আইনশৃঙ্খলার কথা

এই খবর শেয়ার করুন (Share this news)

কেমন চলিতেছে রাজ্যের আইনাঙ্খলা আর পুলিশি ব্যবস্থা ? সাধারণ মানুষের নিরাপত্তা কথা এই সময়ে না বলিলেই ভালো , খোদ পুলিশের সদর দপ্তরেও চুরির ঘটনা ঘটিতেছে । মাঝরাতে ঘরের দরজা ভাঙিয়া পরিবারের সকলকে ধারালো অস্ত্রের মুখে রক্তাক্ত করিয়া সর্বস্ব লুঠ করা হইলো । এই আগরতলা শহরের দুইটি ঘটনা ঘটিল মাত্র সাতদিনের ব্যবধানে । আর এর মাঝখানে জিরানীয়া থানার অধীন একটি ঘটনা ঘটিয়াছে । সে হইলো মাঝরাতে ডজার দিয়া বাড়ির গেট – দরজা ভাঙিয়া ঘরের ভেতরে লুঠতরাজ চালানো হয় , সর্বস্ব ভাঙিয়া চুঙিয়া ধ্বংসলীলা চালানো হয় । এই ঘটনাটিকে কি সাধারণ আইনশৃঙ্খলার পর্যায়ে ফেলা যাইবে ? নাকি রাজদ্রোহী ,দেশদ্রোহী, সমাজদ্রোহীর বিরুদ্ধে জনরোষ বলা হইবে ? যাহাই বলা হোক পুলিশ কিন্তু কিছুই বলিল না । মনে করিতে প্রতিহিংসায় এই হয় , পূর্বতন বাম আমলের কথা । রাজনৈতিক প্রতিহিংসায এই ধরনের পৈশাচিকতার ঘটনা সে সময়েও ঘটিত । আবার একটি অতি সাধারণ ঘটনা হইয়া গিয়াছিল প্রতিটি বিধানসভা নির্বাচন শেষ হইবার পর বিরোধী দলের সমর্থক কর্মীদের ওপর হামলা হুজ্জতি । ইহা চলিতে থাকিত পরবর্তী মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অবধি । এরপর আবার স্বাভাবিকতা ফিরিয়া আসিত । বিরোধী দল রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ লইতো । সকল কিছু স্বাভাবিক গতিতেই ঘটিত । তথাপিও শাসকদলের একটি একাধিপত্য থাকিয়া যাইতো স্বাভাবিকভাবে । এই কথাগুলি বলিতে হইতেছে কারণ , জিরানীয়ায় যে বাড়িটি ডজার চালাইয়া উত্তর প্রদেশের সংস্কৃতিতে গুঁড়াইয়া দেওয়া হইলো সেই বাড়ির গৃহকর্তা শাসকদলের লোক নন । বিজেপি ছাড়িয়া কংগ্রেসে যোগ দিয়াছেন সম্প্রতি । এই ঘটনা শাসকদলের শির : পীড়ার কারণ হইয়াছে নানান কারণে । আরও একটি কারণে বাম আমলের রাজনৈতিক প্রতিহিংসার কথা বলিতে হয় , সে হইলো ২০১৮ সালের বিজেপির ভিশন ডকুমেন্ট । তাহাতে রাজ্যে আইনের শাসন আর রাজনৈতিক জিঘাংসা বন্ধের প্রতিশ্রুতিও ছিলো । মানুষ শান্তিতে বসবাসের পক্ষে । পরিবেশ শান্তিপূর্ণ ও অনুকূল থাকিলে মানুষ নিজের রোজগার নিজেই করিয়া লইতে পারে , বিজেপির প্রতিশ্রুতিতে মানুষের মনে সেই বাসনা চাঙ্গা হইয়াছিল । কিন্তু আশ্চর্যের বিষয় রাজনৈতিক প্রতিহিংসা আর জিঘাংসা সাড়ে চার বছরেও থামিতেছে না । আগে রাজনৈতিক সংঘাত , সংঘর্ষের ঘটনা ঘটিলেও বিধায়কের মতন কোনও জনপ্রতিনিধির ওপর শারীরিক আক্রমণের ঘটনা ঘটিতো না । এখন আকছার ঘটিতেছে । তখনও থানাগুলি লোকাল কমিটি প্রভাবিত থাকিত , আবার দোষী গ্রেপ্তারের ঘটনাও ঘটিত । এখন থানায় ঠিকঠাক মামলা হয় না বলেই দাবি জানাইয়া আসিতেছে সকল বিরোধী দল । তাহাদের বক্তব্য , একপাশে সরাইয়া রাখিলেও দেখা যায় , অপরাধের ঘটনা সমূহে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের পথ হইতে পাশ কাটাইতে চায় ৷ পরিস্থিতি এমন যে অপরাধের ঘটনা ঘটিলে কোন্‌টা সাধারণ আইনশৃঙ্খলার অবনতি আর কোন্‌টা অসাধারণ রাজনৈতিক জিঘাংসা— সকল কিছুই গুলাইয়া যাইতেছে । পুলিশ নিজের মতন কাজ করিতে পারিতেছে না । আবার শাঁক দিয়া মাছ ঢাকিতেও চাহিতেছে না , চাহিলেও হাস্যকর পরিস্থিতি ডাকিয়া আনিতেছে । আড়ালিয়ায় যে ঘটনা ঘটিয়াছে তাহাকে কি বলিবে পুলিশ ? উহা সীমান্ত অপরাধ তো নহে ! এই আড়ালিয়া সোনামুড়ায় নয় , আগরতলায় স্মার্ট সিটিতে । একসময় , আগরতলা স্মার্ট সিটি হইবার আগে সীমান্ত কেন্দ্রিক কতকগুলি অপরাধের ঘটনা প্রায় নিয়মিত হইয়া উঠিয়াছিল এই শহরে । সে হইলো বাইক চোর চক্রের বাড়বাড়ন্ত অবস্থা । বাইক চুরি আজও রহিয়াছে তবে আগের মতন সক্রিয় নহে । এই সময়ে চক্র সক্রিয় না থাকিলেও খুচখাচ ঘটিতেছে বাইক চুরি । তবে সবচাইতে মারাত্মক ঘটনা হইয়া সামনে আসিতেছে ছিঁচকে চোরের উৎপাত । আরও মারাত্মক হইয়া উঠিতেছে ছিনতাইবাজের দৌরাত্ম্য । পুলিশ কিন্তু কোনও ক্ষেত্রেই দৃষ্টান্তমূলক ভূমিকা নিতে পারিতেছে না । তাহাদের ভূমিকা এতোটাই লজ্ ঝড়ে হয়ে পড়েছে যে একদা তাহাদের কালার্স অর্জনের কোথাও মানুষ ভুলিতে বসিয়াছে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

23 hours ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

24 hours ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago

ইন্ডিয়ান বুকে রাজ্যের মেয়ে ঝুমা!!

অনলাইন প্রতিনিধি :-ইচ্ছে ছিলো অনেক আগে থেকেই। অবশেষে নিজের ইচ্ছেকেই বাস্তবে পরিনত করলো ঝুমা দেবনাথ।…

3 days ago

সুশাসনে আইনশৃঙ্খলা!

রাজ্যে কি সত্যিই আইনের শাসন রয়েছে?সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে।সরকার বলছে রাজ্যে সুশাসন…

3 days ago