আগরতলায় আত্মপ্রকাশ করল আরণ্যক জুয়েলার্স!!
অনলাইন প্রতিনিধি :-খোয়াই ও ধর্মনগরের পর এবার আগরতলায় আত্মপ্রকাশ করল আরণ্যক জুয়েলার্স। বুধবার রাজধানী আগরতলার এমবিবি চৌমুহনীতে গড়ে ওঠা নবনির্মিত আরণ্যক জুয়েলার্সের শোরুমের শুভ উদ্বোধন হয়। এদিন ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শোরুমটির উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের শুভকানন্দ মহারাজ সহ জুয়েলারি কর্তৃপক্ষ। এই উদ্বোধন উপলক্ষে জুয়েলারির তরফে থাকবে বিশেষ ছাড়। প্রতি গ্রাম সোনার গহনা কেনাকাটায় থাকবে ৩৫০ টাকা ছাড় ও হীরের গহনার মজুরিতে ১০০% ছাড়। গ্রহরত্নের মূল্যে ২০% ছাড়। পুরনো হলমার্ক সোনার গহনার এক্সচেঞ্জে ১০০% মূল্য। এছাড়াও প্রতি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। প্রতিদিনের লাকি ড্রতে হোম এপ্লায়েন্স ও মেগা ড্রতে থাকবে একটি স্কুটি। এই অফার চলবে আগামী ৯ই জুন পর্যন্ত। জানিয়েছেন আরণ্যক জুয়েলার্সের পার্টনার মনোজিত চৌধুরী। পাশাপাশি এদিন গ্রাহকদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে রাজ্যবাসীকে ধন্যবাদ জানান তিনি।