আগামী বছর থেকে প্রাথমিকে চালু হবে জাতীয় শিক্ষানীতি

 আগামী বছর থেকে প্রাথমিকে চালু হবে জাতীয় শিক্ষানীতি
এই খবর শেয়ার করুন (Share this news)

নানা কর্মসূচির মাধ্যমে সোমবার সারা রাজ্যজুড়ে পালিত হলো ৬১ তম শিক্ষক দিবস । এ বছর রাজ্যভিত্তিক শিক্ষক দিবসের মূল অনুষ্ঠানটি হয় মহারাজা বীরবিক্রম কলেজের রবীন্দ্র হলে । অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যসচিব জে কে সিন্হা , ত্রিপুরা উচ্চশিক্ষা পর্ষদের চেয়ারম্যান ড . অরুণোদয় সাহা , শিক্ষা দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী , বুনিয়াদি শিক্ষা দপ্তরের অধিকর্তা চাঁদনি চন্দ্রন , উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা সহ বিশিষ্টজনেরা । এ বছর শিক্ষক দিবসে শিক্ষকতা থেকে শুরু করে সামাজিক ও অন্যান্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মোট ৪৬ জনকে পুরষ্কৃত করে সম্মান জানানো হয় । এরমধ্যে অধিকাংশই বিভিন্ন স্তরের শিক্ষক – শিক্ষিকা । যারা শিক্ষার আলোকে ছাত্রছাত্রীদের মধ্যে প্রসারিত করতে বিশেষ অবদান রেখেছেন । এ বছর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মানে ভূষিত করা হয়েছে অবসরপ্রাপ্ত শিক্ষক মৌলী ভূষণ ভট্টাচার্যকে । মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য সম্মান পেয়েছেন মতিলাল কলই । মহারাণী তুলসীবতী সম্মান প্রদান করা হয় ড . মিলন রাণী জমাতিয়াকে । এ বছর ড . শ্যামাপ্রসাদ মুখার্জী সম্মান প্রদান করা হয় দুইজনকে । এদের একজন হলেন রাজ্যের বিশিষ্ট সমাজসেবী ও প্রাক্তন শিক্ষক এবং বর্তমান আইনজীবী সঞ্জয় পাল। অন্যজন অধ্যাপক্ষ ড . কল্যাণ চন্দ্ৰ দীঘল । এছাড়াও এদিন বিভিন্ন স্তরে রাজ্যের একচল্লিশজন শিক্ষক- শিক্ষিকাকে সম্মান জানানো হয় । রাজ্যভিত্তিক ৬১ তম শিক্ষক দিবসের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন , আগামী বছর থেকে রাজ্যে প্রাথমিকস্তরে নতুন জাতীয় শিক্ষানীতি চালু হবে । বর্তমানে বিশ্ববিদ্যালয় স্তরে তা চালু রয়েছে । শিক্ষাব্যবস্থায় নতুন শিক্ষানীতি লাগু করা শিক্ষকদের কাছেও একটি চ্যালেঞ্জের বিষয় হয়ে উঠবে ।

