিগ্রি কলেজে প্রিন্সিপাল পদে নিয়োগ বিশবাঁও জলে। দু'বছর আগে রাজ্য সরকারের…

19 hours ago

প্রতিবেশীর সম্পর্ক।।

ভারত বাংলাদেশের মধ্যে সামরিক সম্পর্ক বদলায়নি। তবে। দুই দেশের মধ্যেকার কূটনৈতিক আদানপ্রদান কমিয়াছে। ফলে দুই…

2 days ago