আগুন ব্রহ্মপুত্র এক্সপ্রেসে!!

অনলাইন প্রতিনিধি :-অকস্মাৎ আগুন লাগল কাছাড় জেলায় বরাক ব্রহ্মপুত্র এক্সপ্রেসে। আগুনের সুত্রপাত ট্রেনের চাকা থেকে। সেই আগুন ছড়িয়ে পড়ে স্লিপার কোচে। আগুন দেখতে পেয়েই ব্যাপক উত্তেজনা ছড়ায় যাত্রীদের মধ্যে। মাঝ রাস্তায় থামানো হয় ট্রেন। দীর্ঘ প্রায় ৪৫ মিনিটের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। জানা গিয়েছে, শিলং থেকে তিনসুকিয়া যাচ্ছিল ট্রেনটি। বিহারা রেলস্টেশনে পৌঁছতেই হঠাৎ ট্রেনের চাকা থেকে আগুনের ফুলকি বেরতে দেখা যায়। এরপরে আগুন নিমেষে স্লিপার ক্লাস কোচে ছড়িয়ে পড়ে।তবে বরাতজুড়ে একটি কোচেই আগুন লেগেছিল। আতঙ্কে প্রচুর যাত্রী ট্রেন থেকে নেমে পড়েন। যাত্রীরা আতঙ্কে চিৎকার করতেই ছুটে আসে রেলওয়ে পুলিশ ও স্টেশনের রেলকর্মীরা। তারাই আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ৪৫ মিনিট স্টেশনে দাঁড়িয়েছিল।