নয়ডার ছাত্রী নিবাসে ভয়াবহ আগুন, প্রান রক্ষায় ঝাপ একের পর এক ছাত্রীর!!
আকাশ থেকে নেমে আসলো রহস্যময় বেলুন!!!

শনিবার সন্ধ্যায় বিশ্রামগঞ্জ থানার মধ্য বড়জলা গ্রামে আচমকা আকাশ ণেমে আসে মস্তবড় বেলুন। হলুদ রঙের বেলুন দেখে সবাই অবাক হয়ে যান। প্রথমে স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়। পরে দেখা যায় বেলুনটিতে কিছু লেখা আছে। সেই লেখা দেখে সবাই ধারণা করছেন বেলুনটি বাংলাদেশ থেকে ছাড়া হয়েছিল। বেলুনটিতে লেখা আছে যুব দল নাঙ্গলকোট বাংলাদেশ উপজেলা ।