রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামের সিন্থেটিক টার্ফ ফুটবল গ্রাউণ্ডের কাজ সম্পন্ন হলে আগষ্ট মাসেই চলতি মরশুমের খেলাধুলা শুরু করার পরিকল্পনা রয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের । নির্মাণ সংস্থার দাবি পরিবেশে ও পরিস্থিতি ঠিক থাকলে আগষ্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে উমাকান্ত মাঠের কাজ শেষ হয়ে যাবে । পুরোদমে এখন কাজ চলছে । নির্মাণ সংস্থার কাজ থেকে আশ্বাস পেয়ে , টিএফএ , এখন চলতি মরশুমের খেলাধুলা আয়োজনের জন্য যাবতীয় প্রস্তুতি শুরু করে দিচ্ছে ।
এই বিষয়ে টিএফএর সচিব অমিত চৌধুরী জানান জুলাই মাসেই ফিনান্স কমিটির বৈঠক ডাকা হবে । এতে চলতি বছরের গভর্নিং বডির বৈঠক ডেকে ঘরোয়া ক্লাব লীগ ফুটবলের খেলাধুলা সহ বিভিন্ন টুর্নামেন্টের ক্রীড়াসূচি ঠিক করে নেওয়া হবে । তিনি আরও জানান , শশধর দত্ত স্মৃতি ফুটবল এবং অনূর্ধ্ব ১৭ ননী গোপাল স্মৃতি ফুটবল এই দুটোর সাথে অনূর্ধ্ব ১৩ বয়স গ্রুপে রাজ্যভিত্তিক ফুটবল আসর করা যায় কিনা সেই চেষ্টাও করা হচ্ছে । তবে সবটা আর্থিক অবস্থার উপর নির্ভর করছে । টিএফএ এবং তার এক্সপার্ট কমিটি জুলাই মাসে আলোচনায় বসে অতিরিক্ত এই তিনটি টুর্নামেন্টের আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে ।
এর পাশাপাশি শশধর দত্ত স্মৃতি ফুটবল এবং অনুর্ধ্ব ১৭ ননীগোপাল স্মৃতি ফুটবল এই দুটো টুর্নামেন্টের আয়োজনের বিষয়ে আগাম প্রস্তুতি শুরু করে দিতে মহকুমা অ্যাসোসিয়েশন গুলোর সাথে আলোচনায় বসা হবে । রাজ্যভিত্তিক সিনিয়র মহিলা ফুটবল আসর কোন্ ফরমেটে হবে তা মহকুমাগুলোর সাথে কথা বলেই ঠিক করা হবে । রাজ্যভিত্তিক মহিলা ফুটবল আসর আন্তঃজেলা নাকি আন্তঃমহকুমা হবে সবটাই ঠিক হবে আলোচনার মধ্যে দিয়েই । সেই সাথে অনূর্ধ্ব ১৩ রাজ্যভিত্তিক ফুটবল আসর আয়োজনের বিষয় নিয়েও কথা হবে ।
কোভিড পরিস্থিতির কারণে গত দু’বছর ধরে অনূর্ধ্ব ১৪ কাজল স্মৃতি স্কুল ফুটবল আসর হচ্ছে না । এবার এই টুর্নামেন্টটি করবে বলে ঠিক করেছে টিএফএ । স্কুলগুলোক এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য খুব শীঘ্রই চিঠি দেবে টিএফএ । যদি স্কুল গুলো এই টুর্নামেন্টে খেলতে আগ্রহ না দেখায় সেই ক্ষেত্রে অনূর্ধ্ব ১৪ রাজ্যভিত্তিক ফুটবল আসর করার কথাও ভাবছে টিএফএ । সব মিলিয়ে চলতি মরশুমের ঘরোয়া ক্লাব লীগ ফুটবল সহ যাবতীয় খেলাধুলা আয়োজনের প্রস্তুতি শুরু করে দিচ্ছে টিএফএ । নির্ধারিত সময়ের মধ্যে উমাকান্ত মাঠের কাজ শেষ হলে আগষ্ট মাসেই ফুটবলের খেলাধুলা শুরু হচ্ছে ।
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ফলাফল প্রকাশ হবে মে মাসের প্রথম সপ্তাহে।একযোগে রাজ্য পর্ষদের মাধ্যমিক,…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের পর্যটন শিল্পের বিকাশে সি-প্লেন পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছে পর্যটন দপ্তর।রাজ্যের সি-প্লেন পরিষেবা…
অনলাইন প্রতিনিধি :-বর্তমান সরকারের শ্লোগান হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ। কিন্তু বাস্তবে এই শ্লোগান কতটা…
বাণিজ্য সংকট বলতে আমরা সাধারণত কী বুঝি?অথবা বাণিজ্য সংকট কাকে বলে?খুব সহজ ভাবে বলতে গেলে,…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্যপদ ৫১ হাজার ৭৮৪টি।নিয়োগ নেই।২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত…
অনলাইন প্রতিনিধি :- অনেক রাতে এমবিবি আগরতলা বিমানবন্দরে বিলম্বিত বিমান যাত্রীরা আবারও যানবাহনের অভাবে চরম…