Categories: দেশ

আকাশে উড়ছে সেনার ড্রোন, রাজপথ জুড়ে মহড়া দুর্ভেদ্য দুর্গে পরিণত দিল্লী।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- মোট ১ লক্ষ ৩০ হাজার নিরাপত্তা বাহিনী। ৮০ হাজার শুধু দিল্লী পুলিশ ও আধা সামরিক বাহিনী।পাশাপাশি থাকবে এয়ারফোর্স এবং আর্মির কয়েকশ ড্রোন।যা আকাশে উড়বে।দিল্লীতে প্রায় লকডাউনই চলবে বলা যেতে পারে। জি টোয়েন্টি কেন্দ্র করে দিল্লী এক দুর্ভেদ্য দুর্গে পরিণত হতে চলেছে।যা অত্যন্ত স্বাভাবিক।বিশ্ব পাওয়ার করিডরের সর্বোচ্চ গোষ্ঠী জি টোয়েন্টির সভাপতি এবার ভারত। সুতরাং ভারতেই আয়োজন করা হচ্ছে এই হাই প্রোফাইল সম্মেলন। যেখানে বিশ্বের সর্বোচ্চ অর্থনীতিগুলির, প্রধান রাষ্ট্রনায়ক আসছেন। সবথেকে বেশি চিন্তা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নিয়ে। ঘটনাচক্রে তাদের জন্য রাখা হয়েছে পাশাপাশি দুটি সাততারা হোটেল। আইটিসি মৌর্য শেরাটনে থাকবেন জো বাইডেন। আর তাজ প্যালেস হোটেল ধার্য হয়েছে শি জিনপিং-এর জন্য। যদিও হঠাৎ করেই জানা যাচ্ছে যে, জি জিনপিং এই সম্মেলনে সম্ভবত আসবেন না। তবে এখন পর্যন্ত যেহেতু চিনের পক্ষ থেকে সরকারীভাবে কিছুই জানানো হয়নি, তাই সব ব্যবস্থাই করে রাখছে ভারত। শেরাটন হোটেল প্রায় সম্পূর্ণ বুক করে ফেলেছে মার্কিন দূতাবাস। তাদের নিয়মই এ রকম।জো বাইডেন সঙ্গে নিয়ে আসবেন নিজস্ব সিক্রেট এজেন্সি। নিজস্ব রান্না করার টিম। হোটেলের একটি কিচেন তারা সম্পূর্ণ দখল করে নেবেন এবং সেখানেই হবে বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষটির জন্য খাবার তৈরি। বাইডেন যে ফ্লোরে থাকবেন এর উপরে এবং নীচের দুটি করে ফ্লোর চলে যাবে সিক্রেট এজেন্টদের অধীনে। শুরু হয়ে গিয়েছে ড্রেস রিহার্সাল। অর্থাৎ এয়ারপোর্ট থেকে হোটেল। হোটেল থেকে জি টোয়েন্টি সম্মেলনস্থল। ঠিক যেভাবে এই রাষ্ট্রনায়কদের কনভয় যাবে, অবিকল তার মহড়া দেওয়া চলছে। শনিবার এবং রবিবার জুড়ে সেই কারণেই দিল্লীর তাবৎ রাস্তায় যাতায়াত নিয়ন্ত্রণ করে এই ড্রেস রিহার্সাল হলো সারাদিন ধরে। নামে ৯ থেকে ১০ সেপ্টেম্বর হবে জি টোয়েন্টি সম্মেলন। কিন্তু প্রায় ৫ তারিখ থেকেই দিল্লীতে অঘোষিত নিষেধাজ্ঞা জারি হয়ে যাচ্ছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। অফিস বন্ধ। এমনকী রাস্তাঘাটে থাকবে সম্পূর্ণ নিয়ন্ত্রণ। সুতরাং মুখে ঘোষণা করা না হলেও দিল্লী পুলিশ চাইছে কোনও প্রয়োজন ছাড়া যেন একজনও কেউ ওই কয়েকদিন দিল্লীর রাস্তায় না বেরোয়।রাজনৈতিকভাবে এই জি টোয়েন্টিকে অন্যতম প্রচারের পুঁজি করতে মরিয়া নরেন্দ্র মোদি ও বিজেপিও। আমেরিকা থেকে ফ্রান্স। অস্ট্রেলিয়া থেকে জার্মানি। ব্রিটেন থেকে ইতালি। আর্জেন্টিনা থেকে ব্রাজিল। বস্তুত বিশ্বের পাওয়ার সেন্টার হাজির হবে আগামী শনি-রবিবার দিল্লীতে। আর এই আয়োজনের সভাপতি নরেন্দ্র মোদি। এই বিশেষ মুহূর্তকে তারই কৃতিত্ব হিসেবে প্রচার করে তাকে বিশ্বগুরু হিসেবে তুলে ধরতেই মরিয়া বিজেপি। পূর্বতন কোনও প্রধানমন্ত্রীর আমলে এভাবে গোটা দুনিয়ার প্রথম সারির রাষ্ট্রনায়ক হাজির হয়েছেন ভারতে এ রকম হয়নি।চেষ্টা করা হচ্ছে রাশিয়ার পুতিন এবং চিনের জিনপিং-এর অনুপস্থিতি যাতে জি টোয়েন্টি আয়োজনের গরিমাকে খর্ব বা স্নান করতে না পারে সেই চেষ্টা করতে। চন্দ্রযান। ওয়ান নেশন ওয়ান ইলেকশন। অভিন্ন দেওয়ানি বিধি। রামমন্দির এবং বিশ্বগুরু। ২০২৪ সালের লোকসভা ভোটে জয়ী হতে আর কী চাই? সব হাতিয়ার নিয়ে প্রস্তুত নরেন্দ্র মোদি।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

13 hours ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

14 hours ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago

ইন্ডিয়ান বুকে রাজ্যের মেয়ে ঝুমা!!

অনলাইন প্রতিনিধি :-ইচ্ছে ছিলো অনেক আগে থেকেই। অবশেষে নিজের ইচ্ছেকেই বাস্তবে পরিনত করলো ঝুমা দেবনাথ।…

3 days ago

সুশাসনে আইনশৃঙ্খলা!

রাজ্যে কি সত্যিই আইনের শাসন রয়েছে?সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে।সরকার বলছে রাজ্যে সুশাসন…

3 days ago