আগরতলা থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা: সুশান্ত

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || আগামী জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই আগরতলা- চট্টগ্রাম রুটে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হবে। সে সময়ই মহারাজা বীরবিক্রম বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা দেওয়া হবে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক থেকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহাকে লেখা এক চিঠিতে একথা উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা জানান।পরিবহণমন্ত্রী শ্রী চৌধুরী জানান, সম্প্রতি মুখ্যমন্ত্রী ডা. সাহা তাঁর দিল্লী সফরে রাজ্যের পরিবহণ সংক্রান্ত বিভিন্ন দাবি নিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রীর সেই দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক যে সমস্ত উদ্যোগ গ্রহণ করেছে সে বিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠির মাধ্যমে অবহিত করা হয়। মুখ্যমন্ত্রীর কাছে প্রেরিত সেই চিঠির বিভিন্ন বিষয় তুলে ধরে সাংবাদিক সম্মেলনে পরিবহণমন্ত্রী জানান, গত ২৪এপ্রিল, ২০২৩ মুখ্যমন্ত্রী ডা.সাহা কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে সাক্ষাৎ করে বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছিলেন। মুখমন্ত্রী সেই
দাবিটিকে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক গুরুত্ব সহকারে বিবেচনা করছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। দিল্লি সফরকালে মুখ্যমন্ত্রী রাজ্যে কার্গো সার্ভিস পুনরায় চালু করার দাবি জানিয়েছিলেন।সেই দাবির পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে ইণ্ডিগো বিমান পরিবহণ সংস্থা কার্গো পরিষেবা চালু করেছে। খুব শীঘ্রই অন্যান্য বিমান সংস্থাগুলিও কার্গো পরিষেবা চালু করবে বলে পরিবহণমন্ত্রী আশা ব্যক্ত করেন। পরিবহণমন্ত্রী শ্রী চৌধুরী জানান, মহারাজা বীরবিক্রম বিমানবন্দর থেকে রাত্রিকালীন বিমান পরিষেবা চালুর দাবিটি রাজ্যবাসীর দীর্ঘদিনের । সম্প্রতি দিল্লী সফরকালে মুখ্যমন্ত্রীও কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কাছে এই দাবি জানিয়েছিলেন। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক মুখ্যমন্ত্রীর এই দাবির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। পরিবহণমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী তাঁর দিল্লী সফরকালে কৈলাসহর বিমানবন্দরকে পুনরায় চালু করার দাবি জানিয়েছিলেন। সেই দাবির পরিপ্রেক্ষিতে ‘উড়ান’ প্রকল্পে দেশের ৫০ টি বিমাবন্দরের উন্নয়ন করার যে “পরিকল্পনা নেওয়া হয়েছে তার মধ্যে কৈলাসহর বিমানবন্দরও রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। পরিবহণমন্ত্রী জানান, রাজ্যের ৬ টি স্থানে হেলিপোর্ট নির্মাণের জন্যও মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নিকট দাবি জানিয়েছিলেন। এই দাবির পরিপ্রেক্ষিতে উড়ান স্কিমে } – মাতাবাড়ি, অমরপুর, নারিকেলকুঞ্জ, কনপুইতে হেলিপ্যাড স্থাপনের বিষয়টি তালিকায় রাখা হয়েছে। পরিবহণমন্ত্রী জানান, নবনির্মিত মহারাজা বীরবিক্রম — বিমানবন্দরে মহারাজা বীরবিক্রম মাণিক্যের মূর্তি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটন দপ্তর ও পরিবহণ দপ্তর এর জন্য ২৫ লক্ষ টাকা ব্যয় করবে। সম্মেলনে এছাড়াও পরিবহণ দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

Dainik Digital

Recent Posts

এআই, ফাইভ জি বিকাশে বড় সাফল্য রাজ্যে: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :- নয়াদিল্লীতে শুক্রবার 'রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টর্স সামিট ২০২৫'-এ অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ডা.…

8 hours ago

বৈদ্যুতিক ইঞ্জিনে পরীক্ষামূলক চালু হল জনশতাব্দী এক্সপ্রেস!!

অনলাইন প্রতিনিধি:- ত্রিপুরা ট্রেন চলাচলের ক্ষেত্রে এক নয়া পালক যুক্ত হয়েছে। বৈদ্যুতিক ইঞ্জিনে দূর পাল্লার…

8 hours ago

মানিকভাণ্ডার – ফটিকরায় জাতীয় সড়ক বেহাল বিপদের শঙ্কা, উদ্বেগ!!

অনলাইন প্রতিনিধি:- বর্ষার বিপদ ঘনিয়ে আসছে মানিকভান্ডার ফটিকরায় জাতীয় সড়কেও। এই পথটিও ২০৮ জাতীয় সড়কের…

8 hours ago

পদ্মাপাড়ে অন্য খেলা!

গত বছরের ৫ আগষ্ট বাংলাদেশে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে একপ্রকার জোর করে উৎখাত করার পর…

8 hours ago

রাজস্থানে গ্রেফতার ‘লুটেরা দুলহন’ সম্পতি লুট করতে ২৫ বার বিয়ে!!

অনলাইন প্রতিনিধি :-এও এক 'মধুচক্র'। একে সুন্দরী, তার উপর গরিব এবং অসহায়তার গল্প। সহজেই ফাঁদে…

1 day ago

হার্ভার্ডে বিদেশি পড়ুয়াদের ভর্তি বন্ধ!!

অনলাইন প্রতিনিধি :-নতুন নির্দেশ জারি করে হোয়াইট হাউস জানিয়ে দিল, এখন থেকে আর বিদেশি পড়ুয়া…

1 day ago