মহারাষ্ট্রে শিবসেনা বিদ্রোহী গোষ্ঠীর সাথে বিজেপি জোট সরকার গড়ার প্রক্রিয়ার মধ্যেই বহিষ্কারের খেলাও অব্যাহত রয়েছে । শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে গত ত্রিশ জুন বিদ্রোহী গোষ্ঠীর নেতা একনাথ শিন্ডেকে দল বহিষ্কারের কথা চিঠি দিয়ে জানিয়ে দেন । উদ্ধব ঠাকরে শিবির দাবি করছে মহারাষ্ট্রে একনাথ শিন্ডে নেতৃত্বাধীন গোষ্ঠী শিবসেনা নয় । অর্থাৎ এবার শিবনেতার কর্তৃত্ব নিয়েই লড়াই শুরু হলো রাজ্যে । যদিও একনাথ শিন্ডে বলেছেন , তাকে যে বহিষ্কার করা হয়েছে এর বিরুদ্ধে যথোপযুক্ত ফোরামে তিনি এর বিহিত চাইবেন ।
বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র বিধায়ক দীপক কেসরকর শনিবার একথা জানান । এদিকে আগামীকাল স্পীকার নিয়ে ভোটাভুটি হবে । স্পীকার নির্বাচন নিয়ে ইতমধ্যেই রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে উদ্ধব ঠাকরে শিবির । উল্লেখ্য , গত ২৯ জুন মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন উদ্ধব ঠাকরে । পরদিন অর্থাৎ ৩০ জুন নয়া মুখ্যমন্ত্রী পদে শপথ নেন একনাথ শিন্ডে । উপমুখ্যমন্ত্রী হন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ । শিবসেনার সিংহভাগ বিধায়ক বর্তমানে একনাথ শিন্ডের সাথে রয়েছে । তারা মহাবিকাশ আগাদি জোট থেকে বেরিয়ে গিয়ে শিন্ডের হাত ধরেন ।
এদিকে একনাথ শিন্ডে শিবির দাবি করছে যে তারা উদ্ধব ঠাকরের কোনও বিবৃতির প্রতিক্রিয়া দেবেন না । তবে যে চিঠিতে একনাথ শিন্ডেকে বহিষ্কার করা হয়েছে এর জবাব অবশ্যই দেওয়া হবে বলে জানানো হয়েছে । এদিকে , আগামীকাল স্পীকার নির্বাচনের পর চার জুলাই বিধানসভায় গরিষ্ঠতা প্রমাণ করতে হবে একনাথ শিন্ডেকে । এক্ষেত্রে একনাথ শিন্ডের পেছনে তার পঞ্চাশজনের মতো বিধায়ক এবং বিজেপির ১০৬ জন বিধায়কের সমর্থন রয়েছে বলে দাবি করা হয়েছে । বিদ্রোহী বিধায়করা এখনও গোয়ায় অবস্থান করছেন । ধারণা করা হচ্ছে আগামীকাল , সোমবার সকালে হয়তো তারা গোয়া থেকে মুম্বাই ফিরবেন আস্থাভোটে অংশ নিতে ।
পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…
অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যবাসীর যে স্বপ্ন নিয়ে আশির দশকে গড়ে উঠেছিল রাজ্যের বৃহৎ -মাঝারি শিল্প প্রতিষ্ঠান…
অনলাইন প্রতিনিধি :-খরিফ মৌসুমে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন কৃষি অঞ্চল জুড়ে ভুট্টা উৎপাদন অতীতের সব রেকর্ড…
অনলাইন প্রতিনিধি :-স্মার্ট সিটি আগরতলায় আনস্মার্ট কাজকর্ম বহাল। আগরতলা শহর তথা রাজ্যের একমাত্র উড়াল সেতু…
অনলাইন প্রতিনিধি :-মর্মান্তিক পথ দুর্ঘটনা কেড়ে নিল একাধিক প্রাণ ৷ মন্দিরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে…