অনলাইন প্রতিনিধি :- মনোজ্ঞ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী ও হিন্ময় চক্রবর্তী মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শনিবার বিকেলে আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হলে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রধান ও সম্মানিত বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে মেয়র দীপক মজুমদার, বাংলাদেশ হাইকমিশন, সহকারী হাইকমিশনার আরিফ মোহম্মদ স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ, এমবিবি ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. সুমন্ত চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য। এ বছর হিন্ময় চক্রবর্তী অ্যাওয়ার্ড পেয়েছেন জাগরণ পত্রিকরা সম্পাদক পরিতোষ বিশ্বাস এবং চিনিখরাং নিউজ চ্যানেলের সম্পাদক রঞ্জিত দেববর্মা। বিভিন্ন ইভেন্টে পুরস্কার বিজয়ীরা হলেন, লুডোতে স্বরূপা নাহা, সুস্মিতা রায় সেন, সন্তোষ গোপ, চাইনিজ চেকারে শিষান চক্রবর্তী, মনীষা ঘোষ, সুপ্রভাত দেবনাথ, দাবায় কিরীটি দত্ত, অভিষেক চক্রবর্তী, বিকাশ ধানুকা, ক্যারম সিঙ্গলসে বিকাশ ধানুকা, সুমন ঘোষ, ভাস্কর দাস, ক্যারম ডবলসে অভিজিৎ মজুমদার ও সুমন ঘোষ, সুমিত সিংহ ও বাপন দাস, বিকাশ ধানুকা ও ভাস্কর দাস, টেবিল টেনিসে কৌশিক সমাজপতি, মণিময় রায়, সুপ্রভাত দেবনাথ, ব্যাডমিন্টনে সন্তোষ গোপ, মিল্টন ধর, কৌশিক সমাজপতি।এছাড়া ক্রিকেটে পুরুষ ও মহিলা উভয় বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স দলের প্রত্যেক খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়েছে। সম্মাননা জানানো হয়েছে টুর্নামেন্টের জাজ এবং রেফারিদেরও। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ এবং আগরতলা প্রেস ক্লাবের পরিচালন কমিটির কর্মকর্তাবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।উল্লেখ্য গত ২০ মার্চ থেকে শুরু হয়ে গেমস অ্যাণ্ড স্পোর্টস ফেস্টের সবকটি ইভেন্ট এবং আজ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে ক্লাব সম্পাদক রমাকান্ত দে।
অনলাইন প্রতিনিধি :-শুক্রবার সন্ধ্যায় পর পর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা…
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…