আইএসএলে প্রথম ডার্বি ২৯ অক্টোবর
বৃহস্পতিবার হিরো ইণ্ডিয়ান সুপার লীগের উদ্যোক্তা ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড ( এফএসডিএল ) ২০২২ ২৩ মরশুমের যে সূচি প্রকাশ করেছে , সেই অনুযায়ী কলকাতা ডার্বির প্রথম লেগ হবে ২৯ অক্টোবর ও দ্বিতীয় লেগ হবে ২৫ ফেব্রুয়ারী । লীগপর্বে কলকাতার দুই প্রধানের শেষ ম্যাচ এটিই । হয়তো দেখা যাবে এই ম্যাচের উপর একাধিক ফয়সালা নির্ভর করবে । তবে যাই হোক না কেন , ডার্বি নিয়ে উন্মাদনা কোনও কিছুতেই কমার নয় ।প্রথম ডার্বির আগে ইস্টবেঙ্গল এফসি তাদের শেষ ম্যাচ খেলবে ২০ অক্টোবর , অর্থাৎ এই দুই ম্যাচের মাঝখানে তারা পাবে আট দিন । আর দ্বিতীয় ডার্বির আগে প্রস্তুতির জন্য সময় পাবে পাঁচ দিন । কারণ , ২৫ ফেব্রুয়ারী আগে তাদের শেষ ম্যাচ ১৯ তারিখ । অন্যদিকে গতবারের সেমিফাইনালিস্ট এটিকে মোহনবাগানের সূচিতে যদি চোখ বোলানো যায় , তা হলে দেখা যাচ্ছে প্রথম ডার্বির আগে তারা শেষ ম্যাচ খেলবে ১৬ অক্টোবরে । অর্থাৎ , সেই ম্যাচের পরে ডার্বির জন্য ১২ দিন সময় পাবে তারা । দ্বিতীয় লেগের আগে সবুজ মেরুন বাহিনী শেষ ম্যাচ খেলবে ১৮ তারিখ , তার মানে এক সপ্তাহ আগে । তাই দুই দলই দুই ডার্বির আগে জমিয়ে প্রস্তুতি নেওয়ার সময়ও সুযোগ পাবে । যার জেরে ডার্বিতে লড়াইও নিশ্চয়ই উঠবে চরমে । এবার হিরো আইএসএল হবে ১১৭ টি ম্যাচ । এগারো দলের টুর্নামেন্টে লীগপর্বে প্রতি দল কুড়িটি করে ম্যাচ খেলবে । নকআউট পর্বে আরও তিন থেকে পাঁচটি ম্যাচ । প্রথমে এটিকে মোহনবাগানের কথায় আসা যাক । অক্টোবরে ডার্বি – সহ তাদের ২৫ দিনে মোট তিনটি ম্যাচ খেলতে হবে । নভেম্বরে ৩০ দিনে তারা খেলবে চারটি ম্যাচ । প্রতি ম্যাচের পরে তিন থেকে ৯ দিনের বিশ্রাম পাবে তারা । ডিসেম্বরে মোট চারটি ম্যাচ খেলবে সবুজ – মেরুন বাহিনী । মে মাসেও তিন থেকে ৯ দিনের বিশ্রাম পাবেন ফেরান্দোর দলের ফুটবলাররা । জানুয়ারিতে তাদের তিনটি ও ফেব্রুয়ারীতে পাঁচটি ম্যাচ তাদের । অক্টোবরে লাল – হলুদ বাহিনী খেলবে চারটি ম্যাচ , যেগুলির মধ্যে চার থেকে আট দিনের বিশ্রাম পাবে তারা । নভেম্বরেও তারা চারটি ম্যাচ খেলবে । কোনও ম্যাচের আগে ছয়দিন তো কোনও ম্যাচের আগে আটদিন প্রস্তুতির সময় পাবে তারা । সারা ডিসেম্বরে মাত্র তিনটি ম্যাচ তাদের । দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের মধ্যে ১৩ দিনের ফাঁকা সময় । এটি মোহনবাগনের মতোই ফেব্রুয়ারীতে ইস্টবেঙ্গলেরও পাঁচটি ম্যাচ রয়েছে । জানুয়ারীতে তাদের চারটি ম্যাচ খেলতে হবে । সুতরাং বোঝাই যাচ্ছে , বেশিরভাগ ম্যাচের আগেই প্রস্তুতি ও ফুটবলারদের ফিটনেস ফিরিয়ে আনার জন্য যথেষ্ট সময় পাবে দুই দলই । ফলে খেলার মানও অনেক ভালো হবে বলে আশা করা যেতেই পারে । ইস্টবেঙ্গল তাদের হিরো আইএসএল অভিযান শুরু করেছে কোচিতে গতবারের রানার্স আপ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে লীগের প্রথম দিন , ৭ অক্টোবরে । এটিকে মোহনবাগান লীগ শুরু করেছে ঘরের মাঠে , ১০ অক্টোবর , গতবার আট নম্বরে থাকা চেন্নাই এফসির বিরুদ্ধে ।