দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। রাজধানীতে এক কলেজ ছাত্রীকে গন ধর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু তাই নয়, এমন ঘটনায় বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনা সোমবার হলেও বিষয়টি প্রকাশ্যে আসে বুধবার। ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে এলে চাঞ্চল্য ছড়ায় শহরের অভিভাবক মহল সহ রাজধানীবাসীর মনে। বর্তমানে ওই কলেজ ছাত্রী জি বি হাসপাতালে চিকিৎসাধীন। তার আঘাত এতটাই গুরুতর যে ভালোভাবে কথাই বলতে পারছে না। ঘটনার বিবরণে প্রকাশ, ২১ বছরের কলেজ পড়ুয়া ওই ছাত্রীকে সোমবার কলেজ থেকে বাড়ি পৌঁছুবার নামে গাড়িতে তুলে নিয়ে যায় দুই যুবক। এরপর গভীর রাত পর্যন্ত তরুণীর কোনো খবর না পেয়ে উদ্বিগ্ন হয়ে উঠে পরিবার। পরদিন মঙ্গলবার রাতে মেয়েটিকে বিদ্ধস্ত অবস্থায় আমতলি বাইপাস এলাকায় পাওয়া যায়। রাস্তার পাশ থেকে তড়িঘড়ি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় জিবিপি হাসপাতালে । বুধবার চিৎসারত অবস্থায় মানসিকভাবে বিপর্যস্ত তরুণী জানায় কলেজ থেকে তাকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দেবার নামে তুলে নিয়ে যায় গৌতম শর্মা নামে এক যুবক এবং তার সঙ্গী সাথীরা । এরপরই গাড়ির চালক সহ তিন জন মিলে তার উপর পাশবিক নির্যাতন চালায়। এদিকে, আমতলী থানা সূত্রে জানা গেছে, জিবিপি হাসপাতাল থেকে শারীরিক নির্যাতনের বিষয়ে জিবি ফাঁড়িতে জানানো হলে খবর যায় আমতলী থানায় । তৎক্ষণাৎ অভিযুক্ত যুবক গৌতম শর্মাকে আটক করে তদন্তে নামে আমতলী থানার পুলিশ। আমতলী তথা সদরের ভারপ্রাপ্ত এসডিপিও আশীষ দাশগুপ্ত জানান, ঘটনাটি নিয়ে পরিবার তরফে বুধবার বিকেল একটি লিখিত অভিযোগ জানানো হয়েছে। তদন্তে নেমে অভিযুক্তের মোবাইলের কল রেকর্ড খতিয়ে দেখে পুলিশ জানতে পারে সে নির্যাতিতার পূর্ব পরিচিত। তবে অভিযোগের গুরুত্ব বিচার করে সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে, কলেজ ছাত্রীর গন ধর্ষণের ঘটনার খবর মুখ্যমন্ত্রীর কাছেও পৌঁছায়। মুখ্যমন্ত্রী সাথে সাথে পুলিশকে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। সেই সাথে নির্যাতিতা কলেজ ছাত্রী ও তাঁর পরিবারের সাথে কথা বলার জন্য বুধবার রাতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে জিবিপিতে ছুটে যান বিজেপি নেত্রী পাপিয়া দত্ত । অতি সত্তর এই অপরাধের সাথে জড়িত দোষীদের আইনের আওতায় আনা হবে বলে পরিবারকে আশ্বাস দেন এবং ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যাক্ত করেন।
অনলাইন প্রতিনিধি :-রাজ্যে মহিলা- মা-বোনদের সাথে অনৈতিক আচরণ হলে, এর সাথে জড়িত একজনকেও ছাড় প্রদান…
এশিয়ার বৃহত্তম বস্তি মুম্বাইয়ের ধারাভি। ৬০০ একর এলাকা নিয়ে তার বিস্তার। সত্তর-আশি বছর ধরে ধারাভি…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের সরকারী হাসপাতালগুলিতে চিকিৎসার জন্য যেসব অসুস্থ রোগী ভর্তি থাকেন সেসব অসুস্থ রোগীর…
অনলাইন প্রতিনিধি :-ভালো কাজ করলে বিরোধীরা এর বিরোধিতা করবেই। বৃহস্পতিবার ওয়াকফ সংশোধনী আইন নিয়ে জনজাগরণ…
অনলাইন প্রতিনিধি:-রাজধানীরআইজিএম হাসপাতালে বুধবার এক রোগীর মৃত্যু ঘিরে ক্ষুব্ধ ও উত্তেজিত রোগীর আত্মীয়ের দৌড়াদৌড়িতে কিছুক্ষণের…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য অতিথিশালায় 'মেম্বার অব পার্লিয়ামেন্টস রোড সেফটি কমিটি'র এক সভা থেকে বুধবার রাজ্যের…