দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। ২০২৩ বিধানসভা নির্বাচনের হাতে গোনা আর দুই মাস বাকি। আর এই নির্বাচনকে সামনে রেখে রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের শক্তির মহরা দিয়ে চলছে। গত ১২ নভেম্বর তিপ্রা মথার জনসমাবেশের পর সোমবার এক মহা মিছিলের মাধ্যমে শক্তির মহরা দিলো ত্রিপুরা প্রদেশ তৃণমুল কংগ্রেস। এদিন মিছিলটি শুরু হয় রাজধানীর গান্ধিঘাট এলাকা থেকে। বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে এসে মিছিলটি শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।
এদিনের মিছিল ও জনসভায় উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমুল কংগ্রেসের স্টেট ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, লোকসভার সাংসদ ড. কাকলি ঘোষ দস্তিদার এবং লোকসভার সাংসদ মহুয়া মৈত্র সহ অন্যান্যরা। সভায় বক্তব্য রাখেন প্রদেশ তৃণমুল কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি আশিস লাল সিং, সাংসদ ড. কাকলি ঘোষ দস্তিদার, মহুয়া মৈত্র ও রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। এদিন নেতৃত্বরা প্রত্যেকেই বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যাক্ত করেন। বক্তারা সকলেই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তোপ দাগেন। বলেন, ত্রিপুরায় আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই। গোটা রাজ্য জুড়ে চলছে কু-শাসন।
অনলাইন প্রতিনিধি :-জিবি হাসপাতালে ক্যান্টিনের ঘর ভাড়া দিয়ে প্রায় এক কোটি টাকা না মিটিয়ে দিয়ে…
অনলাইন প্রতিনিধি :-৩০ দিন অতিক্রান্ত।কিন্তু তেলেঙ্গনার সেই সুড়ঙ্গ নিয়ে কাটছে না জট।তারই মধ্যে আবার সুড়ঙ্গ…
ডায়াবেটিসকে বলা হয় মাদার অব ডিজিজ।কারণ এই রোগের হাত ধরে শরীরে আরও অনেক স্বাস্থ্য জটিলতা…
অবিভক্ত ভারতবর্ষে মোঘল সাম্রাজ্যের শাসনামলে যিনি সবচেয়ে অ প্রভাবশালী শাসক হিসাবে ইতিহাসে পরিচিতি পেয়েছিলেন তিনি…
অনলাইন প্রতিনিধি :-সোমবার রাজ্যবিধানসভায় আরও এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়ে রইলো।বাজেটের উপর সাধারণ আলোচনায় রাজ্য…
অনলাইন প্রতিনিধি :-২০২২ এবং ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বিভিন্ন অপরাধের মামলায় সাজার হার সুস্পষ্টভাবে…