আগরতলা-কলকাতা রুট থেকে ইন্ডিগো ৩ বিমান উঠিয়ে নিচ্ছে!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি:- ইন্ডিগো ফের আগরতলা কলকাতা রুটের উভয় দিকে বিমান কমিয়ে দেওয়ায় এই রুটে যাতায়াতে রাজ্যের মানুষ আবার দুর্ভোগের মুখে পড়েছেন। দু’মাস আগে এয়ার ইন্ডিয়াও ১৮৬ আসনের একটি এয়ারবাস তুলে নেয়।আগামী সাতাশ অক্টোবর থেকে ইন্ডিগো এই রুট থেকে দুটি বিমান ও ডিসেম্বরে আরও একটি বিমান উঠিয়ে নিচ্ছে। সাতাশ অক্টোবর থেকে ইন্ডিগোর শীতকালীন বিমান সূচি চালু হচ্ছে। শীতকালীন বিমান সূচিতে ইন্ডিগোর দুটি এটিআর বিমান একটি ১৮০ আসনের এয়ারবাস বিমানের উড়ান গুটিয়ে নেওয়া হচ্ছে। এদিকে, ইন্ডিগো আগামী উনত্রিশ অক্টোবর থেকে নতুন করে আগরতলা-
ডিব্রুগড়ের মধ্যে যাতায়াতে এই রুটে সরাসরি বিমান পরিষেবা চালু করছে। তাতে রাজ্যের মানুষের বিমানে
ডিব্রুগড়ে যাতায়াতে ভালো সুবিধা হবে। এদিকে, ইন্ডিগো আগামী সাতাশ অক্টোবর থেকে যে এটিআর বিমানটি প্রতিদিন সকাল ৭টা ৩৫ মিনিটে ৭৪১৮ কলকাতা থেকে রওনা হয়ে আগরতলায় আসতো এবং আগরতলা থেকে এই ফিরতি এটিআর বিমানটি ৬ই-৭৪১৯ সকাল ৯টা ১৫ মিনিটে কলকাতায় যেতো এই বিমানটি তুলে নিচ্ছে। রাতের অপর যে বিমানটি এই রুট থেকে তুলে নিচ্ছে তা হলো ১৮০ আসনের এয়ারবাস। এই বিমানটি কলকাতা থেকে ৬ই -৬১৭৩.আগরতলায় আসতো রাত ৭টা ৪০
মিনিটে। আগরতলা থেকে এই ফিরতি বিমানটি ৬ই – ৬৭০৫ রাত ৮টা ১০ মিনিটে কলকাতার উদ্দেশে রওনা হতো। এই বিমানের উড়ান কলকাতা- আগরতলার উভয় দিক থেকে গুটিয়ে নেওয়া হচ্ছে। আগামী ষোল ডিসেম্বর থেকে আগরতলা-কলকাতা রুটের উভয় দিক থেকে সকালের প্রথম ৭৮ আসনের এটিআর বিমানটিও তুলে নেওয়া হচ্ছে। কলকাতা থেকে ৬ই ৭০৮৯ আগরতলায় আসছে সকাল ৮টা ০৫ মিনিটে। আগরতলা থেকে ফিরতি বিমানটি ৬ই-৭০১৪ সকাল ৮টা ২৫ মিনিটে কলকাতার উদ্দেশে রওনা হয়। এই বিমানের উড়ানও আগরতলা-কলকাতা রুটের উভয় দিক থেকে আগামী ষোল ডিসেম্বর গুটিয়ে নেওয়া হবে। ফলে ইন্ডিগোর সকালের দুটি এটিআর বিমানই উঠে যাচ্ছে। বিমান সংস্থা সূত্রে জানা গেছে, ৭৮ আসনের সকালের একটি এটিআর বিমান সাতাশ অক্টোবর ও ৭৮ আসনের অপর এটিআর বিমান ষোল ডিসেম্বর থেকে তুলে নেওয়ার পর ষোল ডিসেম্বর থেকেই এই জায়গায় একটি ১৮০ আসনের এয়ারবাস দিচ্ছে। দুটি ৭৮ আসনের এটিআর তুলে নিয়ে ১৮০ আসনের এয়ারবাস দিলেও সকালের দিকে চল্লিশটি করে উভয় দিকে ৮০টি আসন কমে যাচ্ছে। ইন্ডিগোর রাতের শেষ বিমান ১৮০ আসনের এয়ারবাসটি উঠিয়ে নিলে এই রুটের উভয় দিকে ১৮০ আসন করে ৩৬০টি আসন কমে যাচ্ছে। ফলে রাজ্যের বিমান যাত্রীদের এই রুটে যাতায়াতে বিমানস্বল্পতায় চরম দুর্ভোগে পড়তে হবে বলে সকলেরই আশঙ্কা। শীতের মরশুমে সকালের দিকে ও রাতের দিকে ঘন কুয়াশায় বিমান উড়ান প্রচণ্ডভাবে বিঘ্নিত হবে আশঙ্কা করে এই রুট থেকে ইন্ডিগো তিনটি বিমান তুলে নিচ্ছে বলে বিমান সংস্থা সূত্রে সংবাদ। এদিকে, আগামী উনত্রিশ অক্টোবর থেকে ইন্ডিগো আগরতলা-ডিব্রুগড়ের মধ্যে সরাসরি ৭৮ আসনের এটিআর বিমান পরিষেবা চালু করছে। বিমানটি ৬ই ২২৫ ডিব্ৰুগড় থেকে বিকাল তিনটায় রওনা হয়ে আগরতলায় পৌঁছবে ৪টা ২৫ মিনিটে। ফিরতি বিমানটি ৬ই ৫২৪ বেলা ১টা ০৫ মিনিটে ডিব্রুগড়ের উদ্দেশে রওনা হবে। ডিব্রুগড় পৌঁছবে বেলা ২টা ২০ মিনিটে। সপ্তাহে তিনদিন মঙ্গল, বৃহস্পতি ও শনিবার এই বিমান চলবে। এদিকে, বৃহস্পতিবার ইন্ডিগোর আগরতলা-দিল্লী রুটের সরাসরি ১৮০ আসনের এয়ারবাস বিমানের উড়ান সাত ঘণ্টা বিলম্ব হয়। যাত্রীরা চরম দুর্ভোগ পোহান। বেলা আড়াইটার বদলে দিল্লী থেকে বিমানটি আগরতলায় আসে রাত ৯টা ৩০ মিনিটে। বেলা তিনটার বদলে রাত দশটার বিমানটি দিল্লীর উদ্দেশে আকাশে উড়ে।

