আইপিএফটি দল ছেড়ে বিজেপি দলে আইপিএফটি দলের রাজ্য সম্পাদক মঙ্গল দেববর্মার যোগদানে রাজ্য রাজনীতিতে এক নতুন রসায়ন সৃষ্টি হল । সিমনা বিধানসভা কেন্দ্রটিতে আগামী নির্বাচনে তিপ্রা মথাকে টক্কর দিতে বিজেপি এবার শক্তিশালী হলো বলে অনেকেই মনে করছেন । শনিবার সিমনা বিধানসভার পঞ্চবটী এলাকার বৈরাগী পাড়া স্কুল মাঠে ৬২০ পরিবারের ১৯২৬ জন ভোটারকে সঙ্গে নিয়ে আইপিএফটি রাজ্য সম্পাদক মঙ্গল দেববর্মা বিজেপি দলের পতাকা হাতে নিলেন । আগামী দিনে আইপিএফটির অস্তিত্ব বিলীন হতে চলছে । এদিন পূর্ব ত্রিপুরার সাংসদ রেবতী মোহন ত্রিপুরা , রাজ্য উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়া , বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত এবং রাজ্য শিক্ষামন্ত্রী রতন নাথের উপস্থিতিতে বিজেপি দলের পতাকা তুলে দেওয়া হয় মঙ্গল দেববর্মার হাতে । এ দিন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা তিপ্ৰা মথাকে একহাত নিলেন । তিনি বলেন , তিপ্রাসার নাম করে জনজাতিদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে । এমনকি তিপ্রা সেন্টিমেন্ট কাজে লাগিয়ে বিভেদ সৃষ্টি করারও পরোক্ষভাবে চেষ্টা করছে । তাদের স্বপ্ন কখনও পূরণ হবে না । কেননা রাজ্যের জনজাতি এবং বাঙালিদের উন্নয়নে একমাত্র বিজেপি সরকার কাজ করছে । এডিসি নির্বাচনে বিজেপির চূড়ান্ত সাফল্য না পাওয়ার পেছনেও পরোক্ষভাবে বিজেপি আইপিএফটি জোট সরকারের প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়াকে তীব্র সমালোচনা করেন । তিনি বলেন , এডিসি নির্বাচনের সময় ফাইল বগলদাবা করে রাজপ্রাসাদের অন্দরে অনেকবার গিয়েছেন । তারপর মনের মতো না হওয়ায় ফিরে এলেন । কিন্তু তারপর থেকেই বিজেপি আইপিএফটি জোট সরকারের অন্দরে দ্বন্দ্ব শুরু করাতে আরম্ভ করলেন । শুধু তাই নয় এডিসি নির্বাচনে তিপ্ৰা মথা ক্ষমতায় আনতে পেছন থেকে সাহায্য করেছেন । এডিসিতে ক্ষমতায় তিপ্রা মথা থাকলেও সে গ্রেটার তিপ্রা ল্যাণ্ড ইস্যু নিয়ে এগোচ্ছে তা স্বপ্ন পূরণ হবে না । এ দিন অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজ্য শিক্ষামন্ত্রী রতনলাল নাথ , রাজ্য উপজাতি কল্যাণমন্ত্রী রামপদ জমাতিয়া এবং বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত ।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…