আগষ্টে দুটি ১৮০ আসনের বিমান চালু হচ্ছে, বাড়বে সুবিধা!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি:- গ্রীষ্মকালীন বিমান সূচি গত একত্রিশ মার্চ থেকে ইন্ডিগো আগরতলা-কলকাতা রুটের উভয় দিক থেকে দুপুরের এয়ারবাসটি তুলে নেওয়ার পর এখন আবার চালু করছে। আসছে নতুন করে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানও। আগামী চার আগষ্ট থেকে ইন্ডিগো ১৮০ আসনের এই এয়ারবাসটি পুনরায় চালু করছে। বিমানটি কলকাতা থেকে ৬ ই ৬০৯৬ বেলা ১১টা ২৫ মিনিটে ছাড়বে। আগরতলায় পৌঁছবে বেলা ১২টা ২৫ মিনিটে। আগরতলা থেকে ৬ ই-৬০৯৭ নম্বর হয়ে বেলা ১২টা ৫৫ মিনিটে কলকাতার উদ্দেশে রওনা হবে। কলকাতায় পৌঁছবে ১টা ৫৫ মিনিটে। ইতিমধ্যে বিমানের টিকিট বুকিং শুরু হয়েছে। ইন্ডিগো গত পয়লা জুন থেকে সকালের দিকে এই রুটে ৭৮ আসনের একটি এটিআর বিমানও চালু করেছে। এখন প্রতিদিন ইন্ডিগোর দুটি ৭৮ আসনের এটিআর এবং ১৮০ আসনের চারটি এয়ারবাস মোট ছয়টি বিমান আগরতলা থেকে কলকাতায় যায় ও কলকাতা থেকে আগরতলায় আসে। আগামী চার জুলাই থেকে ইন্ডিগোর ১৮০ আসনের এয়ারবাসটি চালু হলে এই রুটে আরও একটি বিমান বাড়বে। বেড়ে হবে সাত। এদিকে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানও আগামী পঁচিশ আগষ্ট থেকে আগরতলায় বিমান পরিষেবা শুরু করবে। নতুন করে এয়ার ইন্ডিয়া
এক্সপ্রেসের বিমান পরিষেবা শুরু করবে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান সকালের দিকে আগরতলা-কলকাতা রুটের উভয় দিকে। ইতিমধ্যে টিকিট বুকিং ও শুরু হয়েছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান সকালের দিকে আগরতলা-কলকাতা রুটের উভয়দিকে যাতায়াত করবে। ফলে আগস্ট মাসে ইন্ডিগোর
১৮০ আসনের একটি বোয়িং চালু হলে এই রুটে রাজ্যের যাত্রীদের যাতায়াতে আরও সুবিধা বাড়বে। এয়ার ইন্ডিয়া বি উভয় দিকে যাতায়াত এক্সপ্রেস পঁচিশ আগষ্ট থেকে একটি বিমান চালু করার ঘোষণা দেওয়ায় এই রুটে এয়ার ইন্ডিয়ারও দুটি ১৮৬ আসনের এয়ারবাস চালু থাকায় যাতায়াতে সুবিধা বাড়বে। কিন্তু বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্র সংশয়ও আশংকা প্রকাশ করছে যে, রিষেবা চালু হলে আদৌ এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমান আগরতলায় পরিষেবা চালু হলে আদৌ এয়ার ইন্ডিয়ার বিমান শেষ পর্যন্ত আগরতলায় চালু থাকবে কিনা। এয়ার ইন্ডিয়ার সহযোগী বিমানসংস্থা হলো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। দুটি বিমান সংস্থার মালিক টাটা কোম্পানি।যদিও দু বছর আগেও এয়ার ইন্ডিয়া ছিল কেন্দ্রীয় সরকারের। । দুটি বিমান সংস্থার মালিক বিজেপি পরিচালনাধীন কেন্দ্রীয় সরকার দুবছর আগে বেসরকারী টাটা গোষ্ঠীর কাছে বিক্রি করে দেয়।আর এই টাটা গোষ্ঠীই বেসরকারী এয়ার এশিয়ার সব বিমান ও নতুন কিছু কিনে নিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস নামে বিমান সংস্থা চালু করেছে। বিমানবন্দরে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন দেখা দিয়েছে, একই বেসরকারী মালিকানাীন দুটি বিমান সংস্থা শেষ পর্যন্ত চালু রাখবে কি না। আগামী আগষ্ট মাসের পঁচিশ তারিখ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান চালু করার পর ধীরে ধীরে এয়ার ইন্ডিয়া চালু থাকা দুটি এয়ারবাস উঠিয়ে নিয়ে এই জায়গায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান বাড়িয়ে দিতে পারে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। যদিও এখন পর্যন্ত এষয়ে কোনও কিছু চূড়ান্ত হয়নি। শুধুমাত্র জল্পনা কল্পনার মধ্যেই বিষয়টি সীমা রয়েছে।

Dainik Digital

Recent Posts

কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হানা!!

অনলাইন প্রতিনিধি :-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলে পড়ল জঙ্গিরা। কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিরা এলোপাথাড়ি গুলি…

12 hours ago

রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে নীতিন সাক্ষাতে বিপ্লব!!

অনলাইন প্রতিনিধি :- জাতীয় সড়ক এনএইচ-৮ -এর ভগ্নাবস্থায় বিভিন্ন অংশ দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের…

16 hours ago

ধান উৎপাদনে দেশে ষষ্ঠ স্থানে ত্রিপুরা, জমি ফেলে রাখবেন না কৃষকদের আহ্বান রতনের!!

অনলাইন প্রতিনিধি :-গ্রাম হলো আমাদের শক্তি,কৃষক আমাদের অন্নদাতা' এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের কৃষি ক্ষেত্রকে…

16 hours ago

এবার কি ইউসিসি?

কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার। রামমন্দির প্রতিষ্ঠা।তিন তালাক প্রথা বাতিল।নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ (সিএএ)। ওয়াকফ…

16 hours ago

ধস নেমে চলাচল বন্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে!!

অনলাইন প্রতিনিধি :-প্রচন্ড বৃষ্টি ও ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন জম্মু ও কাশ্মীরের রামবান জেলা…

2 days ago

না ফেরার দেশে পোপ ফ্রান্সিস!!

অনলাইন প্রতিনিধি :-ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সোমবার মৃত্য হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।দক্ষিণ…

2 days ago