আগামী এক দেড় মাসের মধ্যেই রাজ্যে আসবেন সৌরভ গাঙ্গুলী : সুশান্ত।
অনলাইন প্রতিনিধি || সব ঠিকঠাক থাকলে আগামী এক থেকে দেড় মাসের মধ্যেই রাজ্যে আসবেন ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলী। বুধবার মহাকরণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।তিনি বলেন, যাবতীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, আগামী এক মাসের মধ্যেই কাজ শেষ করা যাবে।এরপরই সৌরভ গাঙ্গুলী রাজ্যে আসবেন।উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার প্রস্তাব দেওয়া হয়েছে।এই প্রস্তাব নিয়ে সম্প্রতি পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং পর্যটন দপ্তরের আধিকারিকরা কলকাতা গিয়ে সৌরভ গাঙ্গুলীর সাথে এ ব্যাপারে বিস্তারিত কথা বলেছেন।সৌরভ গাঙ্গুলীও প্রস্তাবে রাজি হয়েছে।এখন চুক্তির কাগজপত্র তৈরির কাজ শুরু করা হয়েছে।এই প্রস্তাব প্রকাশ্যে আসার পর সৌরভ গাঙ্গুলীকে নিয়ে বহু রাজনীতি উত্তাল হয়ে উঠে।এরপর সৌরভ গাঙ্গুলীও মোক্ষম জবাব দিয়েছেন।এরপরই তাকে নিয়ে রাজনীতিতে লাগাম পড়ে।