আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ইন্ডিয়া ব্লকের স্মারকলিপি!!
অনলাইন প্রতিনিধি :-আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের ভোট গণনা পর্ব। এই ভোট গণনা পর্বকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে তৎপরতা শুরু হয়েছে।
ভোট গণনা সংক্রান্ত বিষয়ে সার্বিক নিরাপত্তা দাবি করে এবং গণনা চলাকালীন ও গণনা পরবর্তী সময়ে তেলিয়ামুড়া মহকুমা জুড়ে যেন আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক থাকে ইত্যাদি বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে মোট তিন দফা দাবির ভিত্তিতে বৃহস্পতিবার ইন্ডিয়া ব্লকের বিভাগীয় কমিটির উদ্যোগে মহকুমা পুলিশ আধিকারিক সহ মহকুমা শাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয় ।
এদিনের এই প্রতিনিধি দলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, সিপিআইএম নেতা প্রাক্তন বিধায়ক মনিন্দ্র চন্দ্র দাস, কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য প্রমুখ।