অ্যাডভেঞ্চার টুরিজমের উপর গুরুত্ব দিচ্ছে সরকার : সুরেশ!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-অ্যাডভেঞ্চার টুরিজমের উপর কেন্দ্রীয় সরকার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে।এ বিষয়ে প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকার কাজ করছে।রাজ্যগুলিকেও এই দৃষ্টিভঙ্গিতে কাজ করতে হবে। মঙ্গলবার বিকেলে রাজ্য অতিথিশালায় ত্রিপুরা পর্যটন নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় কেন্দ্রীয় পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও পর্যটন প্রতিমন্ত্রী সুরেশ গোপী একথা বলেন।তিনি বলেন, ত্রিপুরায় পর্যটন শিল্পের বিকাশের প্রভূত সম্ভাবনা রয়েছে।এ ব্যাপারে প্রকৃত পেশাদারি মনোভাব নিয়ে চলতে হবে।পর্যটন শিল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের বিরাট সুযোগ রয়েছে। পর্যটনের মাধ্যমে স্বরোজগারি হওয়ার জন্য বেকারদের উদ্বুদ্ধ করতে হবে।এ ব্যাপারে মুদ্রা লোন একটি বড় ভূমিকা নিতে পারে।নবপ্রজন্ম এগিয়ে এলে শুধু তারাই স্বাবলম্বী হবে না ত্রিপুরাও এর মাধ্যমে লাভবান হবে।পর্যটন শিল্পের বিকাশে অন্য রাজ্যগুলির সঙ্গে প্রতিযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত সময়কে কার্যকরভাবে ব্যবহার করার উপর পরামর্শ দিয়েছেন।নির্দিষ্ট কোনও মাসকে ত্রিপুরা মাস হিসেবে পালন করা যায় কি না তা ভেবে দেখার জন্য পরামর্শ দিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, এই সময়ে পর্যটনের বিকাশে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা যেতে পারে।তিনি বলেন, পর্যটনকেন্দ্রগুলিতে পর্যটকদের সুবিধার জন্য বিভিন্ন ব্যবস্থা রাখতে হবে। তবেই রাজ্যের পর্যটন শিল্প আরও বিকশিত হবে। পর্যালোচনা সভায় ত্রিপুরার পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী বৈঠকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে স্বাগত জানিয়ে বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিত পথে রাজ্য সরকার পর্যটন শিল্পের বিকাশে কাজ করছে। পর্যটন দপ্তরের অধিকর্তা তথা পর্যটন উন্নয়ন নিগমের এমডি প্রশান্ত বাদল নেগি পর্যটন দপ্তরের কাজকর্ম বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি জানান,রাজ্যে পর্যটকদের আগমনের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।২০২৩-২৪ সালে রাজ্যে ৫ লক্ষ ৪৫ হাজার ২৯৯ জন পর্যটক এসেছিলেন।এর মধ্যে ৪ লক্ষ ৬৯ হাজার ৩২৮ জন দেশি এবং ৭৫ হাজার ৯৭১ জন হচ্ছেন বিদেশি পর্যটক।চলতি বছর ৭ লক্ষের মতো পর্যটক রাজ্যে আসবেন বলে আশা করা হচ্ছে।পর্যটন দপ্তরের সচিব আগরতলা থেকে আইজল, শিলং, ডিব্ৰুগড় রুটে পুনরায় বিমান চালানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রীয় পর্যটন প্রতিমন্ত্রী শ্রীগোপীর কাছে দাবি জানিয়েছেন।বৈঠকে আগরতলা পুর নিগমের অতিরিক্ত পুর কমিশনার মহম্মদ সাজ্জাদ পি এবং পর্যটন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য,তিনদিনের রাজ্য সফরে কেন্দ্রীয় পেট্রোলিয়াম,প্রাকৃতিক গ্যাস ও পর্যটন প্রতিমন্ত্রী ত মঙ্গলবার দুপুরে রাজ্যে এসে পৌঁছেছেন।কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আগরতলা-আখাউড়া চেকপোস্ট পরিদর্শন করেন। সন্ধ্যায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আগরতলার ওএনজিসির প্রধান কার্যালয়ে ওএনজিসি ও ত্রিপুরা পাওয়ার জেনারেশন লিমিটেডের আধিকারিকদের সাথে এক বৈঠকে মিলিত হন।

Dainik Digital

Recent Posts

প্রধানমন্ত্রীর নরেন্দ্রমোদীর অফিসে রাহুল গান্ধি, সঙ্গে মজুত ছিলেন দেশের প্রধান বিচারপতিও!!

অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…

10 hours ago

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

16 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

18 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

18 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

19 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

19 hours ago