অনলাইন প্রতিনিধি :- আখাউড়া-আগরতলা রেলরুট প্রকল্পের উদ্বোধন পিছিয়ে গেছে। তবে চলতি মাসেই এই রেলরুটের উদ্বোধন হতে পারে। এজন্য বৃহস্পতিবার রেল ইঞ্জিন (লোকোমোটিভ)-এ একাধিক পণ্য বহনের ওয়াগন সংযুক্ত করে চূড়ান্ত ট্রায়াল হবে এই রেলরুটে। বুধবার বিকেলে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশলে ট্রায়াল ট্রেনটিকে প্রস্তুতি নিতে দেখা গেছে। বাংলাদেশ রেলওয়ের স্বাভাবিক রঙের ইঞ্জিন ও হলুদ রঙ করা ওয়াগনগুলো জংশন স্টেশনের একটি লাইনে দাঁড়িয়েছিল। বৃহস্পতিবার সকালে এই ট্রেনটিই গঙ্গাসাগর রেল স্টেশন হয়ে আসবে আগরতলা নিশ্চিন্তপুর সীমান্তের বাংলাদেশ অংশ পর্যন্ত। দৈনিক সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন, আখাউড়া-আগরতলা রেল প্রকল্পের প্রকল্প পরিচালক ও বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী (পূর্ব) আবু জাফর মিয়া। জানা গেছে, ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পের উদ্বোধন করেন। কাজ শুরু হওয়ার পর থেকেই ধুকে ধুকে চলছে আখাউড়া- আগরতলা রেললাইন নির্মাণ প্রকল্পটি। ১৮ মাস মেয়াদি এই রেলরুট নির্মাণকাজ প্রায় পাঁচ বছরে এসেও পুরো প্রস্তুত নয়। এই জন্য চতুর্থ দফায় বাড়াতে হয়েছে মেয়াদ।এমন অবস্থাতেই উদ্বোধনের সম্ভাব্য দিন ছিল ৯ সেপ্টেম্বর। এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে নয়াদিল্লীতে অনুষ্ঠেয় জি ২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লীতে ছিলেন। তখন দুই দেশের প্রধানমন্ত্রী আখাউড়া-আগরতলা রেলরুটে ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেন বলে খবর পাওয়া যায়। সম্ভাব্য এই দিনে উদ্বোধন হয়নি। তবে চলতি মাসেই এই প্রকল্পের উদ্বোধন হবে। আখাউড়া-আগরতলা রেলরুটের প্রকল্প সংশ্লিষ্ট আধিকারিকরা এমনটিই বলেছেন। অবশ্য এই প্রকল্পের প্রকল্প পরিচালক সাংবাদিকদের বলেছেন, এটি রাজনৈতিক সিদ্ধান্ত। বাংলাদেশের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দিনক্ষণ ঠিক করা হবে। যেদিনই ঘোষণা আসে সেদিনই উদ্বোধন সম্ভব বলেও জানান এই প্রকৌশলী। এর আগে গ্যাং কারে একাধিকবার ট্রায়াল হয়েছে এই রেলরুটে। এবার লাইট ইঞ্জিন বা লোকোমোটিভ ট্রেনে আখাউড়া-আগরতলা রেললাইনে হুইসেল বাজিয়ে চলবে ট্রেন। এই ট্রেন চলাচলের মাধ্যমেই রেলরুটটি সব ধরনের ট্রেন চলাচলের জন্য উপযোগী বলে ঘোষণা আসবে। এই দাবি ঠিকাদারি প্রতিষ্ঠান ভারতের নয়াদিল্লীর টেক্সমেকো রেল অ্যাণ্ড ইঞ্জিনীয়ারিং লিমিটেডের।
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…