আজ কার্নিভাল, নির্বিঘ্নে সম্পন্ন হলো শারদোৎসব।।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রীতিনীতি মেনে দশমীর দিনে মায়ের কৈলাস গমন ঘটলেও কিছু কিছু প্যাণ্ডেলে মাকে কাছে ধরে রাখতে বুধবারও বিভিন্ন প্যাণ্ডেলে ভিড় জমাতে দেখা গেলো দর্শনার্থীদের।রাজধানী সহ মফসসলের বিভিন্ন পুজো মণ্ডপে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেলেও ছোটখাটো ঘটনা ছাড়া নির্বিঘ্নে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব। শহরের রাজপথে পরিবার, সঙ্গী সাথীদের নিয়ে প্যাণ্ডেল হপিং করতে বেরিয়ে ভূরিভোজেও মাতলো জনগণ।ভোজনরসিকদের ভিড়ে ঠাসা অবস্থায় দেখা যায় বিভিন্ন নামীদামি হোটেল রেস্তোরাঁ সহ খাবারের দোকান এবং স্টলে।প্রধান প্রধান সড়ক সহ অলিতে গলিতে হাজারো লোকের ভিড়ে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অবশ্যই প্রশংসার যোগ্য আরক্ষা দপ্তরের ভূমিকা। পশ্চিম পুলিশ সুপার কিরণ কুমার কে,সদর এসডিপিও দেবপ্রসাদ রায় এবং শহরের প্রধান দুটি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা আইনশৃঙ্খলা রক্ষায় সরেজমিনে মাঠে নামেন পুজোর রাতে। মফস্সলের কিছু জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির দেখা মিললেও তাতে ভাটা পড়েনি উৎসবের আনন্দে।এদিকে সপ্তমীতে যান্ত্রিক গোলযোগের কারণে রাজধানীর কয়েকটি এলাকা সাময়িকভাবে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়লে অস্বস্তিতে পড়তে হয় জনগণকে। যদিও কিছুক্ষণের মধ্যই তা সারানোর উদ্যোগ নেয় বিদ্যুৎ দপ্তর।বিশেষ কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়া রাজধানী এলাকায় নির্বিঘ্নে পুজোর আনন্দে মাতলো হাজারো ধর্মপ্রাণ জনগণ।এদিকে দশমীর দুদিন পর অর্থাৎ বৃহস্পতিবার রাজধানীতে আনুষ্ঠানিকভাবে দুর্গোৎসবের সমাপ্তি ঘটছে কার্নিভালের মাধ্যমে।এবারও মায়ের গমন উৎসবকে কেন্দ্র করে শহরের বিভিন্ন সড়কে আরোপিত হয়েছে কিছু বিধিনিষেধ।এদিন দুপুর দুটো থেকে কামান চৌমুহনী থেকে সূর্য চৌমুহনী, পোস্ট অফিস চৌমুহনী হয়ে দশমীঘাট পর্যন্ত থাকবে নো এন্ট্রি জোন। বিভিন্ন প্রধান প্রধান হাসপাতালগুলির সঙ্গে যোগাযোগ রাখতে এবং বিমান এবং রেল যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে স্থাপন করা হয়েছে কিছু জরুরি রুট। যাতে খোলা থাকবে এডি নগর ফ্লাইওভার আইজিএম টিআরটিসি,বি কে চৌমুহনী,কর্ণেল চৌমুহনী, হারাধন সংঘ, উত্তর গেট, রাধানগর, গান্ধী মূর্তিপ্রাঙ্গণ হয়ে জিবিপি হাসপাতালগামী সড়ক।আবার আইএলএস এবং জিবিপি থেকে শহরের অভিমুখে আসতে হবে গান্ধী মূর্তিপ্রাঙ্গণ, রাধানগর, উত্তর গেট হয়ে হারাধন সংঘ, কর্ণেল চৌমুহনী,আরএমএস হয়ে আইজিএম-ফ্লাইওভার ধরে এডি নগর।বিমান এবং রেল যাত্রীদের তাদের সাথে বৈধ এয়ার টিকিট বা বোর্ডিং পাস সহ গাড়িতে ‘এয়ারপোর্ট এবং রেলওয়ে প্যাসেঞ্জার’ স্টিকার ব্যবহার করার জন্য অনুরোধ জানায় ট্রাফিক দপ্তর। এদিকে শহরের বিভিন্ন এলাকায় পার্কিং জোন স্থাপন সহ প্রতিমা নিরঞ্জনে আসা বিভিন্ন ক্লাব ভাগ করা হয়েছে চারটি জোনে। বিশেষ বিশেষ রাস্তা ধরেই দশমীঘাটের অভিমুখে গমন করতে হবে তাদের।

Dainik Digital

Recent Posts

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

11 hours ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

11 hours ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

1 day ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

2 days ago

ইন্ডিয়ান বুকে রাজ্যের মেয়ে ঝুমা!!

অনলাইন প্রতিনিধি :-ইচ্ছে ছিলো অনেক আগে থেকেই। অবশেষে নিজের ইচ্ছেকেই বাস্তবে পরিনত করলো ঝুমা দেবনাথ।…

2 days ago

সুশাসনে আইনশৃঙ্খলা!

রাজ্যে কি সত্যিই আইনের শাসন রয়েছে?সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে।সরকার বলছে রাজ্যে সুশাসন…

2 days ago