দৈনিক সংবাদ অনলাইন, আগরতলা।। বৃহস্পতিবার রানীরবাজার দলীয় কর্মসূচি থেকে আগরতলা ফেরার পথে দুস্কৃতিরা তার গাড়িতে ইট ছুঁড়ে মারে। এতে রক্তাক্ত জখম হন শ্রী বর্মন। তাঁর মাথায় আঘাত লাগে। ভাঙ্গে গাড়ির কাচ। আহত সুদীপ বাবুকে সাথে সাথে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে জিবি হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন। ঘটনাটি ঘটে এদিন বিকালবেলা। অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে। শাসক দলের দুস্কৃতিরাই এর সাথে জড়িত বলে অভিযোগ। এদিন রানীরবাজার থেকে জিরানিয়া পর্যন্ত কংগ্রেসর আহবানে ভারত জোড়ো পদযাত্রা কর্মসূচি ছিলো।
কিন্তু পুলিশের তরফ থেকে এই কর্মসূচির জন্য অনুমোদন পাওয়া যায়নি। তারপরও এই কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাদের বাঁধা দেয়। এই নিয়ে ঘন্টা খানেক রানীরবাজার এলাকার পরিস্থিতি ছিলো উত্তপ্ত। উত্তেজিত কংগ্রেস কর্মীরা এক সময় পথ অবরোধ শুরু করে। যদিও বিশাল নিরাপত্তা বাহিনী তাদের সরিয়ে দেয়। শেষে কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করা হয়। এই কর্মসূচি থেকে আগরতলা ফেরার পথে দুস্কৃতিরা বিধায়ক সুদীপ রায় বর্মনের গাড়িতে ইট ছুঁড়ে মারে। এতে তিনি আহত হন। এই নিয়ে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।
অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…
অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…
অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…
অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…
মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…
অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…