এই ক্ষেত্রে শিক্ষকসমাজকে রাজ্যের ছাত্রছাত্রীদের কল্যাণে মনপ্রাণ ঢেলে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী । নেলসন ম্যাণ্ডেলাকে উদ্ধৃত করে শিক্ষামন্ত্রী বলেন , শিক্ষাই একমাত্র অস্ত্র যা দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব । নেলসন ম্যাণ্ডেলার এই বক্তব্যকে পাথেয় করেই শিক্ষার প্রসারে আমাদের সকলের এগিয়ে যেতে হবে । আত্মনির্ভর ত্রিপুরা গড়তে গেলে আগামী প্রজন্মের চারিত্রিক গঠনের দিকে শিক্ষককুলকে আরও বেশি করে মনোযোগী হতে হবে । অনুষ্ঠানে অতিথিরা শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা সমাচার নামে একটি স্মরণিকারও আবরণ উন্মোচন করেন । এদিন , এডিসির উদ্যোগেও ৬১ তম শিক্ষক দিবস পালন করা হয় খুমুলুঙের নুউই হলে । অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষা বিভাগের নির্বাহী সদ্যস চিত্তরঞ্জন দেববর্মা । উপস্থিত ছিলেন এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা সহ অন্যরা । অনুষ্ঠানে ২৫ জন শিক্ষক শিক্ষিকাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় । বিলোনীয়া প্রতিনিধির সংযোজন : দক্ষিণ জেলা পর্যায়ে ৬১ তম শিক্ষক দিবস সোমবার বিলোনীয়ায় উদযাপিত হয় । স্থানীয় পুরাতন টাউন হলে বিলোনীয়া পুর পরিষদ ও বিলোনীয়া এগ্‌জিমিনেশন বোর্ড এরিয়ার উদ্যোগে এই অনুষ্ঠান করা হয় । অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক । তিনি অনুষ্ঠান মঞ্চে ড . সর্বপল্লী রাধাকৃষ্ণর প্রতিকৃতিতে মাল্যদান করেন । অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইগনো আগরতলা আঞ্চলিক অধিকর্তা ড . অরবিন্দ মাহাতো , বিলোনীয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ , ভারতচন্দ্র নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস , গৌতম সরকার সহ আরও অন্যরা । দিনটির তাৎপর্য নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন ড . অরবিন্দ মাহাতো । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এই অনুষ্ঠানের আহ্বায়ক বিদ্যালয় পরিদর্শক মৃদুল চৌধুরী । বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানে । এদিন দক্ষিণ জেলা থেকে মোট ৭৫ জন অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক শিক্ষিকাকে সংবর্ধনা জানানো হয় । শিক্ষক দিবস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ননীগোপাল চক্রবর্তী । কল্যাণপুর প্রতিনিধির সংযোজন : সোমবার কল্যাণপুর লোটাস কমিউনিটি হলে কল্যাণপুর শিক্ষা দপ্তরের উদ্যোগে ৬১ তম শিক্ষক দিবস উদযাপন করা হয় নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে । অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী । ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন অতিথি সহ শিক্ষক শিক্ষিকারা । মঞ্চে ছিলেন প্রাক্তন শিক্ষক কানাই শীল , কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা অঞ্জনা দেববর্মা , কল্যাণপুর শিক্ষা দপ্তরের আধিকারিক বিমল দেববর্মা , পূর্ণেন্দু ভট্টাচার্য , তাপস দেবরায় সহ অন্যজনেরা । অনুষ্ঠানের মধ্য দিয়ে গত এক বছরের মধ্যে কল্যাণপুর এলাকার বিভিন্ন স্কুল থেকে অবসরে যাওয়া ৩১ জন শিক্ষক শিক্ষিকাকে সংবর্ধনা জানানো হয় । কাঞ্চনপুর প্রতিনিধির সংযোজন : সোমবার কাঞ্চনপুর টাউন হলে এডিসি শিক্ষা দপ্তরের উদ্যোগে ৬১ তম শিক্ষক দিবস উদযাপন করা হয় নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে । প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন লালজুরি বিএসির ভাইস চেয়ারম্যান হেমন্ত চাকমা । ঘটা করে অনুষ্ঠান শেষ হওয়ার পর সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতির স্থান হলো ভাঙাচোরা জিনিস বোঝাই ঠেলা গাড়ির মধ্যে । এই দৃশ্য দেখে কাঞ্চনপুর এলাকার শিক্ষিত মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে । এদিকে স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা মিশন কলেজে ৬১ তম শিক্ষক দিবস উদযাপন করা হয় । এই অনুষ্ঠানে উচ্চশিক্ষা অধিকর্তা এন সি শর্মা , কলেজের অধিকর্তা সুজিত রায় , প্রিন্সিপাল ড . দিলীপ নাথ , ড . অপরাজিতা মোদক প্রমুখ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে অধ্যাপক রবীন্দ্রনাথ দাসশাস্ত্রী , অধ্যাপিকা গীতাপ্রিয়া ভট্টাচার্যকে সংবর্ধনা প্রদান করা হয় ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.