আইনশৃঙ্খলার কথা

এই খবর শেয়ার করুন (Share this news)

কেমন চলিতেছে রাজ্যের আইনাঙ্খলা আর পুলিশি ব্যবস্থা ? সাধারণ মানুষের নিরাপত্তা কথা এই সময়ে না বলিলেই ভালো , খোদ পুলিশের সদর দপ্তরেও চুরির ঘটনা ঘটিতেছে । মাঝরাতে ঘরের দরজা ভাঙিয়া পরিবারের সকলকে ধারালো অস্ত্রের মুখে রক্তাক্ত করিয়া সর্বস্ব লুঠ করা হইলো । এই আগরতলা শহরের দুইটি ঘটনা ঘটিল মাত্র সাতদিনের ব্যবধানে । আর এর মাঝখানে জিরানীয়া থানার অধীন একটি ঘটনা ঘটিয়াছে । সে হইলো মাঝরাতে ডজার দিয়া বাড়ির গেট – দরজা ভাঙিয়া ঘরের ভেতরে লুঠতরাজ চালানো হয় , সর্বস্ব ভাঙিয়া চুঙিয়া ধ্বংসলীলা চালানো হয় । এই ঘটনাটিকে কি সাধারণ আইনশৃঙ্খলার পর্যায়ে ফেলা যাইবে ? নাকি রাজদ্রোহী ,দেশদ্রোহী, সমাজদ্রোহীর বিরুদ্ধে জনরোষ বলা হইবে ? যাহাই বলা হোক পুলিশ কিন্তু কিছুই বলিল না । মনে করিতে প্রতিহিংসায় এই হয় , পূর্বতন বাম আমলের কথা । রাজনৈতিক প্রতিহিংসায এই ধরনের পৈশাচিকতার ঘটনা সে সময়েও ঘটিত । আবার একটি অতি সাধারণ ঘটনা হইয়া গিয়াছিল প্রতিটি বিধানসভা নির্বাচন শেষ হইবার পর বিরোধী দলের সমর্থক কর্মীদের ওপর হামলা হুজ্জতি । ইহা চলিতে থাকিত পরবর্তী মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অবধি । এরপর আবার স্বাভাবিকতা ফিরিয়া আসিত । বিরোধী দল রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ লইতো । সকল কিছু স্বাভাবিক গতিতেই ঘটিত । তথাপিও শাসকদলের একটি একাধিপত্য থাকিয়া যাইতো স্বাভাবিকভাবে । এই কথাগুলি বলিতে হইতেছে কারণ , জিরানীয়ায় যে বাড়িটি ডজার চালাইয়া উত্তর প্রদেশের সংস্কৃতিতে গুঁড়াইয়া দেওয়া হইলো সেই বাড়ির গৃহকর্তা শাসকদলের লোক নন । বিজেপি ছাড়িয়া কংগ্রেসে যোগ দিয়াছেন সম্প্রতি । এই ঘটনা শাসকদলের শির : পীড়ার কারণ হইয়াছে নানান কারণে । আরও একটি কারণে বাম আমলের রাজনৈতিক প্রতিহিংসার কথা বলিতে হয় , সে হইলো ২০১৮ সালের বিজেপির ভিশন ডকুমেন্ট । তাহাতে রাজ্যে আইনের শাসন আর রাজনৈতিক জিঘাংসা বন্ধের প্রতিশ্রুতিও ছিলো । মানুষ শান্তিতে বসবাসের পক্ষে । পরিবেশ শান্তিপূর্ণ ও অনুকূল থাকিলে মানুষ নিজের রোজগার নিজেই করিয়া লইতে পারে , বিজেপির প্রতিশ্রুতিতে মানুষের মনে সেই বাসনা চাঙ্গা হইয়াছিল । কিন্তু আশ্চর্যের বিষয় রাজনৈতিক প্রতিহিংসা আর জিঘাংসা সাড়ে চার বছরেও থামিতেছে না । আগে রাজনৈতিক সংঘাত , সংঘর্ষের ঘটনা ঘটিলেও বিধায়কের মতন কোনও জনপ্রতিনিধির ওপর শারীরিক আক্রমণের ঘটনা ঘটিতো না । এখন আকছার ঘটিতেছে । তখনও থানাগুলি লোকাল কমিটি প্রভাবিত থাকিত , আবার দোষী গ্রেপ্তারের ঘটনাও ঘটিত । এখন থানায় ঠিকঠাক মামলা হয় না বলেই দাবি জানাইয়া আসিতেছে সকল বিরোধী দল । তাহাদের বক্তব্য , একপাশে সরাইয়া রাখিলেও দেখা যায় , অপরাধের ঘটনা সমূহে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের পথ হইতে পাশ কাটাইতে চায় ৷ পরিস্থিতি এমন যে অপরাধের ঘটনা ঘটিলে কোন্‌টা সাধারণ আইনশৃঙ্খলার অবনতি আর কোন্‌টা অসাধারণ রাজনৈতিক জিঘাংসা— সকল কিছুই গুলাইয়া যাইতেছে । পুলিশ নিজের মতন কাজ করিতে পারিতেছে না । আবার শাঁক দিয়া মাছ ঢাকিতেও চাহিতেছে না , চাহিলেও হাস্যকর পরিস্থিতি ডাকিয়া আনিতেছে । আড়ালিয়ায় যে ঘটনা ঘটিয়াছে তাহাকে কি বলিবে পুলিশ ? উহা সীমান্ত অপরাধ তো নহে ! এই আড়ালিয়া সোনামুড়ায় নয় , আগরতলায় স্মার্ট সিটিতে । একসময় , আগরতলা স্মার্ট সিটি হইবার আগে সীমান্ত কেন্দ্রিক কতকগুলি অপরাধের ঘটনা প্রায় নিয়মিত হইয়া উঠিয়াছিল এই শহরে । সে হইলো বাইক চোর চক্রের বাড়বাড়ন্ত অবস্থা । বাইক চুরি আজও রহিয়াছে তবে আগের মতন সক্রিয় নহে । এই সময়ে চক্র সক্রিয় না থাকিলেও খুচখাচ ঘটিতেছে বাইক চুরি । তবে সবচাইতে মারাত্মক ঘটনা হইয়া সামনে আসিতেছে ছিঁচকে চোরের উৎপাত । আরও মারাত্মক হইয়া উঠিতেছে ছিনতাইবাজের দৌরাত্ম্য । পুলিশ কিন্তু কোনও ক্ষেত্রেই দৃষ্টান্তমূলক ভূমিকা নিতে পারিতেছে না । তাহাদের ভূমিকা এতোটাই লজ্ ঝড়ে হয়ে পড়েছে যে একদা তাহাদের কালার্স অর্জনের কোথাও মানুষ ভুলিতে বসিয়াছে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

9 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

10 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

11 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

11 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

11 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

12 hours ago