কাঞ্চনপুর গ্রামোন্নয়নে ৮ কোটি টাকার কেলেঙ্কারি, তীব্র চাঞ্চল্য!!
অ্যাসিড হামলা বিজেপি নেতা সঞ্জয় কুমারের মেয়ের গায়ে!!

অনলাইন প্রতিনিধি :-পাঁচিল টপকে এসে ঘরে ঘুমন্ত যুবতীর উপর অ্যাসিড হামলা বাখরি এলাকার বিজেপির ভাইস প্রেসিডেন্টের কন্যা বছর চব্বিশের যুবতী পল্লবী রাঠোরের শরীরে। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাই জেলায়।শনিবার রাত দুটো নাগাদ অজ্ঞাত পরিচয়ধারী এক যুবক বিজেপি নেতার বাড়ির পাঁচিল টপকে একতলায় ঢোকে। গরমের জন্য জানালা খোলা ছিল। সেই জানালা দিয়েই যুবতীকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়া হয়। যুবতীর মুখ ও শরীরের অনেকটা অংশ অ্যাসিডে পুড়ে গিয়েছে। অ্যাসিড হামলার খবর পেয়েই নিন্দায় সরব হন আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি লেখেন, “বিহারের আইন-শৃঙ্খলার অবনতি ঘটেছে। সরকারের অবহেলার জন্য মানুষ এখন নিজের বাড়িতেও সুরক্ষিত অনুভব করছে না।