আগামী দুই বছরে পর্যটনকে বিশেষ স্থানে নিয়ে যাবো: সুশান্ত!!

 আগামী দুই বছরে পর্যটনকে বিশেষ স্থানে নিয়ে যাবো: সুশান্ত!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজ্যে
পর্যটন বিকাশে আরও একটি বড় প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে।উদয়পুরের বনদোয়ারে ৫১ শক্তিপীঠের রেপ্লিকা নির্মাণ প্রকল্পে ভারত সরকারে পর্যটন মন্ত্রক রাজ্যকে ৯৭ কোটি ৭০ লক্ষ টাকা মঞ্জুরি দিয়েছে।খুব শীঘ্রই এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।আশা করা হচ্ছে,আগামী দুই-তিন বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে।উদয়পুরের মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির ৫১ শক্তিপীঠের অন্যতম শক্তি পীঠ।সারা বছরই মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে দেশ বিদেশ থেকে বহু মানুষ দর্শনে আসেন।মাতা ত্রিপুরা সুন্দরী
মন্দির থেকে সামান্য দূরেই অবস্থিত বনদোয়ার।এই প্রকল্প বাস্তবায়িত হলে মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরের পাশাপাশি বনদোয়ার হয়ে উঠবে পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু।শুধু তাই নয়,এই নতুন প্রকল্পকে কেন্দ্র করে বনদোয়ার এলাকার সার্বিক উন্নয়ন যেমন ঘটবে, তেমনি কর্মসংস্থান, রোজগারের পথও খুলবে। গড়ে উঠবে হোটেল, ব্যবসায়িক প্রতিষ্ঠান।উন্নতি হবে যোগাযোগ ব্যবস্থার। উল্লেখ্য,বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রথম বিজেপি সরকারের আমলে পর্যটন বিকাশে এই প্রকল্প নিয়ে আলোচনা হয়। পরবর্তীকালে রাজ্য সরকারের পক্ষে বর্তমান রাজ্য পর্যটন মন্ত্রী আন্তরিক উদ্যোগ গ্রহণ করেন।কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের সাথে প্রতিনিয়ত প্রয়াস জারি রেখে এবং মন্ত্রকের নির্দেশে আইকনিক প্রজেক্ট হিসাবে রাজ্যের তিনটি প্রকল্পের ডিপিআর তৈরি করে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকে পাঠান।এই তিনটি আইকনিক প্রজেক্ট হলো বনদোয়ারে ৫১ শক্তিপীঠের রেপ্লিকা, নীরমহল নিয়ে একটি প্রজেক্ট এবং বেণুবন বিহার নিয়ে আরেকটি প্রজেক্ট।সবদিক বিচার বিশ্লেষণ করে ভারত সরকারের পর্যটন মন্ত্রক বনদোয়ার ৫১ শক্তিপীঠ রেপ্লিকা প্রজেক্টটি আইকনিক প্রজেক্ট হিসাবে অনুমোদন দিয়েছে এবং ৯৭ কোটি ৭০ লক্ষ টাকার আর্থিক মঞ্জুরি দিয়েছে। জানা গেছে,ভারত সরকারের পর্যটন মন্ত্রক দেশের ২৩ টি রাজ্যে মোট ৪০টি আইকনিক প্রজেক্টের অনুমোদন দিয়েছে।এর জন্য প্রথম ধাপে অর্থ মঞ্জুরি দিয়েছে মোট ৩,২৯৫ কোটি ৭৬ লক্ষ টাকা। এই ৪০টি আইকনিক প্রজেক্টের মধ্যে ৫১ শক্তিপীঠ রেপ্লিকা প্রজেক্ট একটি। শক্তিপীঠ হলো হিন্দুধর্মের পবিত্রতম তীর্থস্থানগুলির অন্যতম। হিন্দুশাস্ত্র মতে শক্তিপীঠ নামাঙ্কিত তীর্থ স্থান গুলিতে দেবী সতীর দেহের ৫১ টি নানান অঙ্গ প্রস্তরীভূত অবস্থায় রক্ষিত আছে। বিশ্বের নানা জায়গায় ছড়িয়ে আছে এই ৫১ টি শক্তিপীঠ। এই ৫১ টি শক্তিপীঠের রূপ, মন্দিরের আকার আকৃতি ভিন্ন ভিন্ন।অধিকাংশ শ্রদ্ধালু মানুষের পক্ষে ৫১ টি শক্তিপীঠ দর্শন করা সম্ভব হয় না।এবার উদয়পুর মাতাবাড়ির সন্নিকটে বনদোয়ারে গড়ে উঠবে একসাথে ৫১ শক্তিপীঠের রেপি লকা।অর্থাৎ এক জায়গায় ৫১ টি শক্তিপীঠ দর্শনের সুযোগ।এই বিষয়ে রাজ্য পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,পর্যটনে আগামী দুই বছরের মধ্যে রাজ্যকে বিশেষ জায়গায় নিয়ে যাওয়ার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।সেই দিশাতেই কাজ করে যাচ্ছি।বনদোয়ার ৫১ শক্তিপীঠ রেপ্লিকা একট আইকনিক প্রজেক্ট।এই প্রকল্প অনুমোদনের জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারত সরকারের পর্যটন মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.