সংবাদপত্রে টেণ্ডারের বিজ্ঞাপন, সংক্রান্ত অর্থ দপ্তরের বিতর্কিত সার্কুলার ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া!!
আইটিআইর উন্নতিকরণে টাটা-সরকারের চুক্তি স্বাক্ষর!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের
১৯টি আইটিআইর উন্নতিকরণের লক্ষ্যে বুধবার শিল্প ও বাণিজ্য দপ্তর এবং টাটা টেকনোলজিস লিমিটেডের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়।মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার উপস্থিতিতে ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশনের ওয়ার রুমে এই চুক্তি স্বাক্ষরিত হয়।চুক্তি স্বাক্ষরের সময় শিল্প ও বাণিজ্যমন্ত্রী শান্তনা চাকমা, শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা, শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিক এবং টাটা টেকনোলজিস লিমিটেডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।শিল্প ও বাণিজ্য দপ্তরের পক্ষে সচিব কিরণ গিত্যে এবং টাটা টেকনোলজিস লিমিটেডের পক্ষে সভাপতি পবন ভাগেরিয়া এই চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষরের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন,রাজ্যের ১৯টি আইটিআই উন্নতিকরণের লক্ষ্যে টাটা টেকনোলজিস লিমিটেডের সঙ্গে যে চুক্তি সম্পাদিত হয়েছে তা রাজ্যের জন্য একটি মাইলফলক হবে। রাজ্যে শিল্প কারিগরী শিক্ষার ক্ষেত্রেও এই উদ্যেগ ফলপ্রসূ হবে বলে তিনি জানান।এই চুক্তি সম্পাদন হওয়ার ফলে প্রশিক্ষণ ক্ষেত্রে সুবিধার আধুনিকীকরণ, উন্নত কোর্স প্রবর্তন এবং আইটিআই থেকে পাস করা শিক্ষার্থীদের কর্মসংস্থানেরও বৃদ্ধি ঘটবে। এই চুক্তির ফলে টাটা টেকনোলজিস লিমিটেড রাজ্যের আইটিআইগুলিকে বিভিন্ন অত্যাধুনিক সুবিধা যেমন প্রোডাক্ট ডিজাইন অ্যাণ্ড ডেভেলপমেন্ট সেন্টার স্থাপন,ইলেকট্রিক ভেহিক্যাল ট্রেনিং সেন্টার, অ্যাডভান্সড মেশিনিং অ্যান্ড ম্যানুফেকচারিং সেন্টার, থ্রিডি প্রিন্টারস, রোবোটিক সিমুলেশানস ইত্যাদিতেও জুড়ে দেওয়া হবে।তিনি বলেন, টাটা টেকনোলজিস লিমিটেড রাজ্যের আইটিআই গুলিতে প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি উন্নতমানের প্রশিক্ষণের ব্যবস্থাও করবে। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শিক্ষার্থীদের টাটার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানেরও সুযোগ করে দেওয়া হবে বলে তিনি জানান।
আইটিআইগুলির পরিকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জন্য টাটা টেকনোলজিস লিমিটেড ও রাজ্য সরকার পাঁচ বছরের জন্য ৮৬:১৪ অনুপাতে অর্থ বিনিয়োগ করবে।