আজ উচ্চ আদালতে দুই গোষ্ঠীকে সশরীরে হাজির থাকার নির্দেশ।
অনলাইন প্রতিনিধি :- টিসিএর অচলাবস্থা নিরসনে আগামীকাল বিবদমান দুই গোষ্ঠীকেই সশরীরে আদালতে হাজির থাকতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি অরিন্দম লোধ আগামীকাল বেলা সাড়ে বারোটায় টিসিএর বিবদমান দুই গোষ্ঠীকে হাজির থাকার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, টিসিএর কর্তৃত্ব দখল নিয়ে শাসক দলের দুই প্রভাবশালী গোষ্ঠীর ‘ন্যক্কারজনক’ বিবাদ ঘিরে অচলাবস্থা তৈরি হয়েছে। প্রকাশ্য রাস্তায় দুই গোষ্ঠীর পেশি শক্তির আস্ফালন দেখেছে গোটা দেশ। পথচলতি সাধারণ মানুষকে ভয়ে নিরাপদ আশ্রয়ে দৌড়োতে হয়েছে। শাসক দলের দুই গোষ্ঠী যেভাবে একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি করছে, তাতে বিভিন্ন মহলে দু ছি ছি রব উঠেছে। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, এই ন্যক্কারজনক বিরোধে প্রশাসনও নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারেনি, যা দেখে জনমনেই প্রশ্ন উঠেছে। পুলিশ প্রশাসন একপক্ষের অভিযোগ নিয়ে যতটা তৎপরতা দেখিয়েছে, ঠিক ততটাই নীরব ছিলো অপর গোষ্ঠীর অভিযোগ নিয়ে।এই পরিস্থিতিতে ঘটনার জল গড়ায় উচ্চ আদালতে। রাজ্য ক্রিকেটের অভিভাবক সংস্থার দুই আজীবন সদস্য উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করে গতকাল সোমবার। এদিনই মামলার শুনানি গ্রহণ করেন উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ । সব পক্ষই তাদের বক্তব্য তুলে ধরে সওয়াল করেন আদালতে। মামলার দুই আবেদনকারী মূলত তিনটি বিষয় উল্লেখ করে আর্জি জানায়। এগুলি হলো, এক, বর্তমান পরিস্থিতিতে টিসিএতে প্রশাসক নিয়োগ করে কাজ পরিচালনা করা হোক। দ্বিতীয়ত, বর্তমান কমিটির বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তার তদন্ত করতে আদালত রাজ্য স্বরাষ্ট্র দপ্তরকে সীট গঠনের নির্দেশ দিক। তৃতীয়ত, টিসিএর বর্তমান সংবিধান সংশোধন করে বর্তমান কমিটি ভেঙে দিয়ে পুনরায় নির্বাচন করা। বিচারপতি সব পক্ষের বক্তব্যই শুনেছেন।তবে আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত কোনও আদেশ প্রদান না করলেও, সব পক্ষকে আগামীকাল সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।আদালতের এই নির্দেশ থেকে ধারণা করা হচ্ছে, দুই গোষ্ঠীর এই বিরোধ আদালতের মাধ্যমে মীমাংসা করার পথে যেতে চাইছে উচ্চ আদালত। আগামীকাল কী হয় এখন সেটাই দেখার।