আগরতলা-আখাউড়া রেলপথ বিশবাঁও জলে

এই খবর শেয়ার করুন (Share this news)

ভারত এবং বাংলাদেশ সরকার ২০১৩ সালের ২১ মে আগরতলা এবং আখাউড়ার মধ্যে রেলপথ সমঝোতায় ( এমওইউ ) স্বাক্ষর করেছিল । এই রেলপথের মোট দৈর্ঘ্য ১৫.০৫৪ কিমি , যারমধ্যে মাত্র ৫ কিমি ভারতের অংশে পড়ে , বাকি ট্র্যাকটি বাংলাদেশের । ট্র্যাকগুলি ব্রডগেজ বিন্যাসে মিটার গেজে স্থাপন করা হবে যাতে প্রয়োজনে এটিকে ব্রডগেজে রূপান্তর করা যায় । প্রকল্পটির ব্যয় বহন করবে ভারত এবং প্রাথমিকভাবে এর ব্যয় ধার্য হয়েছিল প্রায় ২৭১ কোটি টাকা । কিন্তু পরবর্তী সময়ে প্রকল্পের ব্যয় বৃদ্ধি হয়ে দাঁড়ায় ৯৭২ কোটি টাকায় । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তর , উত্তর – পূর্বাঞ্চল সহ দেশের যে প্রকল্পগুলি বিশেষভাবে মনিটর করে , তারমধ্যে অন্যতম আগরতলা লাইনে আখাউড়া রেলপথ প্রকল্প । এই প্রতিবেদন লেখার সময় অর্থাৎ , ১ সেপ্টেম্বর , ২০২২ – এর খবর , প্রকল্পের ভারতের অংশের জন্য বরাদ্দ ৫৮০ কোটি টাকা খরচ হয়ে যাবার পরেও প্রকল্প অসম্পূর্ণ , গত সাত মাস কাজ বন্ধ হয়ে আছে । বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ সেপ্টেম্বর তিনদিনের ভারত সফরে বন্ধ আসছেন । এর আগে ভারত সরকারের বিভিন্ন মন্ত্রক বাংলাদেশের সঙ্গে যৌথ প্রকল্পগুলির হাল – হকিকত খতিয়ে দেখছে । আগরতলা- আখাউড়া রেলপথের ভারতের অংশ ( ৫.০৫ কিমি ) নির্মাণ নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল উত্তর – পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক বা ডোনার মন্ত্রকের ।

নির্মাণের দায়িত্বে ছিল রেলমন্ত্রকের অধীন রাষ্ট্রায়ত্ত সংস্থা ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড । ২০২১ সালের ৭ জুলাই দেশের রেলমন্ত্রকের দায়িত্ব নেবার পরেই মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছিলেন , ২০২১- এর মধ্যেই আগরতলা – আখাউড়া লাইনের কাজ শেষ করতে হবে । কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না।কিন্তু হুঁশিয়ারি কোনও কাজে লাগেনি । ২০২১ – এ কাজ শেষ হওয়ার পরিবর্তে প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে । বুধবার , প্রকল্পের হাল – হকিকত জানতে বৈঠকে বসেছিলেন ডোনার মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিএল ভার্মা । মন্ত্রকের সুত্রমতে , অফিসাররা কেন্দ্রকে জানিয়েছেন ইরকন কাজ শুরু এবং শেষ করার জন্য ৩১৬ কোটি টাকা চেয়েছে । ডোনার মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিএল ভার্মা প্রায় এক বছর আগে আগরতলা – আখাউড়া রেলওয়ে প্রকল্পগুলি পরিদর্শন করেছিলেন এবং ইরকন , উত্তর – পূর্ব সীমান্ত রেলওয়ে এবং প্রকৌশলী ও কর্মকর্তাদের কাছ থেকে কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নিয়ে , আর বিলম্ব ছাড়াই জুন ২০২২ – এর মধ্যে প্রকল্প শেষ করার নির্দেশ দিয়েছিলেন । গত ২ আগষ্ট ত্রিপুরার কৃষি , পর্যটন ও পরিবহণমন্ত্রী প্রণজিৎ সিংহরায় ডোনার মন্ত্রককে চিঠি লিখে তার ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন , আগরতলা – আখাউড়া রেল লাইনের মতো একটা গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ হয়ে আছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার বলছেন , দেশের অভ্যন্তরে এবং প্রতিবেশী দেশগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে হবে , তখন এ রকম একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ বন্ধ হয়ে আছে কী কারণে ? আগামী ৭ সেপ্টেম্বর শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকে থাকতে বলা হয়েছে ডোনার মন্ত্রকের পূর্ণমন্ত্রী জি কিষান রেড্ডিকে । সেই বৈঠকে আগরতলা আখাউড়া রেলপথ প্রকল্প সম্পূর্ণ করার নির্দিষ্ট দিনক্ষণ জানানোর প্রস্তুতিতে কালঘাম ছুটছে ডোনার মন্ত্রকের মন্ত্রী থেকে অফিসারদের ।

Dainik Digital

Recent Posts

নেপালে পর পর দুটি ভূমিকম্প!!

অনলাইন প্রতিনিধি :-শুক্রবার সন্ধ্যায় পর পর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা…

17 mins ago

১৮.৫ ইঞ্চির লেজবিশিষ্ট মার্জারের বিশ্ব রেকর্ড!!

অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…

10 hours ago

কাগজের কাপেও শরীরে যাচ্ছে প্লাস্টিক কণা, ভারসাম্য হারাচ্ছে হরমোন!!

অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…

10 hours ago

লন্ডন-মুম্বই উড়ানে আটকে ২০০ ভারতীয়!!

লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…

10 hours ago

মহাকরণ থেকে পঞ্চায়েত পর্যন্ত,কর্মী সংকটে সর্বত্র অচলাবস্থা প্রশ্নের মুখে ডবল ইঞ্জিনের গতি!!

অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…

10 hours ago

২০০ শয্যার যুব আবাস হচ্ছে বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে!!

অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…

11 hours ago