আইএলএস দ্রুত চালুর দাবি উঠলো বিধানসভায়!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি:- আগরতলা এমবিবি বিমানবন্দরে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস)চালু না থাকায় ঘন কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ায় বিমান অবতরণে যে প্রচণ্ড সমস্যা দেখা দিয়েছে তা বৃহস্পতিবার
বিধানসভা অধিবেশনেও উঠলো।বামফ্রন্টের বড়জলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুদীপ সরকার প্রশ্ন উত্থাপন
করে পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরীর উদ্দেশে বলেন, আগরতলা এমবিবি বিমানবন্দরে আইএলএস আছে কিনা।উত্তরে মন্ত্রী চৌধুরী জানান, হ্যাঁ, স্থাপন করা তথা বসানো আছে। তারপর বিধায়ক শ্রী সরকারের প্রশ্ন, যদি থাকে,তাহলে চালু আছে কিনা।পরিবহণমন্ত্রীর উত্তর, আপাতত চালু নেই।এর পরিপ্রেক্ষিতে বিধায়কের প্রশ্ন, তাহলে আইএলএস কবে নাগাদ চালু হতে পারে বলে আশা করা যায়।উত্তরে পরিবহণমন্ত্রী জানান,২০২৪ সালের মে মাসে চালু হবে বলে আশা করা যায়।পরিবহণমন্ত্রী শ্রী চৌধুরী জানান, আইএলএস চালু থাকলে পাইলট এই সুবিধা কাজে লাগিয়ে ন্যূনতম ৮০০ মিটার কম দৃশ্যমানতার মধ্যে বিমান রানওয়েতে নিরাপদে অবতরণ করাতে পারেন। আইএলএস চালু না থাকায় এখন ডিসটেন্স ম্যাচুরিং ইকুইপমেন্ট (ডিএমই) এবং ভার্চুয়াল ওমনি রেন্স (ভিওআর) পরিচালিত ব্যবস্থার উপর নির্ভর করে বিমান অবতরণ করাতে হয়। তাতে ন্যূনতম ১২০০ মিটার দৃশ্যমানতা অবস্থার মধ্যে বিমান রানওয়েতে অবতরণ করানো যায় যা এখন হচ্ছে। পরিবহণমন্ত্রী আরও জানান, পুরনো আইএলএস যন্ত্র সরিয়ে দিয়ে নতুন আইএলএস যন্ত্র বসানো হয়েছে।গত নভেম্বর মাসের শেষদিকে নতুনভাবে বসানো আইএলএস যন্ত্রের গ্রাউন্ড ক্যালিব্রেশন ও এয়ার ক্যালিব্রেশনের কাজও এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া সম্পন্ন করেছে গত ২৭ নভেম্বর।আইএলএস ক্যালিব্রেশনের (পরীক্ষা) সেই রিপোর্ট গেছে দিল্লীস্থিত কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকে (দপ্তর) (ডিজিসিএ)।পরিবহণমন্ত্রী জানান,ডিজিসিএ থেকে নির্দেশ এলেই আইএলএস চালু করা হবে।তিনি আরও জানান,তিনি এ বিষয়ে তাড়াতাড়ি যাতে চালু করা যায় দিল্লীর সঙ্গে সবসময় যোগাযোগ রক্ষা করে চলেছেন।কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কাছেও কুয়াশায় বিমান অবতরণের সমস্যা সমাধানে আইএলএস দ্রুত চালু করার জন্য চিঠি পাঠানোর কথাও বিধানসভায় জানান পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী। বিধানসভায় বিধায়ক সুদীপ সরকার আইএলএস যন্ত্র চালু না থাকায় প্রতিদিন কুয়াশায় বিমান অবতরণের সমস্যা ও বিমান বাতিলের তথ্যও তুলে ধরেন।এ কারণে সম্প্রতি ৯টি বিমান বাতিল হয়েছে বলেও জানান।তাই বিমানযাত্রীদের দুর্ভোগ ও কষ্ট অবসানে দ্রুত আইএলএস যন্ত্র চালু করার জন্য পরিবহণমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্যও আহ্বান জানান।বিধানসভায় এ বিষয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণও আইএলএস যন্ত্র চালু না থাকায় ঘন কুয়াশায় বিমান অবতরণ ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।শ্রীরায় বর্মণ বলেন, আগামী মে মাসের মধ্যে আইএলএস চালু করার কথা পরিবহণমন্ত্রী জানানোয় তাতে উদ্বেগ প্রকাশ করে শ্রী রায়বর্মণ বলেন,এখন ঘন কুয়াশার মরশুম।সামনে বর্ষা আসছে।আইএলএস এখনই চালু না করা হলে বিমান অবতরণে আরও দীর্ঘ বিপত্তি দেখা দেবে।প্রসঙ্গত, সদ্য সমাপ্ত সংসদের শীতকালীন অধিবেশনেও রাজ্যসভার সাংসদ প্রাক্তন মন্ত্রী বিপ্লব কুমার দেবও দ্রুত আইএলএস চালু করার দাবি জানান।উল্লেখ্য,বিমানবন্দর সূত্রের খবর হলো, বিমানবন্দরে চালু থাকা পুরনো আইএলএস গত বছর এপ্রিল মাসে বন্ধ করে দেওয়া হয়।পুরনো আইএলএস সরিয়ে বিমানবন্দরের এই জায়গায় নতুন আইএলএস এনে বসানো হয়।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…

8 hours ago

ধন্যবাদার্হ।।

কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…

8 hours ago

সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।

অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…

11 hours ago

ত্রিপুরার সাহিত্য চর্চায় নয়া ইতিহাস রচনা করেছে উড়ান: জয় গোস্বামী।।

অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…

11 hours ago

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…

11 hours ago

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

11 hours ago