আগরতলা-কলকাতা থেকে উঠে যাচ্ছে আরও বিমান!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের মানুষ বিমানে আগরতলা-কলকাতা রুটে যাতায়াতে শীঘ্রই আরও চরম দুর্ভোগে পড়বেন।আরও বিমান উঠিয়ে নেওয়ায় মারাত্মক দুর্ভোগে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।গত তিন মাসের মধ্যে আগরতলা-কলকাতা রুটের উভয় দিকে যাতায়াতে এই রুট থেকে চারটি বিমান তুলে নেওয়া হয়।নতুন করে ১৬ ডিসেম্বর থেকে ইন্ডিগো সকালের ৭৮ আসনের একটি এটিআর বিমান তুলে নিচ্ছে। আরও বিস্ময়কর হলো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সকালের ১৭৬ আসনের বোয়িং বিমানটিও আগামী ১ জানুয়ারী থেকে পুরো জানুয়ারী মাসের জন্য তুলে
নেওয়া হচ্ছে।এই রুট থেকে পরপর বিমান তুলে নেওয়ায় যাত্রীরা যে দিন দিন আরও মারাত্মক দুর্ভোগের মুখে পড়বেন সে বিষয়ে রাজ্যের ডবল ইঞ্জিন সরকারও নির্লিপ্ত ভূমিকায় রয়েছে। এমনটাই অভিযোগ ক্ষুব্ধ রাজ্যের বিমানযাত্রীদের। এমনিতেই বিমান সংস্থাগুলি এই রুটে সবসময়ই যাত্রীর গলাকাটা ও অস্বাভাবিক চড়া ভাড়া নেয়।এখন বিমান আরও কমে গেলে বিমান সংস্থাগুলির গলাকাটা ও আকাশছোঁয়া ভাড়া নেওয়ার রাস্তা আরও মসৃণ হয়ে গেলো বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
আগামী ১৬ ডিসেম্বর থেকে ইন্ডিগোর কলকাতা থেকে ৭৮ আসনের যে এটিআর বিমানটি সকাল ৮টা ১০ মিনিটে আগরতলায় এসে ৮টা ৩০ মিনিটে কলকাতায় রওয়ানা হতো সেই বিমানটির উড়ান পুরোপুরি গুটিয়ে
নেওয়া হচ্ছে।তার দু’মাস আগেও ইন্ডিগো এই রুট থেকে সকালের ৭৮ আসনের আরও একটি এটিআর বিমানের উড়ান পুরোপুরিভাবে গুটিয়ে নেয়। শুধু তাই নয়, ইন্ডিগো গত দু’মাস আগে রাতের একটি ১৮০ আসনের এয়ারবাসও পুরোপুরিভাবে গুটিয়ে নেয়। ১৮০ আসনের এয়ারবাস বিমানটি কলকাতা থেকে আগরতলায় আসত রাত ৭টা ৪০ মিনিটে।ফিরতি এই বিমানটি রাত ৮টা ১০ মিনিটে কলকাতায় রওওানা হতো। তবে ইন্ডিগো বিনা বাধায় একে একে বিমানগুলি পুরোপুরিভাবে আগরতলা-কলকাতা রুটের উভয় দিক থেকে গুটিয়ে নেওয়ার পর আগামী ১৬ ডিসেম্বর থেকে এই রুটে ১৮০ আসনের একটি এয়ারবাস চালু করছে। তিনটি বিমান উঠিয়ে এই জায়গায় ইন্ডিগো ১৮০ আসনের একটি এয়ারবাস চালু করছে। নতুন চালু এয়ারবাসটি কলকাতা থেকে সকাল ৯টা ২০ মিনিটে আগরতলায় আসবে। আগরতলা থেকে ফিরতি বিমানটি সকাল ৯টা ৫০ মিনিটে কলকাতায় রওয়ানা হবে।
এদিকে,এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কলকাতা থেকে আইএক্স-১৫৯০ যে বোয়িং বিমানটি সকাল ৮টা ৩০ মিনিটে আগরতলায় আসছে সেই বিমানটিও আগামী ১ জানুয়ারী থেকে এক মাসের জন্য তুলে নিচ্ছে বলে জানানো হয়েছে। ফিরতি বিমানটি আইএক্স-১৫৯১ সকাল ৯টায় কলকাতায় রওয়ানা হয়। ১ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারী এই বিমান চলবে না। এই সময়ের বিমান যাত্রীদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিকালের ১৭৬ আসনের বোয়িং বিমানে যাতায়াত করার সুবিধা মিলবে। যেসব যাত্রী টিকিট বুকিং করার সময় নিজের মোবাইল নম্বর দিয়েছেন বিমান উড়ান সংক্রান্ত মেসেজ মোবাইলে যাবে বলে বিমান সংস্থা সূত্রে জানা গেছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিকালের বিমানের সময়সূচি রবিবার কিছুটা পরিবর্তন করা হয়েছে। এখন থেকে বিমানটি আইএক্স-১৫৭০ কলকাতা থেকে বেলা ১টা ৩৫ মিনিটের বদলে ৩টা ১০ মিনিটে রওয়ানা হবে। আগরতলা পৌঁছবে ৪টা ১০ মিনিটে। আগরতলা থেকে আইএক্স-১৫৭১ বিকাল ৩টা ০৫ মিনিটের বদলে ৪টা ৪০ মিনিটে কলকাতায় রওয়ানা হবে। কেন ১ জানুয়ারী থেকে এক মাসের জন্য এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সকালের বিমান তুলে নেওয়া হচ্ছে সে বিষয়ে বিমান সংস্থার বক্তব্য হলো, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের (ডিজিসিএ) অনুমোদন নিয়েই ১ জানুয়ারী থেকে ১ মাসের জন্য সকালের বিমান তুলে নেওয়া হচ্ছে। তার বেশি আর কিছু জানায়নি। সকালে ঘন কুয়াশার কারণে কি সকালের বিমান তুলে নেওয়া হচ্ছে ১ মাসের জন্য- এই প্রশ্নের উত্তরে কুয়াশার কারণ নিয়েও বিমান সংস্থার তরফে কিছু জানায়নি। ফলে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সকালের বিমান তুলে নেওয়ার প্রকৃত কারণ কী তা না জানানোয় ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তবে টেকনিক্যাল রিজনও হতে পারে বলে ইঙ্গিত দেয়। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বক্তব্য, ১ মাস সকালের বিমান উড়ান বন্ধ থাকলেও ১ ফেব্রুয়ারী থেকে পুনরায় এই বিমানের উড়ান চালু হবে।
এদিকে, আগরতলা-কলকাতা রুটের উভয় দিক থেকে এয়ার ইন্ডিয়ার দুটি ১৮৬ আসনের এয়ারবাসও তুলে নেওয়া হয়। এয়ার ইন্ডিয়ার বিমান আগরতলা সেক্টর থেকে গত ১ ডিসেম্বর পুরোপুরিভাবে গুটিয়ে নেওয়া হয়েছে। ফলে এই কট থেকে পরপর বিমান তুলে নেওয়ায় বিমান স্বল্পতায় যাত্রীদুর্ভোগ যে আরও ভরমে উঠবে তা নিশ্চিত বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এই রুট থেকে ক্রমেই বিমান তুলে নেওয়া হলেও রাজ্য সরকার সব জেনেশুনে নির্লিপ্ত ও নির্বিকার বলে অভিযোগ উঠেছে।

Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

4 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

4 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

4 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

4 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

1 day ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

1 day ago