আইসিপি নির্মাণে দুর্নীতির অভিযোগ

এই খবর শেয়ার করুন (Share this news)

ভারত সরকারের প্রায় তিনশ কোটি টাকার প্রকল্প এখন বিরাট প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে । কোনও রকমের তদারকি নেই কোটি টাকার প্রকল্পে চলছে ঘোটালা । তবে এই ঘোটালার সুতা বহু দূর পর্যন্ত বিস্তৃত বলে জানা যায় । সাব্রুম মহকুমার ইন্দো – বাংলা আন্তর্জাতিক সীমান্তের ঢিল ছোঁড়া দূরত্বের মধ্যে গড়ে তোলা হচ্ছে , ইন্টিগ্রেটেড চেক পোস্ট ( আইসিপি ) কিন্তু এর নির্মাণ নিয়ে প্রথম থেকেই শুরু হয় ব্যাপক অনিয়ম । কোনও রকমের কেন্দ্রীয় সরকারের সিপিডব্লিউ নিয়মনীতি না মেনে বাহিঃরাজ্যের বরাত প্রাপ্ত সংস্থা তাদের মর্জি মাফিক কাজ করে চলছে বলে ব্যাপক অভিযোগ উঠতে শুরু করে । গত ত্রিশ মার্চ এই সম্পর্কে দৈনিক সংবাদে সাব্রুমের আইসিপি নির্মাণে ব্যাপক অনিয়মের খবর বের হয় । তারপর থেকে হিল্লি দিল্লীর বাবুরা মাঝে কিছু দৌড়ঝাঁপ করলেও তা যে শুধু একটা নাটক ছিলো তা বলার অপেক্ষা রাখে না । সংবাদ সূত্রে জানা যায় যে , প্রায় ৪৯ একর জমি জুড়ে তে প্রায় বিশাল কর্মকাণ্ড ব্যয় ধর চলছে । তাতে প্রায় ব্যয় ধরা হয়েছে প্রাথমিক স্তরে আড়াইশ কোটি টাকা ।

ধীরে ধীরে এই মেগা প্রকল্পের ব্যয় প্রায় পাঁচ থেকে ছয়শো কোটি টাকাতে ঠেকবে বলে মন্তব্য করেছিলেন ভারত সরকারের এক পদস্থ আধিকারিক । কিন্তু যেভাবে জলাশয়ের ভিতরে কোনও রকম পাইলিং না করে বড় বড় বিল্ডিং তৈরি করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে । সংবাদ সূত্রে জানা যায় , কাজের দায়িত্ব প্রাপ্ত সংস্থার কর্মকর্তারা কোনও রকমের সরকারী নিয়মনীতিকে তোয়াক্কা না করে বৃষ্টির সময়ে ঢালাই এর কাজ করে চলছে কোনও রকম তদারকিও নেই । সূত্রটির মতে দুই নম্বর আর তিন নম্বরের রড দিয়ে কাজ হচ্ছে পুরো আইসিপিতে । সাক্রমের জনগণের স্বপ্নের প্রকল্পের ভিতরে যে কতটা ঘোটালা হচ্ছে তা বাইরে থেকে দেখলে কেউ বুঝতে পারবে না । আর এই ঘোটালা বহুদূর পর্যন্ত বিস্তৃত । কিন্তু প্রশ্ন হচ্ছে যে , বিড়ালের গলায় কে ঘণ্টা বাঁধবে । শুধু তাই নয় , কেন্দ্রীয় সরকারের বড় বড় প্রকল্পগুলিতে দেশের নামীদামি সংস্থার রড , সিমেন্ট সহ একাধিক জিনিসপত্রের ব্যবহার একেবারে বাধ্যতামূলক । কিন্তু সাব্রুমের পাঁচ থেকে ছয়শ কোটির প্রকল্প তৈরি হচ্ছে রাজ্যের এক রড সংস্থার তৈরি জিনিস দিয়ে ( ! ) । যা নিয়ে গত মার্চ মাসে খবর করা হয়েছিল । স্থানীয় জনগণের তীব্র অভিযোগ হচ্ছে যে , সাব্রুমের আইসিপি নির্মাণে সব থেকে বেশি ঘোটালা চলছে এবং ক্রমাগত ভাবে তা বেড়ে চলছে । বিষয়গুলি যে সাব্রুম মহকুমা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা জানে না তা নয় । কিন্তু তারাও চুপ । ইতিমধ্যে যে কার্গো বিল্ডিং এবং যাত্রীদের জন্য বিল্ডিং তৈরি করা হয়েছে তা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে । এদিকে , নবীন পাড়ার জনগণ কেন্দ্রীয় সরকারের শত কোটি টাকার প্রকল্পের ভিতরে যে ব্যাপক ভাবে অনিয়ম হচ্ছে তাতে হস্তক্ষেপের দাবি জানিয়েছে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী ডা . মানিক সাহা । তা নাহলে আগামী দিনে সাব্রুম মহকুমাবাসীর স্বপ্নের প্রকল্প নিয়ে বিরাট প্রশ্ন থেকে যাবে বর্তমান সরকারের প্রতি ।

Dainik Digital

Recent Posts

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…

11 hours ago

ধন্যবাদার্হ।।

কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…

11 hours ago

সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।

অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…

14 hours ago

ত্রিপুরার সাহিত্য চর্চায় নয়া ইতিহাস রচনা করেছে উড়ান: জয় গোস্বামী।।

অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…

14 hours ago

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…

14 hours ago

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

14 hours ago