আইনগত দিক যাচাই করে পুজোর পর সিদ্ধান্ত, বললেন মুখ্যমন্ত্রী

এই খবর শেয়ার করুন (Share this news)

পুজোর পর ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের সমস্যা নিরসনের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তবে আইনগতভাবে পদক্ষেপ গৃহিত হবে। এ লক্ষ্যে বর্ধিত আকারে উচ্চ পর্যায়ে আইন বিশেষজ্ঞদের সাথেও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

কারণ ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকা রয়েছে। তাই এখন যাই করা হবে, তা আইনগত দিক যাচাই করেই পদক্ষেপ হবে। যাতে পুনরায় সমস্যা না হয়। এ দিন মহাকরণে ১০৩২৩ শিক্ষক সিক্ষিকাদের সাথে এক সাক্ষাৎকারে এমনই বললেন মুখমন্ত্রী। এই বৈঠকে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন এডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে এবং আইন সচিব বিশ্বজিৎ পালিত । এদিকে, মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎকারের পর মহাকরণের গেটে সাংবাদিকদের ১০৩২৩ শিক্ষক বিজয় কৃষ্ণ সাহা, কমল দেব, অজয় দেববর্মা আরও জানান, মুখ্যমন্ত্রীর কাছে সুপ্রিম কোর্টের মাধ্যমে আরটিআই-র সম্পূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। চাকরিচ্যুত শিক্ষকদের দাবি সর্বোচ্চ আদালতের আরটিআই মূলেই প্রমাণিত মাত্র ৪৬২ জনই মামলায় পক্ষভুক্ত ছিলেন। কিন্তু রাজ্য শিক্ষা দপ্তরের দায়সারা মনোভাবের জন্যে ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের বেআইনিভাবে ছাটাই করা হয়েছে। আর দপ্তরের এই ব্যর্থতার জন্য এখন পর্যন্ত মানসিক অবসাদে ১৩৯জন শিক্ষক শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অন্যদিকে, ২০২০ সালের মার্চ মাস থেকে অ্যাডহক পদের চাকরিও নেই ৷ ফলে এই পরিবারগুলির আয় উপার্জন সম্পূর্ণ বন্ধ। তাই স্থায়ী চাকরির দাবিতে বিধানসভা অভিযান করা হয়। কিন্তু এই অভিযানে সম্পূর্ণ অন্যায়ভাবে পুলিশ প্রশাসন জল কামান, কাঁদানে গ্যাস সহ লাঠিপেটা করেছিল। ফলে মহিলা শিক্ষক সহ প্রায় ৮৫ জন শিক্ষক শিক্ষিকা আহত হন। যাক, শেষ

পর্যন্ত বিরোধী দলনেতার আহ্বানে সারা দিয়ে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করলেন। তারা জানান, মুখ্যমন্ত্রী ও দুই আইন বিশেষজ্ঞ আধিকারিকের কাছে আরটিআইয়ের বিষয়গুলি তুলে ধরা হয়েছে। তারাও এই বিষয়টির গুরুত্ব অনুধাবন করেছেন। যে আরটিআই নিয়ে একটি অংশ সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। যাতে ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের সর্বশান্ত করা যায়। তবে এ দিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও বলেছেন প্রতিশ্রুতি ছিল। তাই প্রতিশ্রুতি পূরণের জন্য আইন মোতাবেক ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের স্বার্থে পদক্ষেপ গৃহিত হবে। অমূল্য দেববর্মা, উত্তম কুমার দেব, দেবাশিস চক্রবর্তী প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন।

এদিকে, ১০৩২৩ শিক্ষকদের পৃথক সংগঠনের নেতৃত্বও মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। প্রদীপ বণিক, প্রণব দেব, প্রশান্ত দেববর্মার নেতৃত্বে মহাকরণে সাক্ষাৎ করা হয়। তারাও সুপ্রিম কোর্টের আরটিআই মূলে সমস্যা নিরসনের দাবি করেছেন।

Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

4 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

4 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

4 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

4 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

1 day ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

1 day ago