আচমকা অবরোধে দুর্ভোগ চরমে!!

 আচমকা অবরোধে দুর্ভোগ চরমে!!
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন, অমরপুর।। বলা নেই কওয়া নেই, হঠাৎ করেই মঙ্গলবার সকাল আটটা থেকে অমরপুর- নুতন বাজার ও অমরপুর- গন্ডাছড়া যাতায়াতের রাস্তার তেমুহনীতে তথা থালছড়া বাজারে পথ অবরোধ করে জনগন। আঠারোটি ভিলেজের যোগাযোগের রাস্তা সংস্কার, পানীয়জল সরবরাহ, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সহ বিভিন্ন দাবিতে পথ অবরোধ শুরু করে ডালাক, পাহাপুর,দলুমা সহ বিভিন্ন ভিলেজের বাসিন্দারা।

রাজনৈতিক লাভালাভের লক্ষ্যে ১৮ টি ভিলেজের গ্রামবাসীদের আড়ালে তিপ্রামথা নেতৃত্বের প্রত্যক্ষ ইন্ধনেই ওই পথ অবরোধ বলে স্থানীয় শাসকদলের নেতৃত্বের অভিযোগ। একই অভিমত পুলিশের গোয়েন্দাদেরও।
 এদিকে, হঠাৎ করে পথ অবরোধের ফলে তিন দিকে রাস্তায় যাত্রীবাহী যানবাহন সহ প্রচুর যানবাহন আটকা পরে যায়।

যানবাহন চালক ও যাত্রী সাধারণের দুর্ভোগ চরমে উঠে। খবর পেয়ে এডিএম অসিত কুমার দাস, বিডিও সহ মহকুমার বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা থালছড়ার অবরোধ স্থলে পৌছান। অবরোধ কারীদের সাথে দফায় দফায় দীর্ঘ আলোচনার পর এডিএমের মৌখিক প্রতিশ্রুতির আশ্বাসে দুপুর সাড়ে বারোটা নাগাদ অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হতেও প্রচুর সময় লাগে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.