আইজিএম হাসপাতালে চিকিৎসকদের বিক্ষোভ!!
অনলাইন প্রতিনিধি :-এনবিইএমএস ডিপ্লোমা অল ইন্ডিয়া কোর্সের স্নাতকোত্তর প্রশিক্ষণার্থী চিকিৎসকরা গত ৫ মাস ধরে স্টাইপেন্ড পাচ্ছেন না।
আইজিএম হাসপাতালে তারা তাদের দায়িত্ব পালন করে চলেছেন। ফলে বাধ্য হয়ে শুক্রবার তারা বিক্ষোভ প্রদর্শনে সামিল হয়। দু’বছর ধরে আইজিএম হাসপাতালে পরিষেবা দিয়ে চলেছে তারা। প্রত্যেকেই বহিঃরাজ্যের। স্বাভাবিকভাবেই বাড়ি ঘর ছেড়ে এখানে এসে স্টাইপেন্ড না পেয়ে অর্থনৈতিক সংকটে ১৮ জন প্রশিক্ষণার্থী। জিবি হাসপাতালে কর্মরত প্রশিক্ষণরত ডাক্তাররা প্রতি মাসে ১ তারিখে স্টাইপেন্ড পেয়ে যায়, কিন্তু আইজিএম হাসপাতালে গত ৫ মাস ধরে স্টাইপেন্ড পাচ্ছেন না।