আইটিআইর উন্নতিকরণে টাটা-সরকারের চুক্তি স্বাক্ষর!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের
১৯টি আইটিআইর উন্নতিকরণের লক্ষ্যে বুধবার শিল্প ও বাণিজ্য দপ্তর এবং টাটা টেকনোলজিস লিমিটেডের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়।মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার উপস্থিতিতে ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশনের ওয়ার রুমে এই চুক্তি স্বাক্ষরিত হয়।চুক্তি স্বাক্ষরের সময় শিল্প ও বাণিজ্যমন্ত্রী শান্তনা চাকমা, শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা, শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিক এবং টাটা টেকনোলজিস লিমিটেডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।শিল্প ও বাণিজ্য দপ্তরের পক্ষে সচিব কিরণ গিত্যে এবং টাটা টেকনোলজিস লিমিটেডের পক্ষে সভাপতি পবন ভাগেরিয়া এই চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষরের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন,রাজ্যের ১৯টি আইটিআই উন্নতিকরণের লক্ষ্যে টাটা টেকনোলজিস লিমিটেডের সঙ্গে যে চুক্তি সম্পাদিত হয়েছে তা রাজ্যের জন্য একটি মাইলফলক হবে। রাজ্যে শিল্প কারিগরী শিক্ষার ক্ষেত্রেও এই উদ্যেগ ফলপ্রসূ হবে বলে তিনি জানান।এই চুক্তি সম্পাদন হওয়ার ফলে প্রশিক্ষণ ক্ষেত্রে সুবিধার আধুনিকীকরণ, উন্নত কোর্স প্রবর্তন এবং আইটিআই থেকে পাস করা শিক্ষার্থীদের কর্মসংস্থানেরও বৃদ্ধি ঘটবে। এই চুক্তির ফলে টাটা টেকনোলজিস লিমিটেড রাজ্যের আইটিআইগুলিকে বিভিন্ন অত্যাধুনিক সুবিধা যেমন প্রোডাক্ট ডিজাইন অ্যাণ্ড ডেভেলপমেন্ট সেন্টার স্থাপন,ইলেকট্রিক ভেহিক্যাল ট্রেনিং সেন্টার, অ্যাডভান্সড মেশিনিং অ্যান্ড ম্যানুফেকচারিং সেন্টার, থ্রিডি প্রিন্টারস, রোবোটিক সিমুলেশানস ইত্যাদিতেও জুড়ে দেওয়া হবে।তিনি বলেন, টাটা টেকনোলজিস লিমিটেড রাজ্যের আইটিআই গুলিতে প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি উন্নতমানের প্রশিক্ষণের ব্যবস্থাও করবে। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শিক্ষার্থীদের টাটার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানেরও সুযোগ করে দেওয়া হবে বলে তিনি জানান।
আইটিআইগুলির পরিকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জন্য টাটা টেকনোলজিস লিমিটেড ও রাজ্য সরকার পাঁচ বছরের জন্য ৮৬:১৪ অনুপাতে অর্থ বিনিয়োগ করবে।

Dainik Digital

Recent Posts

ভয়ঙ্কর আত্মঘাতী হামলায় ছিন্ন ভিন্ন ৯০ সেনার দেহ!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার বেলুচিস্তানে একটি সেনা কনভয়ে হামলা চালানো হয়। বেলুচিস্তান লিবারেশন আর্মি এই হামলার…

9 mins ago

পুষ্পবন্ত প্রাসাদে তাজ হোটেল, এডিসি পেলো ২৫৮ কোটি, টাটা তাজ গ্রুপে ২০০ চাকরি: প্রদ্যোত!!

অনলাইন প্রতিনিধি :-রাজধানীর পুষ্পবন্ত প্রাসাদে হচ্ছে তাজ হোটেল। তবে পুষ্পবন্ত প্রাসাদে তাজ হোটেল হলেও এডিসি…

13 mins ago

ফের মূর্তি ভাঙার ঘটনা, ধৃত ১ দোল উৎসবে ঢিল বাংলাদেশে।।

অনলাইন প্রতিনিধি :-বাংলাদেশে আবারমন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনা।এবার নোয়াখালির লক্ষ্মীপুরে। বৃহস্পতিবার রাতে উপজেলার শ্রীশ্রী মহামায়া…

28 mins ago

পাঁচতারা হোটেল মৌ স্বাক্ষর টাটার সাথে!!

অনলাইন প্রতিনিধি:-বিতর্ক কাটিয়েরাজধানী আগরতলার পুরাতন রাজভবনের জমিতেই গড়ে উঠবে পাঁচতারা হোটেল।আনুমানিক আড়াইশো কোটি টাকা ব্যয়ে…

1 hour ago

দ্বিতীয় বিজেপি জোট সরকারের, সুশাসনে মাফিয়া হুমকিতে ভয়ে তটস্থ খোদ ক্লাব, থানায় এজাহার।।।

অনলাইন প্রতিনিধি :-দ্বিতীয় বিজেপি জোট সরকারের তথাকথিত সুশাসনে গোটা রাজ্যে সমাজদ্রোহী মাফিয়া এবং নিগো মাফিয়াদের…

3 hours ago

জনসংখ্যার শাস্তি, পুরস্কার!!

দেশর নয়া শিক্ষানীতি লইয়া দিল্লীর শাসক বিজেপি নেতৃত্বাধীন দে বিজেপি সরকারের অন্যতম বিরোধী শক্তি কিংবা…

3 hours ago