দৈনিক সংবাদ অনলাইন, অমরপুর।। বলা নেই কওয়া নেই, হঠাৎ করেই মঙ্গলবার সকাল আটটা থেকে অমরপুর- নুতন বাজার ও অমরপুর- গন্ডাছড়া যাতায়াতের রাস্তার তেমুহনীতে তথা থালছড়া বাজারে পথ অবরোধ করে জনগন। আঠারোটি ভিলেজের যোগাযোগের রাস্তা সংস্কার, পানীয়জল সরবরাহ, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সহ বিভিন্ন দাবিতে পথ অবরোধ শুরু করে ডালাক, পাহাপুর,দলুমা সহ বিভিন্ন ভিলেজের বাসিন্দারা।
রাজনৈতিক লাভালাভের লক্ষ্যে ১৮ টি ভিলেজের গ্রামবাসীদের আড়ালে তিপ্রামথা নেতৃত্বের প্রত্যক্ষ ইন্ধনেই ওই পথ অবরোধ বলে স্থানীয় শাসকদলের নেতৃত্বের অভিযোগ। একই অভিমত পুলিশের গোয়েন্দাদেরও।
এদিকে, হঠাৎ করে পথ অবরোধের ফলে তিন দিকে রাস্তায় যাত্রীবাহী যানবাহন সহ প্রচুর যানবাহন আটকা পরে যায়।
যানবাহন চালক ও যাত্রী সাধারণের দুর্ভোগ চরমে উঠে। খবর পেয়ে এডিএম অসিত কুমার দাস, বিডিও সহ মহকুমার বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা থালছড়ার অবরোধ স্থলে পৌছান। অবরোধ কারীদের সাথে দফায় দফায় দীর্ঘ আলোচনার পর এডিএমের মৌখিক প্রতিশ্রুতির আশ্বাসে দুপুর সাড়ে বারোটা নাগাদ অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হতেও প্রচুর সময় লাগে।
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…