এবার থেকে স্থানীয় লীগে বিদেশিহীন ফুটবলার খেলানোর ব্যাপারে ফুটবল ফেডারেশনের আকস্মিক সিদ্ধান্তে দেশের বিভিন্ন রাজ্যগুলোর পাশাপাশি আগরতলা ক্লাব লীগের বিভিন্ন দলগুলো এর পক্ষে বিপক্ষে নানা মতামত দিতে শুরু করেছে। স্থানীয় লীগে বিদেশি ফুটবলার নিষিদ্ধ করার ঘটনাকে সর্বভারতীয় ফুটবল সংস্থার (এআইএফএফ) এক যুগান্তকারী সিদ্ধান্ত বলে মুখে বললেও অনেকেই কিন্তু এর পক্ষে নয়৷ বিদেশি হীন ক্লাব লীগ ফুটবল আকর্ষণ হারাবে বলে মতামত, ধারণা অনেকের। আগরতলা-এ ডিভিশন লীগের বড় দলগুলো বিশেষ করে ফেডারেশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও মন থেকে পুরোপুরি তা মেনে নিতে পারছে না। আগরতলা এ ডিভিশন ক্লাব লীগের অন্যতম বড় দল জুয়েলস অ্যাসোসিয়েশন ফেডারেশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ঠিক তবে বিদেশিহীন ক্লাব লীগ ফুটবল যে অনেকটা আকর্ষণ হারাবে এতে তা নিয়েও কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন । জুয়েলস অ্যাসোসিয়েশনের সচিব পুরী প্রসাদ দেববর্মা জানান, ক্লাব লীগে কোনও টিমে যদি বিদেশি ফুটবলার থাকে তাহলে সেই টিমের ওয়েট স্বাভাবিকভাবেই অনেকটাই বেড়ে যায়। শুধু তাই নয়, ফুটবলপ্রেমীরাও কিন্তু তাকিয়ে থাকে কোন্ কোন্ টিমে বিদেশি ফুটবলার খেলছে। এতে দেখা যায় ফুটবলপ্রেমীরা মাঠমুখী হয়। তাদের মধ্যে ফুটবলের প্রতি টান অনেকটা বাড়ে। কেননা একজন বিদেশির স্কিল, ফিটনেস, স্ট্যাণ্ডার্ড এবং খেলার মান টিমের অন্য পাঁচজন ফুটবলারদের চেয়ে অনেকটাই ভালো। আসল ফুটবল খেলাটা তুলে ধরে এবং তারা নিজেদের পাঁয়ের যাদু দেখায়। যা ফুটবল লাভার্সদের ফুটবলের প্রতি আকর্ষণ অনেকটাই বাড়িয়ে দেয়। এই বিষয়টি অস্বীকার করা সম্ভব নয়। তবে বিদেশি ছাড়া যে ক্লাব লীগ করা সম্ভব নয়, তা সত্য নয়। জুয়েলস অ্যাসোসিয়েশনের সচিব জানান, ফুটবল ফেডারেশনের এই সিদ্ধান্তে অবশ্য ভারতীয় ফুটবল অনেকটা লাভবান হবে। স্থানীয় ফুটবলাররা খেলার সুযোগ পাবে। ভালো স্ট্রাইকার বেরিয়ে আসবে। ভারতীয় ফুটবলের উন্নতির কথা চিন্তা করেই অল ইণ্ডিয়া ফুটবল ফেডারেশন এই সিদ্ধান্ত নিয়েছে।আমরা ফেডারেশনের এই সিদ্ধান্তকে সমর্থন জানাচ্ছি। আগরতলা ক্লাব লীগের সবচাইতে বড় বাজেটের দল এগিয়ে চলো সংঘ ফেডারেশনের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে। এগিয়ে চলো সংঘের সম্পাদক সুমন্ত গুপ্ত জানান, স্থানীয় লীগে বিদেশি ফুটবলার খেলানো নিষিদ্ধ বিদেশি করার বিষয়ে ফেডারেশনের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। বিদেশিহীন ক্লাব লীগ ফুটবলের আকর্ষণ কিছুটা কমবে তবে ভারতীয় ফুটবল এতে দারুণভাবে লাভবান হবে। এতে স্থানীয় প্রতিভা উঠে আসবে। কারণ বিদেশি ফুটবলারদের ভিড়ে স্থানীয় ফুটবলারদের সুযোগ অনেকটাই কমে যাচ্ছে। বিদেশী ফুটবলার নিষিদ্ধ হলে দেশিয় ফুটবলারদের উঠে আসার সুযোগ অনেকটাই বেড়ে যাবে। দেশিয় ফুটবলারদের গুরুত্ব বাড়াতেই এই পদক্ষেপ ফুটবল ফেডারেশনের। তাই ফেডারেশনের এই সিদ্ধান্তকে আমরা সম্মান জানাচ্ছি। এদিকে আগরতলা এ ডিভিশন ক্লাব লীগের অন্যতম দুটি দল ফরোয়ার্ড ক্লাব ও লালবাহাদুর ব্যায়ামাগারও ফুটবল ফেডারেশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ফরোয়ার্ড ক্লাব সম্পাদক পার্থ সারথীগুপ্ত জানান, ক্লাব লীগ ফুটবলে বিদেশি ফুটবলার না থাকলে তেমন ক্ষতি নেয়। এতে দেশীয় ফুটবলার বেশি করে খেলার সুযোগ পাবে । স্থানীয় ফুটবলাররা লাভবান হবে এতে। কারণ স্থানীয় ফুটবলারদের তুলে আনতে না পারলে প্রকৃত অর্থে দেশের ফুটবলের কোনও উন্নতি হবে না। লালবাহাদুর ব্যায়ামাগারের সম্পাদক অমল দেববর্মা জানান, আমরা বরাবরই স্থানীয় ও বহিঃরাজ্যের ফুটবলারদের গুরুত্ব দিয়ে টিম করে থাকি। বিদেশি ফুটবলার ছাড়াও লালবাহাদুর বরাবরই ভালো টিম করছে। সাফল্য পাচ্ছে। ক্লাব লীগ ফুটবলে বিদেশিসমৃদ্ধ টিমগুলোর সাথে দারুণভাবে টেক্কা দিচ্ছে। আমরা ফেডারেশনের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এদিকে এ ডিভিশন ক্লাব দলগুলোর বক্তব্য বিদেশিহীন ক্লাব লীগ ফুটবল নিয়ে টিএফএ দ্রুত নিজেদের সিদ্ধান্ত জানালে ভালো। কারণ পরবর্তী সময় যদি দেখা যায় এবছরের জন্য বিদেশি ফুটবলারদের ক্লাব লীগ ফুটবলে খেলানোর বিষয়ে ছাড় দেওয়া হয় তবে ক্লাবগুলো সমস্যায় পড়বে।
অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…
অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…