আগামী পাঁচ বছরে তিন শহরে হবে স্যাটেলাইট টাউন : মুখ্যমন্ত্রী।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- শহর এলাকার উন্নয়নে রাজ্য সরকার কতটা আন্তরিক তার প্রতিফলন রয়েছে ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে। নগরায়নের ক্রমবর্ধমান চাহিদাকে মেটাতে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন ডেভেলপমেন্ট স্কিম নামে নতুন একটি প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে।এই প্রকল্প আগামী ৫ বছরে ৫০০ কোটি টাকা ব্যয়ে আগরতলা, উদয়পুর এবং ধর্মনগরে স্যাটেলাইট টাউন গড়ে তোলা হবে।এই প্রকল্পের প্রাথমিক কাজের জন্য চলতি অর্থবছরের বাজেটে ১০কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা শহর এবং রাজ্যের অন্যান্য শহরগুলোতে সুয়েরিজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের জন্য এবারের বাজেটে ৫০ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। পর্যটকদের আকর্ষিত করতে এবং বাণিজ্যিক কার্যকলাপ বৃদ্ধির লক্ষ্যে কৈলাসহরে ১০ কোটি টাকা ব্যয়ে বাণিজ্যিক সুবিধা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও রাজ্যের ১৯ টি বিভিন্ন শহরে ৮ কোটি ৪৫ লক্ষ টাকা ব্যয়ে সোলার হাইমাস্ট লাইটিং সিস্টেম স্থাপন করা হবে। সোমবার ভট্টপুকুরস্থিত আপনজন ক্লাব প্রাঙ্গণে অমরুত ২.০ প্রকল্পের অধীন ৪৭ টি ডিপ টিউবওয়েলের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা একথা বলেন। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ৩১ টি আয়রন রিমোভাল প্ল্যান্ট, ২৫৮ কিমি পানীয় জলের পাইপলাইন সম্প্রসারণ এবং ১৬ হাজার ২২৪টি পরিবারে টেপের মাধ্যমে পানীয় জলের সংযোগ প্রদানেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, পুর নিগম এলাকার ২৬টি ওয়ার্ডে বিশুদ্ধ পানীয় জলের সুবন্দোবস্ত করা হবে। বাকি ওয়ার্ডগুলিতে ইতিমধ্যেই পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছানোর কাজ শেষ হয়ে গেছে। আগরতলা পুর নিগম এলাকার প্রায় ৬৪শতাংশ বাড়িতে পানীয় জলের সংযোগ “প্রদানের কাজ করেছে পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তর। অমরুত ২.০ প্রকল্প রূপায়ণের কাজ শেষ হলে তা ৭২শতাংশে পৌঁছাবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, জল মানুষের জীবনধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই জলের অপচয় রোধে সকলকেই সচেতন থাকতে হবে। আগরতলা পুর নিগম সহ বিভিন্ন পুর সংস্থা ও নগর পঞ্চায়েতগুলো নাগরিকদের মৌলিক পরিষেবা প্রদানে সফলতার সঙ্গে কাজ করছে। ২০২২-২৩ অর্থবছরে প্রধানমন্ত্রী আবাস যোজনা (আরবান) প্রকল্প রূপায়ণে অসাধারণ সাফল্যের জন্য ত্রিপুরা রাজ্য উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে বেস্ট পারফরমিং স্টেট হিসেবে পুরস্কৃত হয়েছে। স্বচ্ছ সর্বেক্ষণ সার্ভে ২০২২ অনুসারে ছোট রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরাকে সবচেয়ে স্বচ্ছ রাজ্য হিসেবে দেশের রাষ্ট্রপতি পুরস্কৃত করেছেন। ইন্ডিয়ান স্বচ্ছতা লীগ-এর অধীনে স্পেশাল মেনশণ ৩ লক্ষ থেকে ১০ লক্ষ ক্যাটাগরিতে আগরতলা পুর নিগমকে পুরস্কৃত করা হয়েছে।মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সমস্ত জনগণের মৌলিক চাহিদাগুলি পূরণে বর্তমান রাজ্য সরকার আন্তরিক। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের পুর নিগমগুলোর পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে এবারের বাজেটে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প নামে নতুন একটি প্রকল্পের ঘোষণা দেওয়া হয়েছে।এই প্রকল্পে আগামী ৫ বছরে টুয়েপ-কে অন্তর্ভুক্ত করে ১৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এছাড়াও ৩ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে কমলপুর নগর পঞ্চায়েতের নতুন অফিস বিল্ডিংও নির্মাণ করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার একটি জনকল্যাণমুখী সরকার।আর তা কাজের মাধ্যমেই প্রমাণিত হচ্ছে।অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন,আগরতলা শহরের সৌন্দর্যায়ন থেকে শুরু করে নিকাশী ব্যবস্থা ও বিশুদ্ধ পানীয় জল পৌঁছানোর ক্ষেত্রে আগরতলা পুর নিগম গুরুত্বসহকারে কাজ করছে। শহর এলাকার প্রতিটি নাগরিককে মৌলিক পরিষেবা প্রদান করাই হচ্ছে আগরতলা পুর নিগমের অন্যতম লক্ষ্য। অমরুত ২.০ প্রকল্পটির সফল রূপায়ণ হলে আগরতলা পুর নিগম এলাকার প্রতিটি পরিবারে বিশুদ্ধ পানীয় জল পৌঁছানো সম্ভব হবে। স্বাগত বক্তব্যে নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা রজত পন্থ বলেন, অমরুত ২.০ প্রকল্পের অধীনে পুর নিগম এলাকার বিভিন্ন ওয়ার্ডে ৪৭ টি ডিপটিউবওয়েল, ৩১ টি আয়রন রিমোভাল প্ল্যান্ট, ২৫৮ কিমি পানীয় জলের পাইপলাইন সম্প্রসারণ সহ ১৬ হাজার ২২৪ টি পরিবারের টোপের মাধ্যমে পানীয় জলের সংযোগ প্রদান করা হবে। এই প্রকল্পটি রূপায়ণে ১১৬ কোটি টাকা ব্যয় করা হবে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং ও মুখ্য বাস্তুকার শ্যামলাল ভৌমিক।

Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

4 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

4 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

4 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

4 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

1 day ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

1 day ago