Dainik Digital

Recent Posts

কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হানা!!

অনলাইন প্রতিনিধি :-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলে পড়ল জঙ্গিরা। কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিরা এলোপাথাড়ি গুলি…

8 hours ago

রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে নীতিন সাক্ষাতে বিপ্লব!!

অনলাইন প্রতিনিধি :- জাতীয় সড়ক এনএইচ-৮ -এর ভগ্নাবস্থায় বিভিন্ন অংশ দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের…

13 hours ago

ধান উৎপাদনে দেশে ষষ্ঠ স্থানে ত্রিপুরা, জমি ফেলে রাখবেন না কৃষকদের আহ্বান রতনের!!

অনলাইন প্রতিনিধি :-গ্রাম হলো আমাদের শক্তি,কৃষক আমাদের অন্নদাতা' এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের কৃষি ক্ষেত্রকে…

13 hours ago

এবার কি ইউসিসি?

কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার। রামমন্দির প্রতিষ্ঠা।তিন তালাক প্রথা বাতিল।নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ (সিএএ)। ওয়াকফ…

13 hours ago

ধস নেমে চলাচল বন্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে!!

অনলাইন প্রতিনিধি :-প্রচন্ড বৃষ্টি ও ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন জম্মু ও কাশ্মীরের রামবান জেলা…

1 day ago

না ফেরার দেশে পোপ ফ্রান্সিস!!

অনলাইন প্রতিনিধি :-ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সোমবার মৃত্য হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।দক্ষিণ…

1 day ago