আইসিডিএস প্রকল্পে নয়ছয় সমাজ কল্যাণেও অনিয়ম!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-স্বশাসিত জেলা পরিষদ পরিচালিত সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তরের ছয়টি প্রজেক্টের আওতাধীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি ক্রমশ মুখ থুবড়ে পড়ছে। অর্থনৈতিক ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে এডিসির সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষায়।গোটা দপ্তরেই সরকারী আইনকানুনের তোয়াক্কা না করে লোপাট বাণিজ্য চলছে। ছয়টি আইসিডিএস প্রজেক্টে কোথাও নিয়ম কানুনের বালাই নেই।দেখা যাচ্ছে গত নভেম্বর মাসে সরকারী গাইডলাইনকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এডিসি পরিচালিত সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের ছয়টি আইসিডিএস প্রজেক্টে কোনও রকমের দরপত্র না ডেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জন্য লক্ষ লক্ষ টাকার বাচ্চাদের ড্রেস, স্কুল ব্যাগ,স্কুল স্যু, পেন্সিল, রাইটিং প্যাড, প্লাস্টিক চেয়ারসহ বিভিন্ন সামগ্রী কিনে নেওয়া হয়েছে।দি টুইপার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে একটি ভুঁইফোড় সংস্থার নামে F.17(6)ADCPO(SWSE)ICDS/ 2023-24/402-17 dated 07/11/23 সেহামূলে ওয়ার্ক অর্ডার করে গোপনে দশ লক্ষ টাকার উপরে বিল করে সরকারী অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে।অথচ এক লক্ষ টাকার উপরে কোনও জিনিসপত্র কিনলে সরকারী দপ্তরে দরপত্র বাধ্যতামূলক। কিন্তু এক্ষেত্রে এডিসির সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তরের প্রিন্সিপাল অফিসার সুধন দেববর্মা সব আইনকানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এডিসির কাঞ্চনপুর, দামছড়া, ডম্বুরনগর, জম্পুই, মনুসহ ছয়টি প্রজেক্টে কোনও ধরনের দরপত্র ছাড়াই মাল কিনে নিয়েছেন।কিন্তু এডিসির সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের ছয়টি আইসিডিএস প্রজেক্টে গিয়ে দেখা গেল অত্যন্ত নিম্নমানের সামগ্রী সরবরাহ করা হয়েছে। এক্ষেত্রে এডিসির সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের কার্যনির্বাহী সদস্যা ডলি রিয়াংয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।ডলি রিয়াংয়ের নির্দেশেই নাকি কোনও রকম দরপত্র ছাড়াই ওই সংস্থাকে প্রিন্সিপাল অফিসার সুধন দেববর্মা বেআইনিভাবে ওয়ার্ক অর্ডার দিয়েছেন।এদিকে এডিসি পরিচালিত সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তরের ছয়টি প্রজেক্টে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ুয়া শিশুদের স্কুল কিটসের জন্য রাজ্য সরকারের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর No.-F.1(3-21)-ICDS / SWE / 2021/5810 (69) সেহামূলে এডিসির সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর বরাদ্দ দিয়েছে।ছয়টি প্রজেক্টের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের স্কুল কিটসের জন্য ৩৭ লক্ষ ৯২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।এই বিশাল বরাদ্দের অর্থ এডিসির সিইওর অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। যার চেক নম্বর ৩৮০৯৩৭৯৭৯৫৭ (স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া)। জানা গেছে এই বরাদ্দ পাওয়ার পর কোনও ধরনের দরপত্র না করে খুমুলুঙে কেন্দ্রীয়ভাবে একটি সংস্থা থেকে স্কুল কিটস কেনার নামে গোটা বরাদ্দ নয়ছয়ের ধান্ধা করছে একটি স্বার্থান্বেষী মহল।এক্ষেত্রে এডিসির সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল অফিসার সুধন দেববর্মার ভূমিকা রহস্যজনক।আর এসব কারণে এডিসি এলাকায় আইসিডিএস প্রজেক্টের আওতাধীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি মুখ থুবড়ে পড়েছে।এদিকে, বিভিন্ন অনুষ্ঠান নিয়ে এডিসির কর্মকর্তারা খোশ মেজাজে অন্যদিকে এডিসির ছয়টি আইসিডিএস প্রজেক্টের আওতাধীন সহস্রাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিমের অভাবে পুষ্টি প্রকল্প বন্ধের পথে।অনেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পুষ্টি প্রকল্প কাগজেপত্রে চলছে।এডিসি খুমুলুঙ প্রশাসনের সিদ্ধান্তহীনতার কারণে আইসিডিএস প্রজেক্টের আত্ততাধীন অধিকাংশ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিমসহ বিভিন্ন সামগ্রী সরবরাহ বন্ধ থাকায় পুষ্টি প্রকল্প পুরোপুরি ভেঙে পড়েছে।দীর্ঘ কয়েক মাস ধরে এডিসির আইসিডিএস প্রকল্পগুলির বেশির ভাগ সেক্টরেই ডিম সরবরাহ বন্ধের কারণে শিশু প্রসূতি মায়েদের পুষ্টি প্রকল্প বন্ধ আছে।কিন্তু এডিসির সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তর রহস্যজনকভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করে রয়েছে।উল্লেখ্য, মনু, গণ্ডাছড়া, দামছড়া, জম্পুইসহ এডিসির ছয়টি আইসিডিএস প্রজেক্টের অধীনস্থ অধিকাংশ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ডিম সরবরাহ বন্ধ থাকায় পুষ্টি প্রকল্প মুখ থুবড়ে পড়েছে। উত্তর জেলার এডিসি পরিচালিত আইসিডিএস প্রকল্পগুলি অধিকাংশ‍ই উপজাতি অধ্যুষিত অঞ্চলগুলিতেই চলছে।গত বেশ কয়েক মাস থেকে ওইসব এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ডিম,সোয়াবিন সরবরাহ বন্ধ অজ্ঞাত কারণে।জানা গেছে, সম্পূর্ণ আইনকানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ডিম এবং সোয়াবিন কেনার জন্য এডিসির হেডকোয়ার্টার খুমুলুঙয়ে সরবরাহকারী নিযুক্ত করা হয়।গত বছর খুমুলুঙয়ে যে পরবরাহকারী সংস্থাকে ডিম সরবরাহের জন্য ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে ওই সংস্থা তিন মাস ডিম সরবরাহ দিয়ে তা বন্ধ করে দেয়। কিন্তু এডিসির খুমুলুঙ প্রশাসন ওই সংস্থার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। এমনকী স্থানীয়ভাবে সিডিপিওকে ডিম কেনার জন্য ফান্ড দিচ্ছে না। এ বিষয়ে পত্রপত্রিকায় একাধিকবার বর প্রকাশের পরও এডিসি প্রশাসনের কোনও টনক নড়েনি। এডিসির সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তরের তুঘলকি কাজের কারণে মুখ থুবড়ে পড়েছে লাই এবং উত্তর জেলার এডিসি পরিচালিত আইসিডিএস প্রজেক্টের পুষ্টি প্রকল্প। এদিকে দেখা যাচ্ছে সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তরের প্রিন্সিপাল অফিসার সুধন দেববর্মা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ডিম এবং সোয়াবিন সরবরাহের জন্য শুধু উত্তর জেলার জন্য একটি সংস্থাকে ওয়ার্ক অর্ডার দেয়।কিন্তু সঠিকভাবে তারা ডিম এবং সোয়াবিন সরবরাহ করতে পারেনি।তারপরও ওই সংস্থার বিরুদ্ধে কন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি এনিয়ে প্রশ্ন উঠেছে।ডিম সরবরাহ বন্ধের কারণে উত্তর জেলার এডিসি পরিচালিত প্রজেক্টের সব কয়টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ষ্টি প্রকল্প লাটে উঠেছে।দেখা যাচ্ছে, প্রত্যন্ত জনপদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পুষ্টি প্রকল্পে ডিম না থাকা শিশু প্রসূতি মায়েদের উপস্থিতি নেই।এদিকে আইসিডিএস প্রজেক্টগুলির পুলি প্রকল্পের বিষয়ে জানতে দপ্তরের প্রিন্সিপাল অফিসার সুধন দেববর্মাকে ফোন করলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় না। জানা গেছে,এডিসির সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের কার্যনির্বাহী সদস্যা ডলি রিয়াংয়ের কারণে প্রিন্সিপাল অফিসার সুধন দেববর্মা মুখ খুলতে ভয় পাচ্ছেন।

Dainik Digital

Recent Posts

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

13 hours ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

13 hours ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago

ইন্ডিয়ান বুকে রাজ্যের মেয়ে ঝুমা!!

অনলাইন প্রতিনিধি :-ইচ্ছে ছিলো অনেক আগে থেকেই। অবশেষে নিজের ইচ্ছেকেই বাস্তবে পরিনত করলো ঝুমা দেবনাথ।…

3 days ago

সুশাসনে আইনশৃঙ্খলা!

রাজ্যে কি সত্যিই আইনের শাসন রয়েছে?সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে।সরকার বলছে রাজ্যে সুশাসন…

3 days ago