Categories: খেলা

আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে জুয়েলস-ত্রিবেণী সংঘ।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টা। বহু চর্চিত টিএফএর চন্দ্র মেমোরিয়াল ঘরোয়া এ ডিভিশন ক্লাব লীগ ফুটবল (২০২৩-২৪ বর্ষ) আসর আগামীকাল (বুধবার) থেকে শুরু হচ্ছে। বুধবার লীগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে গতবারের বি ডিভিশন চ্যাম্পিয়ন টিম ত্রিবেণী সংঘ ও জুয়েলস অ্যাসোসিয়েশন। লীগে জুয়েলস অ্যাসোসিয়েশন নিয়মিত খেলে এলেও ত্রিবেণী সংঘ নতুন করে খেলতে যাচ্ছে। লীগকে সামনে রেখে দুটো টিমই বেশ কিছুদিন ধরে পুরোদমে অনুশীলন চালিয়ে আসছিল। নকআউটের মধ্য দিয়ে জুয়েলস অ্যাসোসিয়েশন মরশুমে নিজেদের খেলা আগেই শুরু করে দিলেও এই মরশুমে লীগে প্রথম খেলতে নামছে ত্রিবেণী সংঘ। বুধবার লীগের উদ্বোধনী ম্যাচে খেলার জন্য প্রস্তুত দুটো টিমই। আগামীকাল বিকাল সাড়ে তিনটায় উদ্বোধনী ম্যাচ শুরু হবে। তার আগে নয় দলীয় এ ডিভিশন ক্লাব ফুটবল আসরের উদ্বোধন করবেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। বলে কিক অফ করবেন রাজ্যের প্রাক্তন ফুটবলার তথা ফুটবল প্রশিক্ষক সুজিত ঘোষ। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন টিএফএর সভাপতি প্রণব সরকার ও সচিব অমিত চৌধুরী সহ প্রমুখ। উল্লেখ্য, যে নয়টি দল খেলছে তা হলো – ত্রিবেণী সংঘ, ফ্রেণ্ডস ইউনিয়ন, ফরোয়ার্ড ক্লাব, টাউন ক্লাব, লালবাহাদুর ব্যায়ামাগার, জুয়েলস অ্যাসোসিয়েশন, রামকৃষ্ণ ক্লাব, এগিয়ে চলো সংঘ ও বীরেন্দ্র ক্লাব। আগামী একত্রিশ আগষ্ট পর্যন্ত নয় ম্যাচের ক্রীড়াসূচি ঘোষণা করা হয়েছে আপাতত টিএফএর তরফে।জুয়েলস অ্যাসোসিয়েশন নকআউটে যে টিম নিয়ে মাঠে নেমেছিল সেই টিমই এবার লীগে খেলতে যাচ্ছে। এর মধ্যে নতুন করে টিমে যোগ দিচ্ছে চারজন ফুটবলার। এর মধ্যে তিনজন হচ্ছে কালিম্পংয়ের। একজন মণিপুরের। মণিপুরের একজন ফুটবলার আগেই চলে এসেছিল। তবে তাকে নকআউটে খেলায়নি জুয়েলস। সব মিলিয়ে নকআউটের তুলনায় অনেকটা শক্তিশালী টিম নিয়ে এবার লীগে খেলতে নামছে ক্লাব ফুটবলের অন্যতম শক্তিশালী টিম রাজধানীর জুয়েলস অ্যাসোসিয়েশন। কোচ আবু তাহেরের কোচিংয়ে নকআউটের পর এখন লীগে খেলতে যাচ্ছে জুয়েলস টিম। মরশুমের দ্বিমুকুট জয়ের লক্ষ্য থাকলেও নকআউটে জুয়েলস সফলতা অর্জন করতে পারেনি। নকআউটের উদ্বোধনী ম্যাচে বীরেন্দ্র ক্লাবের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুটআউটে গিয়ে হারতে হয়েছিল জুয়েলস টিমকে। যেহেতু নকআউট তাই নিজেদের দ্বিতীয়বার মেলে ধরার সুযোগ পায়নি জুয়েলস। তবে এবার ম্যারাথন লীগ। ফলে লীগে যেমন নিজেদের মেলে ধরার ভালো সুযোগ রয়েছে তেমনি প্রতিটি ম্যাচই ভাইটাল। লীগে জুয়েলস অনেকটা ভালো খেলবে সেই প্রত্যাশা করছেন জুয়েলস অ্যাসোসিয়েশনের সম্পাদক পুরী প্রসাদ দেববর্মা। তিনি বলেন, লীগে খেলার জন্য জুয়েলস টিম প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। গত কয়েকদিন ধরেই চলছে অনুশীলন। আশা করছি লীগে জুয়েলস ভালো খেলা উপহার দেবে এবং সফলতা অর্জন করবে। অন্যদিকে, গত বছরের বি ডিভিশন চ্যাম্পিয়ন টিম ত্রিবেণী সংঘ এবার এ ডিভিশন লীগে খেলতে যাচ্ছে। ভালো খেলা উপহার দেবার পাশাপাশি সফলতা অর্জনের লক্ষ্য নিয়ে মাঠে নামছে শহর দক্ষিণের ত্রিবেণী সংঘ টিম।ধামছড়া অমরপুর, কাঞ্চনপুর সহ রাজ্যের বিভিন্ন জায়গার ফুটবলারদের নিয়ে টিম হচ্ছে ত্রিবেণী সংঘের। এছাড়া বহি:রাজ্যের বলতে মণিপুরের তিনজন ফুটবলার থাকছে টিমে। কোচ রাজু লামার কোচিংয়ে গত কয়েকদিন ধরে উমাকান্ত মাঠে অনুশীলন চালিয়ে আসছে টিমটি।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

22 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

22 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

23 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

23 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

23 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

24 hours ago