Categories: দেশ

আজ অধ্যক্ষ নির্বাচন, কাল আস্থাভোট

এই খবর শেয়ার করুন (Share this news)

মহারাষ্ট্রে শিবসেনা বিদ্রোহী গোষ্ঠীর সাথে বিজেপি জোট সরকার গড়ার প্রক্রিয়ার মধ্যেই বহিষ্কারের খেলাও অব্যাহত রয়েছে । শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে গত ত্রিশ জুন বিদ্রোহী গোষ্ঠীর নেতা একনাথ শিন্ডেকে দল বহিষ্কারের কথা চিঠি দিয়ে জানিয়ে দেন । উদ্ধব ঠাকরে শিবির দাবি করছে মহারাষ্ট্রে একনাথ শিন্ডে নেতৃত্বাধীন গোষ্ঠী শিবসেনা নয় । অর্থাৎ এবার শিবনেতার কর্তৃত্ব নিয়েই লড়াই শুরু হলো রাজ্যে । যদিও একনাথ শিন্ডে বলেছেন , তাকে যে বহিষ্কার করা হয়েছে এর বিরুদ্ধে যথোপযুক্ত ফোরামে তিনি এর বিহিত চাইবেন ।

বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র বিধায়ক দীপক কেসরকর শনিবার একথা জানান । এদিকে আগামীকাল স্পীকার নিয়ে ভোটাভুটি হবে । স্পীকার নির্বাচন নিয়ে ইতমধ্যেই রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে উদ্ধব ঠাকরে শিবির । উল্লেখ্য , গত ২৯ জুন মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন উদ্ধব ঠাকরে । পরদিন অর্থাৎ ৩০ জুন নয়া মুখ্যমন্ত্রী পদে শপথ নেন একনাথ শিন্ডে । উপমুখ্যমন্ত্রী হন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ । শিবসেনার সিংহভাগ বিধায়ক বর্তমানে একনাথ শিন্ডের সাথে রয়েছে । তারা মহাবিকাশ আগাদি জোট থেকে বেরিয়ে গিয়ে শিন্ডের হাত ধরেন ।

এদিকে একনাথ শিন্ডে শিবির দাবি করছে যে তারা উদ্ধব ঠাকরের কোনও বিবৃতির প্রতিক্রিয়া দেবেন না । তবে যে চিঠিতে একনাথ শিন্ডেকে বহিষ্কার করা হয়েছে এর জবাব অবশ্যই দেওয়া হবে বলে জানানো হয়েছে । এদিকে , আগামীকাল স্পীকার নির্বাচনের পর চার জুলাই বিধানসভায় গরিষ্ঠতা প্রমাণ করতে হবে একনাথ শিন্ডেকে । এক্ষেত্রে একনাথ শিন্ডের পেছনে তার পঞ্চাশজনের মতো বিধায়ক এবং বিজেপির ১০৬ জন বিধায়কের সমর্থন রয়েছে বলে দাবি করা হয়েছে । বিদ্রোহী বিধায়করা এখনও গোয়ায় অবস্থান করছেন । ধারণা করা হচ্ছে আগামীকাল , সোমবার সকালে হয়তো তারা গোয়া থেকে মুম্বাই ফিরবেন আস্থাভোটে অংশ নিতে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ইণ্ডিগো বিমানে পড়ল বাজ, ভাঙল সামনের অংশ, শ্রীনগরে জরুরি অবতরণ!!

অনলাইন প্রতিনিধি :-প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে শ্রীনগর ভায়া দিল্লিগামী বিমান। সন্ধে থেকেই বজ্রপাত ও প্রবল…

3 hours ago

ছত্রিশগড়ে নিরাপত্তাবাহিনীর সাথে জঙ্গির লড়াইয়ে খতম ২৭ মাওবাদী!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার সকালে অবুঝমাঢ়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে কমপক্ষে ২৭ জন মাওবাদীর মৃত্যু হয়েছে…

11 hours ago

পাকিস্তানে স্কুল বাসে আত্মঘাতী বোমা হামলা, মৃত ৪শিশু আহত ৩৮!!

অনলাইন প্রতিনিধি :-বালুচিস্তানে স্কুল বাসে আত্মঘাতী বোমা হামলা ৷ ঘটনায় মৃত্যু হয়েছে চার শিশুর ৷…

12 hours ago

কলকাতার আকাশে একঝাঁক ড্রোন!!

অনলাইন প্রতিনিধি :- কলকাতার আকাশে একঝাঁক রহস্যময় ড্রোন। ঘটনাটি ঘটে সোমবার। অন্তত আট থেকে দশটি…

14 hours ago

ফের ধ্বসে বিপর্যস্ত উত্তর সিকিম!!

অনলাইন প্রতিনিধি :-টানা বৃষ্টির কারণে ধ্বস নামে উত্তর সিকিমে ।এর জেরে বন্ধ লাচেন এবং লাচুংয়ের…

14 hours ago

টাটা গ্রুপের সাথে লিজ এগ্রিমেন্ট,কর্মসংস্থানের সৃষ্টি করবে পুষ্পবন্ত প্যালেস : মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-পুষ্পবন্ত প্যালেসে পাঁচতারা হোটেল নির্মাণ নিয়ে বহু জল্পনা হয়েছে। মুখ্যমন্ত্রী অবশ্য বলেছিলেন, হোটেল…

14 hours ago