আগরতলা-মুম্বাই এক্সপ্রেস ধন্যবাদ পরিবহণমন্ত্রীর।

 আগরতলা-মুম্বাই এক্সপ্রেস ধন্যবাদ পরিবহণমন্ত্রীর।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি:-আগরতলা ও মুম্বাইয়ের মধ্যে দূরপাল্লার যাত্রীট্রেন চলাচলের সিদ্ধান্তকে অভিনন্দন জানান, রাজ্যের পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী।

তিনি এর জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে রাজ্য সরকারের তরফে সাধুবাদ জানান, জ্ঞাপন করেন ধন্যবাদ। পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী শনিবার দুপুরে রাজ্যের রেল সংযোগ ও ট্রেন চলাচল নিয়ে এক সাংবাদিক সম্মেলন করেন। রাজ্য মহাকরণের আয়োজিত সাংবাদিক সম্মেলনে শ্রী চৌধুরী আসন্ন দুর্গাপুজোর আগেই আগরতলা-মুম্বাই- আগরতলা ট্রেন চলাচল শুরু হয়ে যাবে বলে জানান। এই প্রসঙ্গে তিনি আগরতলা-আখাউড়া রেল সংযোগ দ্রুত স্থাপন করা নিয়েও আশা প্রকাশ করেন।
রাজ্যে পরিবহণ সচিব উত্তম কুমার চাকমা এবং দপ্তরের অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরীকে পাশে বসিয়ে করা সাংবাদিক সম্মেলনে

শ্রী চৌধুরী রেল প্রকল্পের নানা প্রসঙ্গের অবতারণা করেন।
আগরতলা স্টেশনে চলমান সিঁড়ি স্থাপন অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় রাজ্যের তিনটি রেল স্টেশন ধর্মনগর, উদয়পুর এবং কুমারঘাটের স্থান পাওয়ার কথা রয়েছে।তার বক্তব্য, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারা দেশের যোগাযোগ ব্যবস্থাকে সুদুর করতে উদ্যোগী হয়েছে। ২০১৮ পর ত্রিপুরাকে হিরা রাজারূপে গড়ে তোলার কথা বলেন প্রধানমন্ত্রী শ্রী মোদি। প্রধানমন্ত্রীর ঘোষিত হিরার উপর ভর করেই রাজ্যে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে বলে উল্লেখ করেন রাজ্যের পরিবহণমন্ত্রী। তিনি জানান, রাজ্য সরকারও উন্নত ত্রিপুরা গড়ার লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থার অঙ্গ হিসাবে রাজ্যে বর্তমানে এগারোটি এক্সপ্রেস এবং পাঁচটি ডেমু ট্রেন চলাচল করেছে।এদিনের সাংবাদিক সম্মেলনে রাজ্যের সব পরিবহণমন্ত্রী অবশ্য আগরতলা রাজধানী এক্সপ্রেসের ঘুরপথে চলাচলের সিদ্ধান্ত নিয়ে কোনও মন্তব্য করেননি।মন্তব্য করেননি রাজ্যের সব দূরপাল্লার ট্রেন লামডিং হয়ে চলাচলের কারণে অতিরিক্ত সময় নষ্ট হওয়া সম্পর্কেও।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.