Categories: দেশ

আচমকাই ভিড় বিমানে!

এই খবর শেয়ার করুন (Share this news)

ভোট মিটে যেতেই গত শুক্রবার থেকে সোমবার – এই চারদিন বিমানে যে আচমকা অস্বাভাবিক যাত্রীভিড় দেখা দিয়েছে, তাতে বিমান টিকিটের প্রচণ্ড সংকট দেখা দিয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ায় বহিঃরাজ্য থেকে আগত নির্বাচনি অবজার্ভার, নিরাপত্তা অফিসার, ছাত্র ছাত্রী, অন্যরা ফিরে যেতেই বিমানে সাময়িক ভিড় দেখা দিয়েছে। তবে আগামী সোমবারের পর আগরতলা থেকে কলকাতাগামী বিমানে যাত্রী ভিড় নেই। সোমবারের পরই আগরতলা থেকে কলকাতাগামী বিমানের টিকিটের কোনও সংকট নেই। যাত্রীভাড়াও সোমবারের পর অনেকটাই নাগালের মধ্যে চলে আসছে। এমনটাবিমানের টিকিট বুকিং সিস্টেমে দেখা যাচ্ছে। শনিবার যারা বিমানে কলকাতায় যেতে মঙ্গলবারের জন্য দেব টিকিট নিয়েছেন তারা ৩,৭০০ টাকা থেকে ৪,২০০ টাকার মধ্যে টিকিট পেয়েছেন। বুধবারের জন্যও এই ধরনের ভাড়া নেওয়া হচ্ছে। তারপরের দিনগুলির জন্য টিকিট ভার নিলে ভাড়াও কম পড়ছে। টিকিটেরও কোনও সংকট নেই। এদিকে বিমান সংস্থা ও আগরতলা এমবিবি বিমানবন্দর সূত্রে জানা গেছে, ভোটের পরদিন ৭ ফেব্রুয়ারী থেকে বিমানে শুধুমাত্র আগরতলা থেকে কলকাতায় যেতে আচমকা বিমান টিকিট সংকট ও অস্বাভাবিক ভাড়া দাঁড়িয়ে যায়। আচমকা প্রচণ্ড যাত্রীভিড় দেখা দেওয়ার কারণ হিসাবে জানানো হয়েছে, ভোটের কাজে বহিঃরাজ্য থেকে যেসব সরকারী অফিসার অবজার্ভার হিসাবে দায়িত্ব পালন করেছেন, নিরাপত্তা বাহিনীর অফিসাররা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর বহিঃরাজ্যে নিজ নিজ জায়গায় আবার ফিরতে শুরু করেছেন। তাছাড়াও বহিঃরাজ্যে পাঠরত যে সব ছাত্র ছাত্রী ভোট দেওয়ার জন্য আসেন তারাও ফিরতে শুরু করেছেন। তাছাড়াও রাজ্যের বাসিন্দা বহিঃরাজ্যে যেসব মানুষ সরকারী, বেসরকারী পদে চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন তারাও অনেকে ভোট দিতে বাড়িতে আসেন। তারা এখন ভোটদানের পর বহিঃরাজ্যে নিজ নিজ জায়গায় ফিরে যাচ্ছেন বলে বিমানে প্রচণ্ড ভিড় দেখা দিয়েছে। গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত সেই কারণে কলকাতায় যেতে বিমানে প্রচণ্ড ভিড় দেখা দিয়েছে। টিকিট সংকটের কারণে বিমান সংস্থা (ইন্ডিগো, এয়ার ইণ্ডিয়া ফ্লাইবিগ) গুলি সুযোগ বুঝে টিকিটের মূল্যও আচমকা বাড়িয়ে দিয়ে আকাশ ছোঁয়ায় নিয়ে গেছে। শনিবার রাতে জানা গেছে, আগরতলা থেকে কলকাতায় যাওয়ার কোনও বিমানেই টিকিট নেই। শনিবার সকালে রবিবারের জন্য অবশিষ্ট কয়েকটি টিকিট বিক্রি হয়েছে বারো হাজার টাকা থেকে ষোল হাজার টাকায়। তবে কলকাতা থেকে আসতে বিমানে কোন যাত্রীভিড় নেই। টিকিটের মূল্যও অস্বাভাবিক নয়। এদিকে বিমান সংস্থা ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহেও বিমানে কোনও ভিড় নেই। আগামী ১ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত বিমানে কোনও ভিড় না থাকায় আগরতলা থেকে হয়ে কলকাতায় যেতে খুব কম মূল্যের টিকিট পড়ে রয়েছে। এখন টিকিট নিলে ২৭০০ টাকায় টিকিট পাওয়া যাচ্ছে। আগামী ১ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত সময়ে আগরতলা থেকে কলকাতা যেতে বিমানে বহু মানুষ টিকিট নেওয়ায় বিমানে ভিড় বেড়েছে বলে কোনও একটি মহল থেকে যে প্রচার চালানো হচ্ছে বিমান সংস্থাগুলির আগরতলার সংশ্লিষ্টরা জানিয়েছেন তা ঠিক নয়। ১ মার্চ এমনকী তার পরের অন দিনগুলির জন্যও বিমানের টিকিট এখন পর্যন্ত অবিক্রিত অবস্থায় পড়ে রয়েছে। কোনও যাত্রী ভিড় নেই। কম মূল্যের টিকিট রয়েছে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

21 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

21 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

22 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

22 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

23 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

23 hours ago