আজও মানুষের হৃদয়ে দিলীপ!!!

 আজও মানুষের হৃদয়ে দিলীপ!!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-প্রয়াত জননেতা প্রাক্তন বিধায়ক দিলীপ সরকারের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় সোমবার। এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, এলাকার বিধায়িকা তথা দিলীপ সরকারের ছোট বোন, মিনারানী সরকার সহ উনার অগণিত গুণমুগ্ধরা। প্রত্যেকেই প্রয়াত প্রাক্তন বিধায়ক দিলীপ সরকারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

পাশাপাশি এই অনুষ্ঠানকে ঘিরে এক স্বেচ্ছা রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী সেই রক্তদান শিবির ঘুরে দেখেন।
বাধারঘাট এলাকার পাঁচ বারের বিধায়ক প্রয়াত দিলীপ সরকারের স্মৃতিচারণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, প্রয়াত দিলীপ সরকার ছিলেন সংগঠনের বাইরে গিয়ে আলাদা পরিচিতি তৈরি করা এক জননেতা। তিনি এলাকায় উনার মত করে সংগঠন তৈরি করেছিলেন। যিনি নিজের জায়গা বিক্রি করে দিয়েও মানুষের সেবা করে গেছেন। রাজ্যে এমন কোন ব্যক্তি নেই যিনি দিলীপ সরকারের নাম শোনেননি। একজন জননেতা হতে যে যে গুনাবলী দরকার, তার সবই ছিল দিলীপ সরকারের মধ্যে। তিনি যে সত্যিই জননেতা ছিলেন তা আজ উনার পঞ্চম মৃত্যুবার্ষিকীতেও জনসমাগম দেখে বুঝা যায়। মানুষের হৃদয়ে আজও রয়ে গেছেন দিলীপ সরকার।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.